v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-25 14:00:28    
১৯ই ফেব্রুয়ারী--২৫ই ফেব্রুয়ারী

cri
১. ২০০৪ সালে চীনের বনানী সৃষ্টির লক্ষ্য

১৯শে ফেব্রুয়ারী চীনের জাতীয় ব্ন অধিদফতর সূত্রে জানা গেছে , চীন সরকারের প্রণীত একটি পরিকল্পনা অনুযায়ী চলতি সালে চীনের তিয়াত্তর লক্ষ হেক্টর ভুমিতে বনানী সৃষ্টি করা হবে । এর মধ্য পাহাড়ী অঞ্চলে নতুন বনভুমির আয়তন হবে ৩০ লক্ষ হেক্টর । পাহাড়ী অঞ্চলে বৃক্ষরোপন এখন চীনে বনানী সৃষ্টির প্রধান উপায় ।

১৮ই ফেব্রুয়ারী প্রকাশিত চীনের জাতীয় ব্ন অধিদফতরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এই বছরের বসন্তকালে বৃষ্টির পরিমান অপেক্ষাকৃত বেশী, গাছের চারা পর্যাপ্ত পরিমানে সরবরাত করা হবে , বিভিন্ন স্তরের গণ সরকারকে ২০০৪ সালের বনানী সৃষ্টির লক্ষ্য অর্জন করতে হবে ।

চীনের জাতীয় ব্ন অধিদফতর বিভিন্ন স্তরের গণ সরকারের প্রতি প্রকৃতি ও অর্থনীতির নিয়ম অনুসারে বনানী সৃষ্টির উপযুপ্ত পদ্ধতি বেছে নেয়া , বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গাছের উন্নত জাত নির্বাচন করা এবং মুল্যবান গাছের চারা লালনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করার আহ্বান জানিয়েছে ।

২. দশজন চীনা ডুবুরী থাইল্যান্ডের ত্রানকার্যে অংশগ্রহণ করবেন

১৯শে ফেব্রুয়ারী পেইচিংয়ে চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে , থাইল্যান্ডের ত্রানকার্যে অংশগ্রহণের জন্য যে একশতাধিক চীনা তরুণ ডুবুরী নাম লিখিয়েছেন তাঁদের দশজন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন । প্রশিক্ষণ নেয়ার পর তাঁরা ২৫শে ফেব্রুয়ারী দক্ষিণ থাইল্যান্ডের সুনামী- বিধ্বস্ত অঞ্চলের ত্রানকার্যে আত্মনিয়োগ করবেন ।

এই দশজন স্বেচ্ছসেবকের মধ্যে জ্যেষ্ঠতম ডুবুরীর বয়স পয়ত্রিশ বছর এবং কনিষ্ঠতম ডুবুরীর বয়স ২৫ বছর । তাঁরা সবাই জলাশয়ের উদ্ধারকাজে নিয়োজিত পেশাগত ডুবুরী। অন্য সাতজন প্রশিক্ষণকর্মী এবং চিকিত্সকও এই এই দশজন স্বেচ্ছসেবকের সংগে থাইল্যান্ডে যাবেন।

৩. দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা কোনো দেশের স্বার্থের সংগসংগতিপুর্ণ নয়

২৪ শে ফেব্রুয়ারী পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খং ছুয়ান সাংবাদিক সম্মেলনে বলেছেন ,দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কোনো দেশের স্বার্থের সংগে সংগতিপুর্ণ নয় । চীন পক্ষ আশা করে, ভারত ও পাকিস্তান অব্যাহতভাবে সংলাপ ও বৈঠক আয়োজন করে তাদের মতবিরোধ নিষ্পত্তি করবে ।

মুখপাত্র খং ছুয়ান আরো বলেছেন , ভারত ও পাকিস্তান সম্প্রতি সংলাপ চালিয়ে দুদেশের মতপার্থক্য দূর করার যে প্রয়াস নিয়েছে চীন তাকে স্বাগত জানায় ।

তিনি আরো বলেছেন , ভারত ও পাকিস্তান উভয়েই চীনের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র । চীনের আশা , ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে এশিয়ার উন্নয়নে অবদান রাখবে ।

৪. শ্রীলংকার সামরিক কর্তৃপক্ষটাইগার সংস্থার নিন্দা করেছে

শ্রীলংকার সামরিক কর্তৃপক্ষ২২ তারিখে একটি বিবৃতিতে তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার তত্পরতার নিন্দা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত তিন বছরে টাইগার সংস্থা যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান কমিটির হুঁশিয়ারী গ্রাহ্য করে নি।তারা ২৮জন সরকারী সৈন্য আর ১৫৩ জন নিরীহ নাগরিককে হত্যা করেছে।গত বছরের শেষ নাগাদ ,যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান কমিটি টাইগার সংস্থার চুক্তি লঙ্ঘনজনিত ৫৪৫৯টি অভিযোগ পেয়েছে।

উল্লেখ্য, টাইগার সংস্থা বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলেও শ্রীলংকার সামরিক কর্তৃপক্ষ এই চুক্তি অনুসরণ করতে থাকবে।

৫. নেটো শীর্ষ সম্মেলন সমাপ্ত

নেটো শীর্ষ সম্মেলন ২২ তারিখ দুপুরে ব্রাসেলসে সমাপ্ত হয়েছে। সম্মেলনে প্রকাশিত বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নেটোর সব সদস্যদেশগুলো নেটোর কাঠামোর মধ্যে সহযোগিতা ও সংস্কারের মাধ্যমে মিলিতভাবে অটলান্টিক সাগরের তীরবর্তী দেশগুলোর যৌথ নিরাপত্তা রক্ষা করবে।

বিবৃতিতে বলা হয়েছে যে, সম্মেলনে অংশ গ্রহনকারী সদস্যদেশগুলোর শীর্ষ নেতারা অটলান্টিক সাগরের তীরবর্তী দেশগুলোর সম্পর্কের দীর্ঘস্থায়ী মূল্যের কথা আবার জোর দিয়ে বলেছেন এবং আবার যৌথ প্রতিরক্ষা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ জন্য নেটো ইউরোপীয় ইউনিয়নের সংগে রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক আরো সম্প্রসারিত করবে, রাশিয়া ও কিছু আন্তর্জাতিক সংস্থার সংগে সহযোগিতা জোরদার করবে এবং সংস্কার ও প্রতিরক্ষার সামর্থ্য বাড়ানোর মাধ্যমে নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলা করবে।

বিবৃতিতে আফগানিস্তানের পরিস্থিতি, ইরাকের পরিস্থিতি, বলকান সমস্যা, মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া, নেটো ও ভূমধ্য সাগরীয় দেশগুলোর সম্পর্ক, নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এবং নেটো ও ইউক্রেনের সম্পর্ক ইত্যাদি সমস্যাও উল্লেখ করা হয়েছে।

এবারের নেটো শীর্ষ সম্মেলন একদিনব্যাপী। নেটোর ২৬টি সদস্যদেশের নেতারা সম্মেলনে অংশ নিয়েছেন।

৬. মার্কিন ই-ইউ শীর্ষ সম্মেলন ব্রাসেলসে আয়োজিত হয়ছে

ইউরোপীয় ইউনিয়নের ২৫ টি সদস্য দেশের নেতারা ২২ তারিখে সফররত মার্কিন প্রেসিডেন্ট বুশের সংগে ব্রাসেলসে সম্মেলন করেছেন। সম্মেলনে অটলাটিক মহাসাগরের দু-তীরের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক এবং অন্যান্য অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।

সম্মেলনের পর বুশ ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র লুকসেনবার্গের প্রেসিডেন্ট জিন-খ্রাদ জানকার, ইউরোপীয় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বারোসো, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক সিরিয়র প্রতিনিধি সোলানার সংগে একটি যৌথ তথ্যজ্ঞাপন সভার আয়োজন করেছেন। তথ্যজ্ঞাপন সভায় বুশ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অভিন্ন মূল্যবোধ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সংগে মিলিতভাবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানোর অপেক্ষায় আছে। বুশ বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন লক্ষ্য আছে। তা হচ্ছে এই যে ইরান পারমাণবিক অস্ত্রশস্ত্র উন্নয়ন করতে পারে না।

জানকার বলেছেন, সন্ত্রাসবাদ দমন ,গণ বিধ্বংসী মারণস্ত্রের বিস্তার রোধ ইত্যাদি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংগে ভালভাবে সহযোগিতা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া সমস্যায় দু পক্ষ আরো ভালোভাবে সহযোগিতা চালাতে পারে।

বারোসো বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে দৃঢ় অংশীদারিত্বের সম্পর্ক। দু পক্ষ সহযোগিতার মাধ্যমে আরো ভালভাবে বিভিন্ন ধরনের চ্যালেনজের মোকাবেলা করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একইদিন বুশের সফরসংগী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সংগেও বৈঠক করেছেন।

৭. জাতি সংঘের সামাজিক উন্নয়ন কমিটি সামাজিক উন্নয়ন ক্ষেত্রের তিনটি লক্ষ্য আরেক বার ঘোষণা করেছে

জাতি সংঘের সামাজিক উন্নয়ন কমিটির ৪৩তম সম্মেলন ১৮ তারিখে নিউইয়োর্কের সদর দপ্তরে সমাপ্ত হয়েছে।সম্মেলনে আরেক বার ঘোষণা করা হয়েছে যে, বিশ্বের বিভিন্ন দেশের উচিত দারিদ্র্য মোচন, সার্বিক কর্মসংস্থান আর সামাজিক সম্মিলনীকে সামাজিক উন্নয়নের তিনটি লক্ষ্য হিসেবে ধার্য করা।

ঘোষণা পত্রে বলা হয়েছে, ১০ বছর আগে , পৃথিবীতে একশোটিও বেশী দেশের নেতারা কোপেনহেগেনে সামাজিক উন্নয়ন সম্মেলনে সামাজিক উন্নয়ন সম্পর্কে একটি কর্মসুচি স্বাক্ষর করেছেন। ঘোষণা পত্রটিতে বিভিন্ন দেশকে বাস্তব ব্যবস্থা নিয়ে সেই কর্মসুচির বাস্তবায়নের সংগে জাতি সংঘের সহস্রাব্দীর উন্নয়নের লক্ষ্যের বাস্তবায়নকে যুক্ত করতে তাগিদ দেয়া হয়েছে।

জাতি সংঘের সামাজিক নীতি আর উন্নয়ন বিভাগের পরিচালক বলেছেন, বর্তমানে অনেক দেশ অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেয়।কিন্তু সামাজিক উন্নয়নকে অবহেলা করে। এইবারকার সম্মেলনের লক্ষ্য হলো সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিতে বিভিন্ন দেশকে মনে করিয়া দেয়া।

৮. জাতি সংঘ আইন কমিশনে মানব ক্লন বিষেদ্ধ

জাতি সংঘের ৫৯তম সাধারণ পরিষদের অধিবেশনের আইন কমিশনে ১৮ই ফেব্রুয়ারী অনুমোদিত একটি রাজনৈতিক ঘোষণাপত্রে বিভিন্ন দেশের উদ্দেশে মানব জাতির মযার্দা লংঘণকারী যে কোনো পদ্ধতিতে মানব ক্লন বিষেদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে জাতি সংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অনুমোদন না পাওয়া পযর্ন্ত এই ঘোষণাপত্রের আইনগত অধিকার নেই।মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানী, ন্যাজারল্যান্ড আর ব্রাজিল প্রভৃতি দেশ ঘোষণাপ্রত্রের স্বপক্ষে ভোট দিয়েছে, চীন, বৃটেন আর জাপান প্রভৃতি দেশ ঘোষণাপত্রের বিপক্ষে ভোট দিয়েছে

৯. ইস্রাইলের মন্ত্রী সভায় একতরফা কার্যক্রম পরিকল্পনা এবং বিচ্ছিন্নতা দেওয়াল রোড পুণর্সংশোধন প্রস্তাব

ইরাকের মন্ত্রী সভা ২০ তারিখে একটি অধিবেশনের আয়োজন করেছে। অধিবেশনে প্রধানমন্ত্রী শারোনের উত্থাপিত একতরফা কার্যক্রম পরিকল্পনা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের কিছু অংশের বিচ্ছিন্নতা দেওয়াল রোড পুণর্সংশোধন প্রস্তাব গৃহীত হয়েছে।

একইদিন ইস্রাইলের মন্ত্রী সভায় ১৭-৫ ভোটে শারোনের একতরফা কার্যক্রম পরিকল্পনা অনুমোদিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এ বছরের মধ্যে ইস্রাইল ৪ টি পর্যায়ে গাজা অঞ্চলের ২১টি অর্থাত সব কটি এবং জর্ডান নদীর পশ্চিম তীরের ৪টি ইহুদী বসতি এলাক থেকে সরে যাবে। তা ছাড়া, ইস্রাইলের মন্ত্রী সভায় একইদিন ২০ -১ ভোটে বিচ্ছিন্নতা দেওয়াল রোড পুণঃসংশোধন প্রস্তাব গৃহীত হয়েছে। এই নতুন রোড অনুযায়ী, বিচ্ছিন্নতা দেওয়ালের দিকস্থিতি ১৯৬৭ সালে তৃতীয় মধ্য-প্রাচ্যের যুদ্ধের আগের যুদ্ধ বিরতি লাইনের আরো কাছাকাছি হয়েছে। কিন্তু তবুও জর্ডান নদীর পশ্চিম তীরের প্রায় ৭ শতাংশ জমি এবং প্রায় দশ হাজার ফিলিস্তিনীকে ইস্রাইলের দিকে রাখা হয়েছে।

একইদিন রাতে ফিলিস্তীনের মুক্তি সংস্থার কার্য-নির্বাহী কমিটি একটি বিবৃতিতে বলেছে, ইস্রাইলের মন্ত্রী সভায় গৃহীত পুনঃসংশোধিত বিচ্ছিন্নতা দেওয়াল রোড মধ্য-প্রাচ্যের শান্তির রোড ম্যাপ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

১০. ইরানের কেরমান প্রদেশে ভূ-কম্পে প্রায় ৩৭০ নিহত

ইরানের জাতীয় টেলিভিশনের খবরে জানা গেছে, ইরানের মধ্য ও দক্ষিণাংশের কেরমান প্রদেশে ২২ তারিখ ভোরে সংঘটিত ভূমিকম্পে কমপক্ষ ৩৭০ জন নিহত এবং প্রায় ১ হাজার লোক আহত হয়েছে।

জানা গেছে, এবারের ভূমিকম্পের কেন্দ্র কেরমান প্রদেশের রাজধানী কেরমান শহরের উত্তর-পশ্চিম দিকের জারান্দ শহরের উপকন্ঠে অবস্থিত। ভূমিকম্পের প্রাবল্য রিক্টার স্কেলে ৬.৪ মাত্রা।

ভূমিকম্প হবার পর, ইরানের সামরিক পক্ষ দ্রুত উপদ্রুত অঞ্চলে সেনাবাহিনী পাঠিয়ে সাহায্য করেছে। কিন্তু যাঁতায়াতের অসুবিধা ও খারাপ আবহাওয়ার কারণে, উদ্ধার কাজ প্রভাবিত হয়েছে। ত্রাণ জোরদার করার জন্য কেরমান প্রদেশ ও নিকটবর্তী কয়েকটি প্রদেশের বিমানবন্দর জরুরী অবস্থায় প্রবেশের নির্দেশ পেয়েছে।

অন্য খবরে জানা গেছে, জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ২২ তারিখে প্রকাশিত বিবৃতিতে ভূমিকম্পে ইরানের জানমালের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইরানের সরকার ও জনগণকে সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, জাতি সংঘের সংশ্লিষ্ট সংস্থা দ্রুত কর্মগ্রুপ গঠন করছে। ইরানস্থ জাতি সংঘের সংস্থা ইরানের সরকার ও আন্তর্জাতিক রেড-ক্রস সোসাইটির সংগে যোগাযোগ করেছে এবং ত্রাণ কাজ সমন্বিত করছে।