v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-03-01 13:46:01    
পাহাড়ী অঞ্চলের মরূদ্যান—কিরগিজিস্তান

cri

                                              

    মধ্য এশিয়ার অন্যতম দেশ কিরগিজিস্তান,উত্তর, পশ্চিম আর দক্ষিন দিকে যথাক্রমে কাজাখস্তান,উজবেকিস্তান আর তাজিকিস্তানের সংগে সংলগ্ন। এর দক্ষিন-পূর্ব পাশে রয়েছে চীনের সিনচিয়াং অঞ্চল । কিরগিজিস্তানের আয়তন ১লক্ষ ৯৮ হাজার ৫০০ বর্গকিলোমিটার, লোকসংখ্যা ৫০ লক্ষ ১০ হাজার । এর ৮০টি জাতি আছে। এর মোট লোকসংখ্যার ৬৫শতাংশ হল কিরগিজি জাতি ।

    কিরগিজিস্তান হল থিয়েনশান পাহাড়ের পশ্চিম দিকে সুন্দর দৃশ্যময় এক পাহাড়ী দেশ, এর পাঁচ ভাগের চার ভাগই পাহাড়ী অঞ্চল ।

    কিরগিজিস্তানের ইতিহাস সুদীর্ঘকালের। ষষ্ঠ শতাব্দীতে এটি কিরগিজিস্তান রাজ্য হিসেবে জন্ম নেয়। ১৮৭৬ সালে জার-রাশিয়ার সাথে সংযুক্ত হয় । ১৯১৭ সালে কিরগিজিস্তানে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, ১৯২৪ সালে কিরগিজিস্তান এক স্বশাসিত অংগরাজ্যে পরিনত হয়,১৯৩৬ সালে কিরগিজিস্তানে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তা সোভিয়েত ইউনিয়নের অংগীভুক্ত হয় ।১৯৯১ সালের ৩১শে আগষ্ট তা স্বাধীনতা লাভ করে এবং নাম বদলে কিরগিজিস্তান প্রজাতন্ত্র হয় ।

    কিরগিজ পাহাড়ের নীচে ছুহো নদীর উপত্যকায় অবস্থিত কিরগিজিস্তানের রাজধানী বিশকেক যেমন প্রাচীনকালের এক গুরুত্বপূর্ণ শহর ছিল, তেমনি ছিল মধ্য এশিয়ার এক বিখ্যাত শহরও ।থিয়েনশান পাহাড়ের প্রাচীনতম পথের এক অংশ হিসেবে ছুহো নদী মধ্য এশিয়ার তৃণভূমি আর উত্তর-পশ্চিম চীনের মরুভূমি সংযুক্তকারী এক সহজ পথ । সুতরাং পথটিকে প্রাচীনকালের রেশমী পথ বলে ডাকা হত ।১৮৭৮ সালে বিশকেক শহর প্রতিষ্ঠিত হয় । এখন বিশকেক শহরে যন্ত্রপাতি শিল্প,ধাতু ঢালাই শিল্প,খাদ্য আর হাল্কা শিল্প আছে । তাছাড়া বিশকেক শহরের বিজ্ঞান আর শিক্ষাব্রতও অত্যন্ত উন্নত,তার আছে বিজ্ঞান-একাডেমী আর নানা ধরনের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ।

    কিরগিজিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, এর কয়লার উতপাদন পরিমান মধ্য-এশিয়ার দেশগুলোতে প্রথম স্থান অধিকার করে ।এ কারনে একে মধ্য এশিয়ার কয়লার ভান্ডার ডাকা হত ।কিরগিজিস্তানের এন্টিমনির উত্পাদন পরিমান বিশ্বে তৃতীয় স্থান, টিন আর পারদের উত্পাদন পরিমান স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েল্থে দ্বিতীয় স্থান অধিকার করে এবং পানি ও বিদ্যুত সম্পদ তৃতীয় স্থান অধিকার করে ।

    কৃষি আর পশুপালন কিরগিজিস্তানের প্রধান অর্থনীতি , এর প্রধানপ্রধান শস্য হল গম,বীট, ভূট্টা, তামাক ।কিরগিজিস্তান হল মধ্য এশিয়ার এক মাত্র চিনি উত্পাদনকারী দেশ ।এর আছে ৮৫ লক্ষ হেক্টর পশু চারণ ভূমি। এর ঘোড়া , মেষ আর উলের পরিমান মধ্য এশিয়ায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

    চীন আর কিরগিজিস্তান একই পাহাড় আর নদীর দ্বারা সংযুক্ত দুটি প্রতিবেশী রাষ্ট্র, দুদেশের মধ্যে ১১০০ কিলোমিটারের সীমান্ত আছে। ঐতিহাসিক রেশমী পথ কিরগিজিস্তানের মধ্য দিয়ে চলে গেছে। এর সুই ইয়ে নদীর তীরের মাকমাক অঞ্চলে চীনের থাংরাজবংশের মহা কবি লিপাই-এর জন্ম । ১৯৯২ সালের ৫ই জানুয়ারী দুদেশের মধ্যে কুটনেতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দুপক্ষের মধ্যে অনবরতভাবে উচ্চ স্তরের সফর বিনিময় চলছে। বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের বন্ধুত্ব আর সহযোগিতামূলক সম্পর্কের বিরাট অগ্রগতি হয়েছে ।