ইরাকের স্বাধীন নির্বাচন কমিশন স্থানীয় সময় ১৩ তারিখ বিকেলে বাগদাদে সাধারণ নির্বাচনের ভোট গননার ফলাফল প্রকাশ করেছে ।
নির্বাচন কমিটির মুখপাত্র ফরিদ আয়ার তথ্য জ্ঞাপন সভায় ঘোষনা করেছেন যে , ৩০শে জানুয়ারীর ভোটদানে ৮৪ লক্ষ৫৬ হাজার ভোটার ভোট দিয়েছেন ।চূড়ান্ত গননার ফলাফল থেকে জানা গেছে , ইরাকের সিয়া মুসলমানদের নেতা আলি আল সিস্তানি সমর্থিতইরাকী ঐক্য জোট ইউনিয়ন মোট ভোটের ৪৮.১শতাংশ অর্থাত৪০ লক্ষ ৭৫ হাজার ভোট পেয়েছে , খুর্দী রাজনৈতিক সংঘ ২১ লক্ষ ৭৫ হাজার ভোট পেয়েছে আর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী আইয়াদ আলাভির নেতৃত্বাধীন রাজনৈতিক লীগ ১১ লক্ষ৬৮ হাজার ভোট পেয়েছে ।
মুখপাত্র আরও ঘোষনা করেছেন যে , পরবর্তী তিন দিনে নির্বাচন কমিশন বিভিন্ন পক্ষের জিজ্ঞাসাবাদ ও অভিযোগ শুনবে এবং চূড়ান্তভাবে ভোট গননার ফলাফল পর্যালোচনা করবে ।
জানা গেছে , অন্তবর্তিকালিন জাতীয় সংসদ ১৫ই আগষ্টের আগে চিরস্থায়ী সংবিধান প্রনয়নেরকাজ সম্পন্ন করবে এবং ১৫ই অক্টোবরেরআগে সংবিধানটির উপর গন-ভোট দেবে ।
|