আজকের অনুষ্ঠানে আমি অব্যাহতভাবে আপনাদের কাছে নব্বই'র দশকের চীনের জনপ্রিয় গান উপহার দেবো । আজকের আসরে আপনাদের জন্যে বেছে নেয়া সানটির নাম হলো : চীনা লোক ।
১৯৯৭ সালে এই গান লিখ হয়েছে । এই গানটি হচ্ছে মায়ের কোলে হংকংয়ের প্রত্যাবর্তনউপলক্ষে হংকংয়ের সংগীতকারদের নিজেদের হাশি-খুশির অনুভুতি প্রকাশ করার জন্যে লিখা একটি গান । এই গানে সারা বিশ্বের চীনারা হাতে হাত মিলিয়ে সুন্দর ভবিষ্যত সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছেন । চীনের হংকংয়ের বিখ্যাত গায়ক লিউ দ্য হুয়া এই গান গেয়েছেন । গানটি প্রকাশিত হবার পর , শিগ্গীরই দেশ-বিদেশে জনপ্রিয় হয়েছে। কারণ , গায়ক লিউ দ্য হুয়া ওয়া তাঁর স্বতন্ত্র সুর-বৈশিষ্ট্য নিয়ে এই গানের অর্থ সম্পূর্ণ আর স্পষ্টভাবে প্রকাশ করেছেন ।
গানের কথা হলো:
পাচঁ হাজার বছরের ইতিহাসে , আমাদের অনেক স্বপ্ন আছে ,
হলুদ মুখ , কালো চোখ , একই রকম হাসি ,
একই রকম কান্না, একই রকম রক্ত
ভবিষ্যতের স্বপ্ন , আমরা একসংগে মিলে বাস্তবায়ন করবো ।
হাতে হাত মিলিয়ে সুন্দর ভবিষ্যদের দিকে এগিয়ে যাবো ,
এবং বিশ্বকে জানাবো , আমরা সবাই চীনা লোক ।
প্রিয় বন্ধুরা , এই গানটি আপনারা পছন্দ করেন কি? আমি এ গান খুবই পছন্দ করি , গানের অর্থ আমি পছন্দ করি , গায়ক লিউ দ্য হুয়ায়ের স্বতন্ত্র কন্ঠও আমি পছন্দ করি ।
|