v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-28 14:07:07    
বাঁশ ও কাঠের ফালির পুথিপত্র

cri

    সম্প্রতিক বছরগুলোতে চীনের প্রতন্তত্ত্ববিদরা প্রাচীন সমাধিগুলোতে বাঁশ ও কাঠের ফালির তৈরী অনেক প্রাচীন পুথিপত্র আবিষ্কার করেছেন । ভূগর্ভে প্রায় হাজার বছর ধরে পুঁতে বাখা । এই সব পুথিপত্র বিশ্বে বিরাট আলোড়ন সৃষ্টি করেছে ।

    চীনের প্রাচীনতমো লিপি হলো তিন হাজার বছরেরও বেশী সময় আগে চীনের শাং রাজবংশের কচ্ছপের খোলের উপর উত্কীর্ণ লিপি । এরপরের দুই হাজার বছরেরও বেশী সময়ের মধ্যে মানব সভ্যতার মাত্রা বাড়ার সংগে সংগে  চীনের হান ভাষার শব্দগুলোর সংখ্যা আর লেখার বিষয়বস্তুরও মৌলিক পরিবর্তন ঘটে । কাগজের আবিষ্কার অপেক্ষাকৃতভাবে দেরীতে হয়েছে বলে তখন প্রধানতঃ বাঁশ ও কাঠের ফালিতে লেখা হতো । তাই এই সময়পর্বকে বাঁশ ও কাঠের ফালির পুথিপত্রের যুগ বলে গণ্য করা হয় ।

    বাঁশ ও কাঠের ফালির তৈরী পুথিপত্র সহজে পঁচে বলে সেগুলো সংরক্ষণ করা খুবই কঠিন । বিংশ শতাব্দীর গোড়ার দিক পর্যন্ত লোকেরা এমন বাস্তব পুথি-পত্র চোখে দেখেন নি । বিংশ শতাব্দীর তিরিশের দশকের পর উত্তরপশ্চিম চীনের সিংচিয়াংয়ের রোপুবো লুলান ধ্বংসাবশেষ , মিন্ফেন্নিইয়া ধ্বংসাবশেষ এবং কান্সু প্রদেশের তেনহুয়া ইত্যাদি জায়গায় প্রত্নতত্ত্ববিদরা পরপর কিছু বাঁশ ও কাঠের ফালির তৈরী পুথিপত্র আবিষ্কার করেন । এই সব পুথিপত্রে লেখা লিপির সংখ্যা বেশী না হলেও সেগুলো প্রত্নতত্ত্ব মহলে আলোড়ন সৃষ্টি করে ।

    এ ধরনের পুথিপত্র ব্যাপকভাবে আবিষ্কৃত হয় গত শতাব্দীর সত্তরের দশক থেকে উনিশশো পঁচাওর সালে মধ্যচীনের হুপেই প্রদেশের একটি প্রাচীন সমাধিতে প্রত্নতত্ত্ববিদরা এক হাজারেরও বেশী বাঁশের ফালির তৈরী পুথিপত্র উদ্ধার করেন । সেগুলোতে চীনের খৃষ্টপূর্ব ২২১ সাল থেকে খৃষ্টপূর্ব ২০৭ সাল পর্যন্ত স্থায়ী ছিন রাজবংশের আইন লিপিবদ্ধ আছে । এটা বিশ্বে বিরাট আলোড়ন সৃষ্টি করে । চীনের প্রাচীন ইতিহাস বিশেষ করে ছিন রাজবংশের আইন ব্যবস্থা গবেষণার পক্ষে সেগুলোর আসাধারণ ।

    গত শতাব্দীর আশির দশকে চীনের হুপেই প্রদেশে হান রাজবংশের একটি সমাধিতে এক হাজারেরও বেশী লিপি লেখা বাঁশের ফালি উদ্ধার করা হয়েছে । এর মধ্যে রয়েছে চীনের প্রাচীনতম গনিত পুথি । হোপেই প্রদেশের দিন জেলার হান রাজবংশের সমাধি থেকে উদ্ধার করা হয়েছে বাঁশের ফালির তৈরী কন্ফুসিয়ান সম্প্রদায়ের বিখ্যাত গ্রন্থ "লেন ইউ" । সানতুং প্রদেশের একটি হান রাজবংশের সমাধি থেকে উদ্ধার করা হয়েছে "সুন্চিপিনফা" ও সুন্পিনপিনফা" । কানসু প্রদেশের একটি হান রাজবংশের সমাধি থেকে উদ্ধার করা হয়েছে এ ধরণের চিকিত্সা পুথিপত্র । চিয়াংসু প্রদেশের হান রাজবংশের সমাধি থেকেও উদ্ধার করা হয়েছে কাঠের ফালির তৈরী প্রাচীন পুথিপত্র । এগুলো খুবই মূল্যবান ।

    গত বছরের জুন মাসে প্রত্নতত্ত্ববিদরা হুনান প্রদেশের অবস্থিত খৃষ্টপূর্ব ৭৭০ সাল থেকে খৃষ্টপূর্ব ২৫৬ সাল পর্যন্ত স্থায়ী যুদ্ধমান যুগের প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ থেকে ছিন রাজবংশের আইন লেখা বিশ হাজারেরও বেশী বাঁশ ও কাঠের ফালির তৈরী পুথিপত্র উদ্ধার করেছেন । সেগুলোতে লেখা লিপির সংখ্যা দাঁড়িয়েছে কয়েক লক্ষে । এগুলোকে কচ্ছপের খোলে উত্কীর্ণ লিপি ও তেনগুয়াং লিপির পর প্রাচীন পুথিপত্র ক্ষেত্রে চীনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাফল্য এবং একবিংশ শতাব্দীতে প্রবেশের পর চীনের প্রত্নত্ত্বক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর অন্যতম বলে মনে করা হচ্ছে ।