v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-22 17:47:01    
চীনের প্রথম বিশ্ব রেকড

cri
    ১৯৫৬ সালের ৭ই জুন শাংহাইয়ে চীনা গণ-মুক্তি ও শাংহাই শহরের যুক্ত ভারোত্তোলন দল আর প্রাক্তন সোভিয়েট ইউনিয়ানের দলের প্রতিযোগিতায় গণ মুক্তি ফৌজের ২০ বছর বয়স্ক ভারোত্তোলন ক্রীড়াবিদ ছেন চিন খাই ব্যান্টাম্তয়েট শ্রনীর প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। স্ন্যাচ-এন্ড-জার্ক ইভেন্টের প্রথম পদক্ষেপেই ছেন চিন খাই ১২৫ কিলোগ্রাম ভারোত্তোলন করেছেন।দ্বিতীয় পদক্ষেপে তিনি ১৩৩ কিলোগ্রাম ভারোত্তোলন করার আবেদন জানিয়েছেন। এই ওজন তখনকার বিশ্বরেকর্ডের চেয়ে ০.৫ কিলোগ্রাম বেশি। তাঁর এই আবেদন প্রকাশিত হবার পরই জিম্ন্যাসিয়ামের দর্শকদের মঞ্চে ব্যাপকভাবে অতিশয় বিস্ময় আর প্রশংসার ধ্বনি শোনা যাচ্ছিল। ৩ হাজার দর্শক চিত্কার আর হর্ষ ধ্বনি করে উঠলেন। কিন্তু সেকন্ড এটেম্পটে তাঁর এই প্রচেষ্টা সফল হয়নি। থার্ড অ্যাটেম্পটে শুরু হয়। দর্শকরা ছেন চিন খাইয়ের জন্য চিন্তিত হয়ে পড়েন্। এবার তাঁর প্রচেষ্টা সফল হবে কি না, সেজন্য দর্শকদের দুশ্চিন্তা। তিনি নিশ্চিন্তভাবে উবু হয়ে বসে বুক সমান ওয়েট ক্লীন করেন এবং হঠাত্ দেহের সমস্ত শক্তি ব্যবহার করে ওয়েট মাথার উপরে জার্ক করেন। তিনি সাফল্যের সংগে ১৩৩ কিলোগ্রাম ভারোত্তোলন করেছেন। তিনজন রেফারী শাদা সিগ্ন্যাল লাইটস দেখিয়ে দেন। লোকেরা আহলাদিত হয়ে গেল এবং দর্শকমন্ডল হর্ষধ্বনি করে উঠল। তাঁর এই রেকর্ড মাকির্ন ভারোত্তোলন ক্রীড়াবিদ উয়েন্চ-এর সংরক্ষিত ১৩২.৫ কিলোগ্রাম ব্যান্টমোয়েট শ্রেনীর বিশ্ব রেকর্ড ভংগ করেছে। ফলে চীনের ক্রীড়া ইতিহাসে প্রথম বিশ্বরেকর্ড জন্ম গ্রহন করেছে।

    ১৯৫৬ সালের নভেম্বর মাসে ছেন চিন খাই আবারও ১৩৫ কিলোগ্রাম আর ১৩৫.৫ কিলোগ্রাম নিয়ে একটানা দু'বার তাঁর নিজের সংরক্ষিত বিশ্বরেকর্ড ভংগ করেছেন। ১৯৫৬ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি নবার বিশ্বরেকর্ড ভংগ করেছেন। ১৯৮৭ সালে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়াম্যান সামারাঞ্চ স্বহস্তে ছেন চিন খাইকে ও লিম্পিক ব্রোঞ্জপদক প্রদান করেছেন,যাতে ক্রীড়া অনুশীলনে তাঁর অসাধারন অবদানের জন্য প্রশংসা করা হয়।