অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে প্রায় ৬০ কোটি চীনা কৃষক খাদ্যশস্য চাষ করার জন্য সরাসরি ১১.৬ বিলিয়ান ইউয়ান রেনমিনপি রাষ্ট্রীয় ভরতুকির অর্থ পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, গত বছরে মোট ২৯টি প্রদেশের কৃষকরা উপরোক্ত সুবিধা ভোগ করেছেন। প্রায় অর্ধেক খাদ্যশস্যের প্রধান উত্পাদক প্রদেশ সদ্বংশজাত ভরতুকি এবং কৃষি যন্ত্রপাতি কেনার ভরতুকির বন্দোবস্ত করেছে। তিনি আরো বলেছেন, চীন সরকার রাষ্ট্রায়ত্ত্ব খাদ্যশস্য উত্পাদক শিল্পপ্রতিষ্ঠানের সংস্কার এবং খাদ্যদ্রব্যের দামের বাজারায়ন প্রক্রিয়া আরো দ্রুত করবে, এবং অব্যাহতভাবে খাদ্যশস্য চাষীদের দেয়া ভরতুকির মাত্রা আরো বাড়াবে করবে।
|