v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-18 18:55:48    
চীনের ছিনহাই প্রদেশের কৃষি ও পশুপালন এলাকার নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থা

cri
    আমাদের সংবাদদাতা সম্প্রতি চীনের ছিনহাই প্রদেশের কৃষি ও পশুপালন এলাকার নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থার পরীক্ষামূলক জায়গায় গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন । কৃষক ও পশুপালকরা তাদের চিকিত্সাজনিত বোঝা লাঘবের জন্য সমবায় চিকিত্সা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন । তাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় সংবাদদাতা অনুভব করেছেন যে ,ছিনহাই প্রদেশের সমবায় চিকিত্সা ব্যবস্থার তিনটি প্রধান উজ্জ্বল দিক জনগণের গভীর সমথর্ন পেয়েছে ।

    প্রথম দিক প্রসূতিদের বিনামূল্যে ক্লিনিকে প্রসবের ব্যবস্থা । আথির্ক অসচ্ছলতার কারণে অতীতে ছিনহাই প্রদেশের কৃষক ও পশুপালকদের অনেক প্রসূতি বাড়ীতেই সন্তান প্রসব করতেন । যোগাযোগ ও চিকিত্সার শর্তের সীমাবদ্ধতায় সন্তান প্রসব করাটাকে নারীদের জীবনের ভীষণ বিপজ্জনক ব্যাপার বলেই মনে করা হতো । বতর্মানে দরিদ্র প্রসূতিদের নিরাপদ প্রসবে সাহায্য করার জন্য ছিনহাই প্রদেশ সমবায় চিকিত্সা ব্যবস্থার পরীক্ষামূলক জায়গায় প্রথমে বিনামূল্যে স্বাভাবিক প্রসব করানো ব্যবস্থা প্রবতর্ন করেছে ।

    গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পশুপালক চুও মা ছিনহাই প্রদেশের হাইনান তিব্বত জাতির স্বায়ত্তশাসিত বিভাগের কুয়েনান জেলার সেন তো মহকুমার কেন্দ্রীয় ক্নিনিকে সুষ্ঠুভাবে একটি ছেলে প্রসব করেছে । তিনি হলেন গোটা পরিবারের কয়েক প্রজন্মের লোকদের মধ্যে প্রথম প্রসূতি যিনি ক্লিনিকে সন্তান প্রসব করেছেন । চুও মা'র পাঁচ সদস্যের পরিবারের বাষির্ক আয় দুই হাজার ইউয়ানের মতো । দুই হাজার তিন সালে তার পরিবার পঞ্চাশ ইউয়ান দিয়ে সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছে । এখন তার ক্লিনিকে প্রসব করানো , ওষুধপত্র , প্রতিষেধক টিকা ও শয্যা সহ প্রায় দু'শো ইউয়ানের ফি দিতে হয় না ।

    এই ক্লিনিকের ডাক্তার হো মিন লু বলেছেন , নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতর্নের আগে কৃষক ও পশুপালকদের অধিকাংশ প্রসূতি বাড়ীতেই প্রসব করতেন । সাধারণত: দশটি শিশুর মধ্যে দুটি শিশুর মৃত্যু হতো । এখন এই ব্যবস্থা প্রবতর্নের পর মহকুমার কৃষক ও পশুপালকদের সব প্রসূতি ক্লিনিকে প্রসব করাতে এসেছেন । প্রসূতি ও শিশুদের মৃত্যুহার বিরাটমাত্রায় কমেছে ।

    ছিনহাই প্রদেশের সমবায় চিকিত্সা ব্যবস্থার দ্বিতীয় উজ্জ্বল দিক হচ্ছে মহকুমার ক্লিনিকের একদিনের মধ্যেই হিসাব চুকানোর ব্যবস্থা ।

    হাই পেই তিব্বত জাতির স্বায়ত্তশাসিত বিভাগের গাং ছা জেলার হার্গে মহকুমার ক্লিনিকে হিসাব চুকিয়ে বেরুনোর জন্য প্রস্তুত পশুপালক ছাই সানের সংগে আমাদের সংবাদদাতার সাক্ষাত্ হয় । তিনি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন নিয়েছেন । ব্যয় হয়েছে আটশো ইউয়ান । কিন্তু খরচ মিটানোর সময়ে তিনি মাত্র চারশো ইউয়নের কিছু বেশী অর্থ দিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে এসেছেন । সমবায় চিকিত্সা ব্যবস্থা থেকে চিকিত্সার ব্যয়ের যে অংশ তিনি পেতে পারেন সে অংশ ক্লিনিক তার হয়ে চুকিয়ে দিয়েছে এবং পরে সমবায় চিকিত্সা ব্যবস্থা থেকে পাবে । ফলে আই。ডি。কার্ড ,সমবায় চিকিত্সা কার্ড ,ক্লিনিকে থাকাকালের ব্যয়ের হিসাবের তালিকা ,মেডিকেল রেকর্ডের অটোটাইপ ও রোগ নিণর্য়পত্র নিয়ে মহকুমার সমবায় চিকিত্সার কায্যালয়ে গিয়ে আবেদন জানানো ,ফরম লেখা ,অনুমোদনের জন্য অপেক্ষা করা ইত্যাদির আনুষ্ঠানিকতার ঝামেলা থেকে তিনি রেহাই পেয়েছেন । তিনি আনন্দের সংগে বলেছেন ,এতে শুধু যে আমার একটুও কষ্ট হয় নি তাই নয় ,বরং কত ব্যয় হয়েছে কত উপকার হয়েছে তা-ও স্পষ্ট জানতে পারি ।

    তৃতীয় উজ্জ্বল দিক হলো খুবই দরিদ্রদের বিনামূল্যে সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিতে ও বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে দেয়ার ব্যবস্থা ।

    দুই হাজার তিন সালে হুয়াংনান তিব্বত জাতির স্বায়ত্তশাসিত বিভাগের থংরেন জেলার বাও আন টাউনের তুং ছেন ওয়াই গ্রামের অধিবাসী আন হোন ইউ'র স্ত্রীর পায়ের হাড় ভেঙেছে । ক্লিনিকে চিকিত্সা ও অপারেশন নিতে প্রায় ত্রিশ হাজার ইউয়ান অর্থ খরচ হয়েছে । চিকিত্সা-জনিত গুরুতর বোঝার জন্য গোটা পরিবারের অথর্নীতি প্রায় অচল হয়ে পড়ে । আন হোন ইউ নিজের পরিবহনে ব্যবহৃত কৃষি গাড়ী বিক্রি করতে বাধ্য হন । নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দেয়ার ফলে তার পরিবারের অবস্থা অনুসারে তিনি নিয়ম অনুসারে শুধু চিকিত্সা ব্যয়ের দুই হাজার সাতশো উনিশ ইউয়ানই ফেরত্ পান নি , বরং জেলার নতুন সমবায় চিকিত্সা তহবিলের এক লক্ষ চল্লিশ হাজার ইউয়ানের বিপদ মোকাবেলা তহবিল থেকে পাঁচ হাজার ইউয়ানের বড় ব্যাধির চিকিত্সার সবোর্চ্চ ত্রাণ অর্থও পেয়েছেন । আন হোন ইউ'র কৃতজ্ঞতার অন্তই রইলো না ।