১০ তারিখে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত ভারত উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় চীনের নারী টেনিস খোলোয়াড়রা একক দফায় সেরা চার পর্যায়ে উঠতে পারেন নি। কিন্তু জুটি দফায় লি থিং ও স্যুন থিয়ান থিয়ান এবং জেং চিয়ে ও ইয়ান জে জুটিদ্বয় নিজ নিজ প্রতিপক্ষকে পরাজিত করে একসংগে সেমি-ফাইনালে প্রবেশ করেছেন।
সেই দিন বিকেলে অনুষ্ঠিত একক দফার কোয়ার্টার ফাইনালে চীনের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় লিনা ও তার সহকর্মী স্যুন থিয়ান থিয়ান আলাদা আলাদাভাবে ০:২ সেটে তাদের প্রতিপক্ষ রাশিয়ার নতুন স্টার কিরিনেংকো ও জার্মানীর খেলোয়াড়ের কাছে হেরে সেরা চার পর্যায়ে উঠতে পারে নি। এ পর্যন্ত চীনের ৫জন একক দফার খেলোয়াড়দের সবাই হেরে গেছেন ।
১.৪ লক্ষ মার্কিন ডলার মূল্যের পুরস্কার বিশিষ্ট ভারত উন্মুক্ত নারী টেনিস প্রতিযোগিতা নারী টেনিস সমিতির ভ্রাম্যমান প্রতিযোগিতার অন্যতম। এ প্রতিযোগিতা নারী পেশাগত টেনিস প্রতিযোগিতার ৭ পর্যায়ের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। চুড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার ১.১ লক্ষ মার্কিন ডলার।
|