v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-21 17:13:45    
ছিয়েন তাও  হু

cri
    চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় অঞ্চলে অবস্থিত জেচিয়াং প্রদেশে ছিয়েন তাও হু অথার্ত হাজার দ্বীপ হ্রদ নামক একটি দর্শনীয়স্থান আছে।সেখানে পানি সবুজ, দ্বীপ সবুজ, দৃশ্য সবুজ, এমন কি এই হ্রদের দৃশ্য দেখার পর মানুষের মনও যেন একেবারেই সবুজ আর পরিষ্কার হয়ে যায় ।

    জেচিয়াং প্রদেশের রাজধানী হাংযৌ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে রয়েছে এই হাজার দ্বীপ হ্রদ ।ওখানে গাড়ীতে গেলে মাত্র তিন ঘন্টা লাগে ।বিশ্ব উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত আরেকটি বিখ্যাত দর্শনীয় স্থান---হুয়াংসান পাহাড় থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই হ্রদ।সুতরাং দর্শকরা যদি হাংযৌ অথবা হুয়াংসান পাহাড় ভ্রমণ করেন তাহলে সহজেই এই দ্বীপ দেখতে পারেন।এই হ্রদের নাম থেকে বুঝা যায়, এই হ্রদে পানি ছাড়া এক হাজার ছোট-বড় দ্বীপ আছে।কেউ কল্পনা করতে পারে না যে, এই বিশাল হ্রদে যেসব ছোট-বড় দ্বীপ ছড়িয়ে পড়েছে সেসব দ্বীপ এত আকর্ষণীয় আর বৈচিত্র্যময়।এ সব ছোট-বড় দ্বীপ যেন এক একটি ছোট-বড় মণির মতো আড়াআড়িভাবে দ্বীপে ছড়িয়ে পড়েছে।হ্রদের পানিতে দ্বীপগুলোর প্রতিবিম্বে আকাশের মেঘ ভেসে থাকে , মাছগুলো হ্রদের স্বচ্ছ পানিতে স্বচ্ছন্দে সাঁতার কেটে থাকে। যে পর্যটকবাহী জাহাজে আমরা বসে ছিলাম সেই জাহাজ এই হ্রদে আস্তে আস্তে চলছিল।জাহাজে বসে চার দিকের দৃশ্য উপভোগ করা সত্যি আরামদায়ক। গাইড মিস ওয়াং ব্যাখ্যা করে বললেন,

    হাজার দ্বীপের হ্রদ আসলে একটি কৃত্রিম হ্রদ।গত শতাব্দীর পন্চাশের দশকের শেষ দিকে বিদ্যুত উত্পদন কেন্দ্র নির্মানের জন্য এই কৃত্রিম হ্রদ খনন করা হয়।হ্রদের আয়তন ৫৭৩ বর্গ কিলোমিটার ।এটা হলো চীনের পূর্বাংশের সবচেয়ে বড় মিঠে পানির হ্রদ। হ্রদে মোট ১০৭৮টি দ্বীপ রয়েছে বলে হাজার দ্বীপের নাম দেয়া হয়েছে।হাজার দ্বীপের পানি আয়নার মতো স্বচ্ছ। এই স্বচ্ছ পানি থেকে মনোরম সংগীতের স্বরলিপি বাজানো হয়। হ্রদের অসীম জলসীমা যেন আকাশের সংগে মিশে যায়। এই অপূর্ব মিলনমেলা দেখে মানুষ আপনাআপনি আনন্দে মেতে উঠে। হ্রদের পানির রং ভিন্ন ধরনের।হয় দেখতে সবুজ রংয়ের রেশমের মতো , নয় দেখতে সবুজ সমুদ্রের মতো।এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে, হ্রদের পানি শুধু যে স্বচ্ছ তাই নয় খেতেও মিষ্টি লাগে।দীর্ঘ দিন ধরে ওখানে বসবাস করা মিষ্টার ইউ বলেছেন, এই হ্রদের পানির গূণমান অত্যন্ত ভালো। প্রাকৃতিক কারণ ছাড়া, আরেকটা কারণ হলো এখানে বসবাসরত স্থানীয় লোকেরা নিজেদের চোখ যেভাবে যত্ন করে থাকেন ঠিক সেইভাবে হ্রদের পানি রক্ষা করে এসেছেন।তিনি বলেছেন,

    এই হ্রদের পানি অত্যন্ত ভাল। জলসীমা থেকে ৯ থেকে ১২ মিটার পর্যন্ত হ্রদের গভীরতা দেখা যায়।পানির গুণমানের দিক থেকে এখানকার পানিকে দুনিয়ার এক নম্বর পানি বলে আখ্যায়িত করা হয়।এই হ্রদের পানি সরাসরি খাওয়া যায়।এই ধরনের পানিতে সাঁতার কাটার যে রকম অনুভূতি হয় তা অদ্বিতীয়।

    দ্বীপের ছোট-বড় পাহাড়গুলো বেশী উচু নয় এবং এগুলোতে অদ্ভুদ পাথরও দেখা যায় না, কিন্তু তা সত্ত্বেও পাহাড়গুলোতে অজস্র ঝোপঝড় আর নানা ধরনের গাছপালা রয়েছে ।আকাশ থেকে পড়া সময়োচিত বৃষ্টি আর মাটিতে ঝরনার কল্যাণে এ সব উদ্ভিদ দেখতে খুব টাটকা। উদ্ভিদগুলো যেন বড় হওয়ার জন্য এক দল আরেক দলকে টেক্কা দিচ্ছে।যার ফলে হ্রদের সব দ্বীপে যেন ঘনঘন সবুজ চাদর বিছিয়ে দেয়া হয়েছে।এই হ্রদের ছোট-বড় দ্বীপের নামগুলো সব সময় পর্যটকদের ভিন্ন অনুভুতি এনে দেয়, কারন কোন কোন দ্বীপের নাম তাদের চেহারা অনুসারে, আবার কোন কোনটি আবার নিহিত অর্থ অনুসারে দেওয়া হয়েছে। আপনি যদি গুয়েহুয়া নামে একটি দ্বীপে যান তাহলে যে দৃশ্য চোখে পড়বে তা নি:সন্দেহে আপনাকে অবাক করে তুলবে ।মিষ্টার ইউ ব্যাখ্যা করে বলেছেন,

    বর্তমানে গোটা হ্রদে ১৩টি দর্শনীয়স্থান খোলা হয়েছে।আবার এ ১৩টি দর্শনীয়স্থান ৬টি উপ-দৃশ্যনীয় এলাকায় ভাগ করা হয়।মেফন দর্শনীয়স্থানে উপস্থিত হলে আপনারা প্রধানত: প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। পাহাড়ের শৃংগে দাঁড়ালে গোটা হ্রদের তিন শতাধিক দ্বীপ চোখে পড়ে।যারা প্রধানত ছুটি কাটাতে আগ্রহী, তারা ভিয়েনশিন(অথার্ত আরামদায়ক) দ্বীপে যেতে পারেন, যারা সাংস্কৃতিক আর ঐতিহাসিক রসসম্পন্ন পরিবেশ অনুভব করতে পছন্দ করেন, তারা লেং সান (ড্রেগং পাহাড়) যেতে পারেন।

    এই হ্রদের পানির খেলা আর দ্বীপের দৃশ্য দেখার পর পর্যটকরা স্থানীয় রীতিনীতি অনুভব করতে সমর্থ।এই হ্রদেরঅধিবাসীদের মধ্যে প্রাচীন আর স্ববৈশিষ্ট্যসম্পন্ন রীতিনীতি রয়েছে।তারা এই জলের জগতে স্বচ্ছন্দে আরাম উপভোগ করছেন। এখানে তারা নিরবে হ্রদের নিচের প্রাচীন নগর পাহার দিছেন।মিষ্টার জেন সংবাদদাতাকে বললেন, এক সময় পানি সংগ্রহ করার জন্য ততকালীণ প্রাচীন নগর ডুবিয়ে দেওয়া হয়েছিলো।কয়েক দশক পার হওয়ার পরেও এই প্রাচীন নগর এখনও পানির নীচে অক্ষতভাবেবিদ্যমান।

    এই প্রাচীন নগর পানির প্রায় ২৫ মিটার নিচে রয়েছে।পানির তাপমাত্রা সব সময় ২০ ডিগ্রির কাছাকাছি বজায় রাখা হয়।এই নগরের দেয়ালের বেশীর ভাগ অক্ষতভাবে সংরক্ষিত হয়ে থাকে ।নগরের ভিতরে যে আংশিক আবাসিক বাড়ীঘর, সীঁড়ি , ইটের দেয়াল এখনও পানিতে অক্ষত অবস্থায় রয়ে আছে। ঘরের ভিতরের আসবাবপত্রও ঠিক আগের মতো বসানো।মিষ্টার জেন বলেছেন বতর্মানে এই প্রাচীন নগরকে ভ্রমণের প্রকল্পে রুপান্তরিত করার কাজ পুরোদমে চলছে।লোকেরা হয় ডুবুরী সেজে এই প্রাচীন নগর ভ্রমণ করতে পারেন , নয় ডুবো জাহাজে চেপে এই প্রাচীন নগরের রহস্য অনুসন্ধানের মজা পেতে পারেন।