v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Saturday Apr 5th   2025 
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-18 10:04:54    
নারী ভলিবল দলের প্রধান প্রশিক্ষক ছেন জোংহো

cri
    ছেন জোং হো ১৯৫৭ সালের ২রা অক্টোবর ফুজিয়ান প্রদেশের লোং হাই শহরে জম্ম গ্রহণ করেছেন।তিনি চীনের ভলিবল দলের সিনিয়র প্রশিক্ষক।

    ১৯৭৬ সালে ফুজিয়ান প্রাদেশিক দলের পুরুষ ভলিবল খেলোয়াড়। ১৯৭৭ সালে জাতীয় পুরুষ ভলিবল প্রথম রাউন্ডের যুক্ত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন। ১৯৭৮ সালে জাতীয় পুরুষ ভলিবল প্রথম রাউন্ডের যুক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

    ১৯৭৯ সালে তিনি রাষ্ট্রীয় নারী ভলিবল দলের প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন। এই সময়ে রাষ্ট্রীয় নারী ভলিবল দল ৫টি একটানা স্বর্ণপদক অর্জন করেছে।

    ১৯৮৬ সালে তিনি ফুজিয়ান নারী ভলিবল দলে ফিরে এসেছেন ,তাঁর নেতৃত্বে ফুজিয়ান নারী ভলিবল দল জাতীয় নারী ভলিবল প্রথম রাউন্ডের দলগত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে আর ৬ষ্ঠ জাতীয় গেমসে শীরোপা অর্জন করেছে।

    ১৯৮৯ সালে তিনি রাষ্ট্রীয় নারী ভলিবল দলের সহকারী প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন।তিনি আর প্রধান প্রশিক্ষক লাং পিংয়ের সমন্বয়ে চীনের নারী ভলিবল দল ১১তম বিশ্ব নারী ভলিবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে, ৬ষ্ঠ বিশ্ব কাপ নারী ভলিবল প্রতিযোগিতার দ্বিতীয় হয়েছে এবং ২৫তম ওলিম্পিক গেমসে সপ্তম হয়েছে।

    ১৯৯৩ সালে তিনি আবার ফুজিয়ান প্রদেশের নারী ভলিবল দলের প্রশিক্ষক দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে ফুজিয়ান প্রদেশের নারী ভলিবল বি লেভেল থেকে এ লেভেলে উন্নীত হয়েছে।

    ১৯৯৫ সালে তিনি আবার লাং পিংয়ের সমন্বয়ে চীনের নারী ভলিবল দলকে ৭ম বিশ্ব কাপ নারী ভলিবল প্রতিযোগিতায় ব্রঞ্জপদক অর্জনে অবদান রেখেছেন, ২৬তম ওলিম্পিক গেমসে দ্বিতীয় হয়েছেন , ৯ম এশিয়া নারী ভলিবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন , ১৩তম বিশ্ব চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় হয়েছেন এবং ১৩তম এশিয়া গেমসে স্বর্ণপদক অর্জন করেছেন।

    ১৯৯৯ সালে তিনি রাষ্ট্রীয় নারী ভলিবল দলের প্রশিক্ষকের দায়িত্ব পুনর্বার গ্রহণ করেছেন। তিনি প্রধান প্রশিক্ষক হু জিনের নেতৃত্বে রাষ্ট্রীয় নারী ভলিবল দলকে ১০ম এশিয়া নারী ভলিবল প্রতিযোগিতার স্বর্ণপদক অর্জনে সাহায্য করেছে। এই দল ৮ম বিশ্ব কাপ নারী ভলিবল প্রতিযোগিতায় পঞ্চম হয়েছে এবং ২৭তম ওলিম্পিক গেমসে পঞ্চম হয়েছে।

    ২০০১ সালে তিনি নারী ভলিবল দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন।

    ২০০৩ সালে ছেন জোং হো'র নেতৃত্বে চীনের নারী ভলিবল বিশ্ব কাপ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে।

    ২০০৪ সালের আগষ্ট মাসে ,ছেন জোং হোর নেতৃত্বে চীনের নারী ভলিবল দল বিশ বছর পর ওলিম্পিক গেমসের স্বর্ণপদক পুনরুদ্ধার করেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China