চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান চাও ১ তারিখে বেইজিংয়ে বলেছেন, চীন পক্ষ আশা করে এই দিনে অনুষ্ঠিত "ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার সমর্থন সংক্রান্ত লন্ডণ অধিবেশনে গঠনমূলক ইতিবাচক ভূমিকা পালন করবে।
একই দিনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময়ে লিউ চিয়ান ছাও এই কথা বলেছেন। তিনি বলেছেন, চীন আশা করে, এবারকার সম্মেলন যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য সহায়ক হবে, ফিলিস্তিন এবং ইস্রাইলের রাজনৈতিক আলোচনার মাধ্যমে অবশেষে শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের জন্য হিতকর। চীন আগের মতো ভবিষ্যতেও আন্তর্জাতিক সমাজের সঙ্গে মিলে মধ্য প্রাচ্য সমস্যার সার্বিক এবং ন্যায়সংগত সমাধানের জন্য নিরলস প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
বর্তমানে "ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার সমর্থন সংক্রান্ত লন্ডণ অধিবেশন" বৃটেনে উদ্বোধন হয়েছে। জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান এবং বহু দেশের সরকারী প্রতিনিধিরা অধিবেশনে অংশ নিয়েছেন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দাই বিন কুও আমন্ত্রণক্রমে এবার অধিবেশনে উপস্থিত হয়েছেন।
|