v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-25 09:25:04    
সংগীত সাগর--মা

cri
    বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকেই আমাদের বিষয়বস্তু বদলে যাবে। আগে আমরা একই বিষয়ে পুরোমাস অনুষ্ঠান প্রচার করছি। অনেক শ্রোতা চিঠি দিয়ে আপত্তি জানিয়েছেন। তা ছাড়া, শ্রোতাদের বেশী চিঠি পড়া সম্ভব হয়নি। এই অবস্থা পরিবর্তন করার জন্যে আমি অনুষ্ঠানের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি, এতে আমি আরো বেশী বন্ধুর চিঠি পড়তে পারবো। আশা করি, আমাদের এই পদক্ষেপ আপনারা পছন্দ করবেন। এটা আমার ইচ্ছা।

    আজকের অনুষ্ঠানে আমাদের বিষয়বস্তু হচ্ছে মা। এই বিষয় শুরু করার আগে, আমরা এক সংগে একটি গান শোনবো। মোমের আলোয় মায়ের মুখোমুখী নামে একটি গান।

    গানের কথা হলো:

    মা আমি অনেক কথা আপনাকে বলতে চাই,

    কিন্তু আমি বলি না,

    মা আমি আপনার কাছে হাসতে চাই,

    কিন্তু আমার চোখে অশ্র আছে,

    মোমবাতির আলোর সামনে মা,

    আপনার মুখে অনেক চিন্তার ছাপ।

    মোমের আলোর সামনে মা,

আপনার চোখে আগের সেই উজ্জ্বলতা নেই।

    আমি বিশ্বাস করি, মায়ের গুরুত্ব আমাদের প্রত্যেকের জন্য অতুলনীয়। তিনি আমাদের জীবন দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের সীমাহীন যত্নে মানুষ করেছেন। আমাদের স্বাস্থ্য আর সুন্দর ভবিষ্যতের জন্যে তাঁরা সর্বশক্তি নিয়ে প্রচেষ্টা করেছেন। তাঁরা আমাদের জন্যে আরো ভালো পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছেন। হয়তো আমরা জন্ম-গ্রহণ করার পর, তার সব উত্কৃষ্ট জিনিস মা আমাদের দিয়েছেন। সবচেয়ে ভালো খাবারটি, সবচেয়ে সুন্দর পোষাক মা আমাদের দিয়েছেন। মা-বাবা আমাদের অফুরন্ত কল্যান করেছেন এবং কোনো প্রতিদান চান না। আমি মনে করি, এই পৃথিবীতে সবচেয়ে মহান প্রেম হচ্ছে মায়ের প্রেম, এই পৃথিবীতে সবচেয়ে মহান মানুষ হচ্ছেন মা। আমাদের জন্যে মায়ের আদর একটি রেওয়াজের মতো,কিন্তু এক দিন আমরা কাছ থেকে দূরে থাকলে আমরা হঠাত্ভাবে আবিষ্কার করবো যে , মা আমাদের জন্যে কত গুরুত্বপূর্ণ।

    আমি মনে করি, প্রত্যেক মা তাদের ছেলে-মেয়ের জন্মদিন পালন করেন, কিন্তু ছেলে-মেয়ে হিসেবে আমাদের মায়ের জন্মদিন পালন করি কি? আমার মনে আছে, একবার আমার প্রাথমিক বিদ্যালয়ে পড়ালিখার সময়ে আমাদের শিক্ষক আমাদের কাছে একটি প্রশ্ন করেছেন যে, কে মায়ের জন্মদিন জানে? সেসময় আমাদের ক্লাসরুম খুবই শান্ত, শুধু কয়েকজন তাদের মায়ের জন্মদিন জানেন। প্রতি বছরের জন্মদিনে মা আমাদের উপহার কিনে দিয়েছেন, কেক দিয়েছেন। কিন্তু আমরা কোনো উপহার আমাদের বাবা-মাকের দেই নি। সেসময় থেকে প্রতিবছর মায়ের জন্মদিনে আমি তাকে একটি নিজের হাতে তৈরী করা উপহার দিয়েছি। যখন আমি উপহার মাকে দিয়েছি, তখন মা খুব খুশী, তার চোখ জল-ছলছল । চলুন আমাদের মায়েরদের একটি সুন্দর গান উপহার দেই । এর নাম মা।

    গানের কথা হলো:

    শৈশবে, আমি মনে করি, আমার মা খুব লম্বা,

    সবসময়ে, আমি মায়ের কাছে ঘুমিয়েছি।

    এখন, আমি মায়ের চেয়ে লম্বা,

    আমি মায়ের মুখে আন্তরিক হাসি দেখেছি,

    আমার মা,

    আপনি আমার জন্য দিন-রাত কাজ করেছেন।

    আপনার অসীম প্রেম আমি চিরদিন মনে রাখবো।

    আপনারা যারা এ অনুষ্ঠান শুনছেন, তাদের বলছি। যদি এর আগে কোনদিন মায়ের জন্মদিন পালন করেন নি। দয়া করে প্রথম সুযোগেই আপনার মায়ের জন্যে একটি আড়ম্বরপূর্ণ জন্মদিনের আয়োজন করবেন। আমি বিশ্বাস করি, আপনার মা সত্যিই খুব খুশী হবেন। যাদের মা নেই, তারা মায়ের স্বরণে কিছু ভালো কাজ করুন। অন্য দঃখিনী মায়েদের সহায়তা করুন। নারীদের সম্মান করুন। কারণ তারা মায়ের জাতি। যাদের মা থাকা সত্ত্বেও, কাজের জন্যে বা পড়ালিখার কারণে মায়ের কাছ থেকে অনেক দিন দূরে রয়েছেন,তারা ফোন করে, মাকে শুভেচ্ছা জানাতে পারেন। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর প্রথম মায়ের কাছ থেকে দীর্ঘদিন দূরে চলে যাই। প্রথম দিকে নতুন জীবনের বৈচিত্র্য দেখে উচ্ছ্বাসিত হলেও, কিছুদিন পরেই মার কাছে ফিরে যাবার জন্যে আমার মন উচাটন হয়ে ওঠলো। সেসময়ে , প্রতিদিন আমি মায়ের কাছে টেলিফোনে কথা বলতাম।তা ছাড়া, আমার বাড়ী পেইচিংয়ে বলে সময়ে পেলেই ক্লাস শেষ করে, আমি বাড়ী ফিরে যেতাম।

    দ্বিতীয় বার মা-বাবার বাড়ী ত্যাগ করেছি আমি বিয়ের পর, তখন আমার একবার হাসেন , একবার কাঁদেন। তিনি মনে করেন, আমার স্বামী একজন খুব ভালো মানুষ, সে গভীরভাবে আমাকে ভালোবাসে বলে আমার মা খুব খুশী, কিন্তু বিয়ের পর,আমি মাকে ত্যাগ করেছি বলে তিনি খুব বেদনা বিধুর। মেয়ে কাছে নেই,মনে পড়লেই তিনি কেঁদেছেন। তাই, বিয়ের পর,আমি আর আমার স্বামী বার বার আমার মা-বাবার বাড়িতে ফিরে গিয়েছি। প্রতিবার মা আমাদের জন্য অনেক অনেক ভালো খাবার তৈরী করেছেন । মা আমার স্বামীকে খুব পছন্দ করেন, তিনি আমাকে বলেছেন যে,আমার বিয়ের পর,তিনি মেয়ে তো হারান নি, বরং আমি একটি ছেলে পেয়েছেন। মায়ের হাসি দেখার সময়ে আমার মন খুব খুশী।

    এখন আমরা সবাই কাজে যোগ দিয়েছি, কিন্তু দিন দিন মায়ের বয়স বাড়ছে, মায়ের চুল কিছু কিছু সাদা, এই সময়ে সন্তানদের উচিত মায়েরদের আরো বেশী সুখ দেয়া। কারণ আমাদের জন্য তাদের অবদান অপরিসীম।

    চলুন, আমরা আরো একটি গান শুনি। তার নাম আমার মাকে মিস করি।

    গানের কথা হলো:

    আমি আমার মাকে মিস করি,

    সারা জীবন তিনি আমার জন্য একটানা কাজ করেছেন।

    তার মনে সন্তাদের বিবহ-জ্বালা,

    কিন্তু তিনি ভাবতে পারেন নি ,

    তার জন্য আমি কাজ স্থাগিত রাখবো।

    মায়ের মনে তার সন্তান সবচেয়ে মূল্যাবান।

    আমার প্রিয় বন্ধুরা, হয়তো এখন আপনি খুবই ব্যস্ত, কিন্তু আপনার মাকে ভূলবেন না যেন। কারণ আপনার ভালোবাসাও তার দরকার ।তাই আরো বেশী সময় নিয়ে মায়ের সংগে কাটাবেন, কারণ তারা হলেন এই প্রথিবীতে সবচেয়ে মহান লোক, তারা হলেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।