|
 |
(GMT+08:00)
2005-02-20 19:24:15
|
চীনের দুটি চলচ্চিত্র বার্লিনে রৌপ্য ভালুক পুরষ্কার পেয়েছে
cri
 
১৯শে ফেব্রুয়ারী ৫৫তমো বার্লিন চলচ্চিত্র উত্সবের বিভিন্ন পুরষ্কারের ফলাফল প্রকাশিত হয়েছে । দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র ' কায়েলিশার কার্মেন ' বর্তমান উত্সবের সর্বোচ্চ পুরষ্কার-- সোনালী ভালুক পুরষ্কার পেয়েছে , চীনের পরিচালক কু ছান ওয়ের পরিচালিত চলচ্চিত্র ' ময়ুর ' আর চীনের তাইওয়ানের পরিচালক ছাই মিং লিয়ানের পরিচালিত চলচ্চিত্র ' আকাশের এক টুকরা মেঘ ' রৌপ্য ভালুক পুরষ্কার পেয়েছে। জার্মানীর নাত্সী বিরোধী চলচ্চিত্র ' সোফি সোলের শেষ দিন ' এর পরিচালক মার্ক রোটেমুন্ড শ্রেষ্ঠ পরিচালক , এই ছবির নায়িকা জুরিয়া জেন্টচি শ্রেষ্ঠ অভিনেত্রী আর যুক্ত রাষ্ট্রের চলচ্চিত্র ' থুমসুকের নায়ক লো টাইলার পুসি শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন ।
|
|
|