v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-18 11:44:52    
১২ই ফেব্রুয়ারি--১৮ই ফেব্রুয়ারি

cri
১./২০০৮ সালে চীন সূক্ষ্মাতিসূক্ষ্ম আবহাওয়া তত্ত্বাবধান নেটওয়ার্ক গড়ে তুলবে

চীনের জাতীয় আবহাওয়া ব্যুরো সূত্রে জানা গেছে , ২০০৮ সালে চীন একশো আটান্নটি উন্নত ধরণের রেডার নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ আবহাওয়া তত্ত্বাবধান নেটওয়ার্ক গড়ে তুলবে এবং দুর্যোগমূলক আবহাওয়া তত্ত্বাবধান আর পূর্বসংকেত জ্ঞাপন ও পূর্বাভাসের মান বাড়ানোর জোর প্রচেষ্টা চালাবে ।

এখন চীনে সত্তরটিরও বেশী উন্নত ধরণের আবহাওয়া ও দুর্যোগের পূর্বসংকেতজ্ঞাপক রেডার আছে । সূক্ষ্মাতিসূক্ষ্ম আবহাওয়া তত্ত্বাবধান নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আগামী তিন বছরের মধ্যে চীন আরো চুরাশিটি আবহাওয়া ও দুর্যোগের পূর্বসংকেতজ্ঞাপক রেডার স্থাপন করবে । এর মধ্যে এবছরে এধরণের ত্রিশটি রেডার স্থাপিত হবে , অর্থবিনিয়োজিত হবে ষাট কোটি রেনমিনপি । ২০০৮ সালে এক্ষেত্রে চীন বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করবে ,অর্থাত্ মার্কিন যুক্তরাষ্ট্রের পরই হবে চীনের স্থান ।

২./চীনের কর্মকর্তা আন্তর্জাতিক সমাজের প্রতি মিলিতভাবে দারিদ্র্য লাঘব রণনীতি অন্বেষণ করার আহবান জানিয়েছেন

চীনের অর্থ বিষয়ক উপমন্ত্রী লি ইউন ষোলো তারিখে রোমে বলেছেন , আন্তর্জাতিক সমাজের উচিত্ দারিদ্র্য বিমোচনের জন্যে আরো সমন্বিত বিশ্বব্যাপী রণনীতি , ন্যায্য ও কার্যকর উন্নয়ন সাহায্য ব্যবস্থা এবং ব্যাপক ও সমৃদ্ধ দারিদ্র্যবিরোধী রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক অন্বেষণের প্রচেষ্টা চালানো , যাতে জাতিসংঘের উত্থাপিত সহস্রাব্দীর উন্নয়নের লক্ষ্যের সংগে খাপ খাওয়ানো যায় ।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সংস্থার আটাশতম ব্যবস্থাপনা সম্মেলনে ভাষণ দেয়ার সময়ে লি ইউন এই কথা বলেছেন ।

৩./ভারত ও ইতালীর মধ্যে একগুচ্ছ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১৪ তারিখে ভারত ও ইতালি নয়াদিল্লীতে ৬ টি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এবং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সম্পর্ক আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, সংশ্লিষ্ট চুক্তিগুলো সফ্টওয়্যারের উন্নয়ন, মহাশূন্য প্রযুক্তি, সংস্কৃতি, কৃষি ও মত্স্য প্রভৃতি ক্ষেত্রের সংগে জড়িত।

তাছাড়া, দু'দেশ রাজনৈতিক ক্ষেত্রের সহযোগিতা জোরদার সম্পর্কেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দু'দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিকভাবে বার্ষিক বৈঠক করার নিয়মবিধিও প্রণীত হয়েছে।

৪./নেপালের সশস্ত্র শক্তি নতুন সরকারের সংগে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে

নেপালের সরকার-বিরোধী অস্ত্রধারীরা ১৩ তারিখে রাজা জ্ঞনেন্দ্রের নতুন সরকারের সংগে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং বর্তমান রাজতন্ত্র উচ্ছেদ করার সংকল্প ব্যক্ত করেছে।

ভারতের সংবাদ মাধ্যম বলেছে, নেপালী সরকার-বিরোধী অস্ত্রধারীদের মুখপাত্র কৃষ্ণা বাহাদুর মুহারা আর নেতা প্রচন্ড একই দিনে বি.বি.সি.-র সংবাদদাতাদের স্বাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, এখন সরকার-বিরোধী সশস্ত্র শক্তি আর সরকারের মধ্যে শান্তি আলোচনা অসম্ভব,তারা রাজতন্ত্র উচ্ছেদ করার চেষ্টা করছে।

১৩ তারিখে নেপালী সরকারের মুখপাত্র-তথ্য ও যোগাযোগ মন্ত্রী তান্কা ধাকাল নতুন সরকারের প্রথম তথ্যজ্ঞাপন সভায় সরকার-বিরোধী অস্ত্রধারীদের কাছে যথা শীঘ্র সরকারের সংগে শান্তি আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে।

৫./কিয়োটো প্রোটোকোলের আনুষ্ঠানিক প্রবর্তন

গ্রিনহাউসের গ্যাস নিঃসরনের পরিমান ও গ্রিনহাউসের কুফল নিয়ন্ত্রণের জন্য প্রণীত "কিয়োটো প্রোটোকোল" ১৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রবর্তিত হয়েছে। এটা হলো মানব জাতির বিশ্ব তাপায়ন প্রতিহতকরণ প্রয়াসে একটি ঐতিহাসিক ঘটনা।

১৯৯৭ সালের ডিসেম্বর মাসে জাপানের কিয়োটোয় অনুষ্ঠিত "জাতি সংঘ আবহাওয়ার পরিবর্তন বিষয়ক কাঠামো চুক্তি" তৃতীয় অধিবেশনে এই প্রোটোকোল স্বাক্ষরিত হয়েছে এবং এ পর্যন্ত ১৪০টিরও বেশী দেশের অনুমোদন পেয়েছে।

অন্য খবরে জানা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাক ১৫ তারিখে প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত আবহাওয়া সম্পর্কিত গোল টেবিল সম্মেলনে উন্নত দেশগুলোর প্রতি ২০৫০ সাল নাগাদ গ্রিনহাউসের গ্যাস নিঃসরণের পরিমান বর্তমানের ২৫ শতাংশে কমানোর প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।

এর সংগে সংগে ব্রিটেনের নিজস্ব গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমান বৃদ্ধির দাবি ইউরোপিয় ইউনিয়ন প্রত্যাখ্যান করেছে। তাতে ব্রিটেন সম্ভবতঃ মামলার সম্মুখীন হবে।

৬./চীন,রাশিয়া,যুক্তরাষ্ট্র,দক্ষিণ কোরিয়া ও জাপান ছয়পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান

চীন,রাশিয়া,যুক্তরাষ্ট্র,দক্ষিণ কোরিয়া ও জাপান চৌদ্দ তারিখে আলাদা আলাদাভাবে কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত ছয়পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানিয়েছে ।

চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং এই দিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরোভের সংগে টেলিফোনে এই সমস্যায় কথাবার্তা বলেছেন । লি চাও সিং বলেছেন , পারমানবিক অস্ত্রমুক্ত কোরিয় উপদ্বীপ বাস্তবায়ন ও উপদ্বীপটির শান্তি রক্ষা সম্পর্কে চীনের অধিষ্ঠান দৃঢ় । চীনপক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সংগে মিলিতভাবে ছয়পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইচ্ছুক ।

লাভরোভ বলেছেন , রাশিয়া ছয়পক্ষীয় বৈঠকের কাঠামোর মধ্যে সমস্যা সমাধানের পক্ষপাতী এবং চীনপক্ষের সংগে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে ইচ্ছুক । একই দিন রাশিয়ার জাতীয় দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান একটি ভাষ্যে বলেছেন , যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার উপর আক্রমণ না চালানো ও তাকে অর্থনৈতিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিতে হবে , তাহলেই অচলাবস্থা ভেংগে দেয়া যাবে ।

মার্কিন পররাষ্ট্রসচিব রাইস চৌদ্দ তারিখে ওয়াশিংটনে সফররত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বান কি মুনের সংগে বৈঠক করেছেন । তারা ছয়পক্ষীয় বৈঠকের কাঠামোর মধ্যে সমস্যা সমাধানের অধিষ্ঠান আবার ব্যক্ত করেছে ।

জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি চৌদ্দ তারিখে বলেছেন , জাপান সরকার ভবিষ্যতে উত্তর কোরিয়াকে যথাশীঘ্র আবার ছয়পক্ষীয় বৈঠকে ফিরে আসতে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চালাবে ।

৭./ইরাকের স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে

ইরাকের স্বাধীন নির্বাচন কমিশন স্থানীয় সময় ১৩ তারিখ বিকেলে বাগদাদে সাধারণ নির্বাচনের ভোট গননার ফলাফল প্রকাশ করেছে ।

নির্বাচন কমিটির মুখপাত্র ফরিদ আয়ার তথ্য জ্ঞাপন সভায় ঘোষনা করেছেন যে , ৩০শে জানুয়ারীর ভোটদানে ৮৪ লক্ষ৫৬ হাজার ভোটার ভোট দিয়েছেন ।চূড়ান্ত গননার ফলাফল থেকে জানা গেছে , ইরাকের সিয়া মুসলমানদের নেতা আলি আল সিস্তানি সমর্থিতইরাকী ঐক্য জোট ইউনিয়ন মোট ভোটের ৪৮.১শতাংশ অর্থাত৪০ লক্ষ ৭৫ হাজার ভোট পেয়েছে , খুর্দী রাজনৈতিক সংঘ ২১ লক্ষ ৭৫ হাজার ভোট পেয়েছে আর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী আইয়াদ আলাভির নেতৃত্বাধীন রাজনৈতিক লীগ ১১ লক্ষ৬৮ হাজার ভোট পেয়েছে ।

মুখপাত্র আরও ঘোষনা করেছেন যে , পরবর্তী তিন দিনে নির্বাচন কমিশন বিভিন্ন পক্ষের জিজ্ঞাসাবাদ ও অভিযোগ শুনবে এবং চূড়ান্তভাবে ভোট গননার ফলাফল পর্যালোচনা করবে ।

জানা গেছে , অন্তবর্তিকালিন জাতীয় সংসদ ১৫ই আগষ্টের আগে চিরস্থায়ী সংবিধান প্রনয়নেরকাজ সম্পন্ন করবে এবং ১৫ই অক্টোবরেরআগে সংবিধানটির উপর গন-ভোট দেবে ।

৮./লেবানোনের সাবেক প্রধানমন্ত্রী সন্ত্রাসী আক্রমনে নিহত, আন্তর্জাকিত সমাজের নিন্দা

লেবানোনের রাজধানী বৈরুতে ১৪ তারিখে সাবেক প্রধানমন্ত্রী রাফিক আল-হারিরি এক বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন, এসময় আরো ১৪ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সমাজ এই ঘটনার নিন্দা করেছে।

ঘটনা ঘটার পর, লেবানোনের প্রেসিডেন্ট এমিলি লাহুদ সেনাবাহিনীকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন, যাতে এই সন্ত্রাসী ঘটনায় লেবানোনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় । লেবানোনের সরকার-বিরোধী সমাজ সিরিয়া ও লেবানোন সরকারের নিন্দা করে বলেছে যে তাদের এই ঘটনার দায়িত্ব স্বীকার করা উচিত। তাছাড়া, লেবানোন সরকার সারা দেশে হারিরির মৃত্যুতে তিন-দিন ব্যাপী শোক দিবস ঘোষণা করেছে।

একই দিনে, "বিলাদ শাম নাসরাত ও জিহাদ সংস্থা"নামে একটি চরমপন্থী সংস্থা এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।লেবানোনের নিরাপত্তা সংস্থা এই সংস্থার মুখপাত্রের ব্যক্তিগত তথ্য খুঁজে পেয়েছে এবং তার বাড়িতে তল্লাশী চালালেও তাকে গ্রেপ্তার করতে পারে নি।

একই দিনে জাতি সংঘ, আরব লীগ, ফ্রান্স,রাশিয়া, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন ও কাতার প্রভৃতি দেশ ও সংস্থা আলাদা আলাদাভাবে বিবৃতি প্রকাশ করে এই সন্ত্রাসী ঘটনার নিন্দা করেছে।

৯./জাতি সংঘের সংগৃহীত ৮০ শতাংশ চাঁদা সুনামী দুর্গত দেশগুলো পেয়েছে

১১ তারিখে জাতি সংঘ মানবতাবাদ বিষয়ক সমন্বয় অফিস থেকে বলা হয়েছে যে, ভারত মহাসাগরের ভূমিকম্প এবং জলোচ্ছাস দুর্গত দেশগুলোকে সাহায্যের জন্যে, জাতি সংঘের মহাসচিব কোফি আন্নানের আহ্বানে আন্তর্জাতিক সমাজের দেয়া ৯৭কোটি ৭০লক্ষ মার্কিন ডলার চাঁদার ৮০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলো পেয়েছে।

মানবতাবাদ বিষয়ক সমন্বয় অফিস বিভিন্ন দেশের উদ্দেশ্যে তাদের প্রতিশ্রুত চাঁদা আরো সম্পূর্ণ দেয়া এবং দুর্গত দেশগুলোর প্রতি অব্যাহত সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছে ।

পরিস্যাখ্যান থেকে জানা গেছে, গত বছর জলোচ্ছাস হবার পর এপর্যন্ত, সারা বিশ্ব দুর্গতদেশগুলোকে মোট ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার চাঁদা দিয়েছে।