 বসন্ত উত্সব উপলক্ষে তাইওয়ান ব্যবসায়ীদের জন্যে চালু করা চার্টার ফ্লাইট ১৩ তারিখে আবার যাতায়াত শুরু করেছে । ১৩ তারিখে চীনের মূলভূভাগ আর তাইওয়ান পক্ষের একটি করে বিমান কোম্পানীর ফ্লাইটদুপারের শহরের মধ্যে যাতায়াত করার দায়িত্ব পালন করে ।
জানা গেছে , ২৯শে জানুয়ারী তাইওয়ান ব্যবসায়ীদের জন্যে চালু করা চার্টার ফ্লাইটের যাতায়াত শুরু হয় । মূলভূভাগ আর তাইওয়ান পক্ষের ৬টি করে বিমান কোম্পানি চার্টার ফ্লাইটের কাজে অংশ নিয়েছে ।বসন্তউত্সব আগের চার্টার ফ্লাইটকাজ ৭ তারিখে সম্পন্ন হয়েছে । মোট ৫৯০০জনযাত্রী চার্টারফ্লাইটের বিমান করে দুপারের মধ্যে আসা যাওয়া করেছেন । তাইওয়ানে ফিরে গিয়ে বসন্ত উত্সব কাটানোর তাইওয়ানী ব্যবসায়ীরা ১৩ তারিখ থেকে মূলভূভাগে ফিরে আসছেন ।চার্টার ফ্লাইটের কাজ ২০ তারিখে শেষ হবে ।
|