পরিবেশ সংরক্ষণে চীন প্রধানত পাঁচটি পদক্ষেপ নেবে
cri
২১শে ফেব্রুয়ারী কেনিয়ার রাজধানী নাইরুবিতে জাতি সংঘ পরিবেশ কার্যক্রম পরিষদের ২৩তম অধিবেশন এবং বিশ্বব্যাপী মন্ত্রী পর্যায়ের পরিবেশ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের উপ-প্রধান মন্ত্রী জেন পেই ইয়েন ভাষণ দেয়ার সময়ে বলেছেন, চীন সরকার উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং টেকসই উন্নয়নকে দেশের রণনীতি হিসেবে কার্যকরী করে এসেছে।পরিবেশ সংরক্ষনে চীন সরকার বিশেষভাবে পাচটি পদক্ষেপ নেবে।এ পাচটি পদক্ষেপ হলো: এক, পরিষ্কার উত্পাদন প্রবর্তন করা এবং অর্থনৈতিক কাঠামোর পূর্ণবিন্যাস করা, দুই, বৃত্তাকার অর্থনীতি উন্নয়ন করা এবং স্বল্প প্রাকৃতিক সম্পদ ব্যবহারকারী সমাজ গড়ে তোলা, তিন, দূষণ নিমূর্ল করার দিকে বিশেষ নজর রাখা এবং বর্জ্য নি:সরণ নিয়ন্ত্রণ করা , চার , প্রাকৃতিক পরিবেশের গঠনকাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশের গুণমান উন্নত করা এবং পাঁচ , আইন অনুসারে পরিবেশ সংরক্ষণ করা এবং জনসাধারণের স্বার্থরক্ষা করা।
|
|