বেলুনের মধ্যে হাইড্রোজেন ভরাট করলে বেলুন উপরে উড়ে যায় । সূর্য একাত্তর শতাংশ হাইড্রোজেন , সাতাশ শতাংশ হিলিয়াম ও দুই শতাংশ অন্যান্য পদার্থ নিয়ে গঠিত । বরং তার আয়তন খুবই বিরাট , তেরো লক্ষ পৃথিবীর সমান বড় । তাই কেউ কেউ মনে করেন , সূর্য হচ্ছে একটি সত্যিকার "হাইড্রোজেনের বেলুন" । কিন্তু যেহেতু সূর্য খুবই বড় সেহেতু পুরোপুরি গ্যাস নিয়ে গঠিত হলেও উচ্চ তাপ আর উচ্চ চাপের মধ্যে যতই ভেতরে যায় ততই গ্যাস ঘন হয় । কেন্দ্রীয় অংশের গ্যাসের ঘনত্ব লোহার চেয়েও তেরো গুন বেশী । গড়পড়তা হিসেবে সূর্যের ঘনত্ব প্রতি কিউবিক ডেসিমিটারে এক হাজার চার শো নয় গ্রামে পৌঁছেছে। হাইড্রোজেনের ঘনত্ব প্রতি ডেসিমিটারে শূন্য দশমিক শূন্য আট নয় নয় গ্রাম মাত্র । আপনি কি এখনো সূর্যকে "হাইড্রোজেনের বেলুন" বলে মনে করছেন ?
উচ্চ তাপ আর উচ্চ চাপের মধ্যে সূর্যের কেন্দ্রীয় অংশের হাইড্রোজেন অনবরত নিউক্লিয়ার ফিউশন হয়ে হেলিউমে পরিনত হচ্ছে এবং অনবরত শক্তিসম্পদের উত্পত্তি হচ্ছে । সূর্যের প্রতি সেকেন্ডে চার বিলিয়ন কিলোগ্রাম হাইড্রোজেন খরচ হচ্ছে । এই হিসাবে সূর্যের যাবতীয় হাইড্রোজেন পুড়তে আরো পাঁচ বিলিয়ন বছর সময় লাগবে । তাই সূর্যের স্থায়িত্ব আরো পাঁচ বিলিয়ন বছর । পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার । আলোর গতি প্রতি সেকেন্ডে ত্রিশ কিলোমিটার । পৃথিবীতে সূর্যের আলো অর্থাত্ রৌদ্র্য পৌঁছুতে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে ।
|