v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-18 16:48:07    
সংগীত সাগর--পুরুষ

cri
    অনেকে মনে করেন , এখনকার বিশ্ব হচ্ছে একটি পুরুষের বিশ্ব । কারণ , পুরুষ খুব চতুর , খুব শক্তিশালী , তাঁরা শান্তি সুরক্ষিত করেছেন , মাতৃভূমি সুরক্ষিত করেছেন এবং পরিবার সুরক্ষিত করেছেন । চীনে , পুরোনো দিনের মানুষরা মনে করেন , পুরুষ আকাশের মতো , পাহাড়ের মতো , গাছের মতো । কারণ , তাঁরা মনে করেন, পুরুষ বুড়ো-বুড়ি , ছেলে-মেয়ে আর নারীর জন্যে সকল কষ্ট সহ্য করেছেন । তাই , বিশ্বে পুরুষের স্থান নারীদের চেয়ে উঁচ্চু । সমাজের উন্নয়নের সংগে সংগে নারীদের স্থান দিন দিন উন্নত হয়েছে , কিন্তু পুরুয়ের স্থান আগের মতোই দুঢ় ।

    বিভিন্ন দশকে ভালো পুরুষের অর্থ বিভিন্ন । যেমন , প্রাচীনকালে , যুদ্ধে সাহসী পুরুষ হচ্ছেন ভালো পুরুষ , পরবর্তীতিদেশ রক্ষা কারী পুরুষ হচ্ছেন ভালো পুরুষ , কিন্তু এখন ভালো পুরুষ বলে অনেক কিছু বোঝায়। গানের পর , আমি একে একে আপনাদের বলবো।

    গানের নাম হলো ভালো পুরুষ ।

    এখন , হয়তো একেকজনের মনে ভালো পুরুষের অর্থ একেক রকম । আমার কিছু বন্ধু মনে করেন , ছেলে-মেয়ে , স্ত্রী আর পরিবারের সকল সদস্যের জন্য ভালো জীবনযাত্রা যুগিয়ে দেয়া পুরুষ হচ্ছেন ভালো পুরুষ , তবে আমার অন্য বন্ধু মনে করেন , এটাই যথেষ্ট নয় , কারণ, এখন সমাজে জনগনের জীবনযাত্রা উন্নত হবার সংগে সংগে মানসিক চাহিদাও দিন দিন উন্নত হয়েছে , তাই একজন ভালো পুরুষকে পরিবারে সর্বমুখী স্বাচ্ছন্দ্য এনে দেয়ার সংগে সংগে পরিবারের উপর নিবিড় দৃষ্টি রাখতে হয় । এ থেকে প্রমাণিত হয়েছে যে , পুরুষের ওপর মানুষের দাবি দিন দিন বাড়েছে । তাই , আমার কিছু পুরুষ বন্ধু আমাকে বলেছেন , এখন পুরুষের চাপ খুবই বেশী , এখন পুরুষ খুব ক্লান্ত। আমি বিশ্বাস করি , ভালো পুরুষ সম্পর্কে বিভিন্ন দেশের জনগনের নিজস্ব মানদন্ড আছে , তাই দয়া করে , চিঠি বা ইমেইলের মাধ্যমে আমাদের কাছে আপনাদের মনোভংগী জানাবেন।আমাদের ইমেইলের ঠিকানা হলো:。。。。 

    এখন আমাদের সংগে একটি গান শুনুন,তার পর,আমি আমার নিজের মনোভাব জানাবেন ।

    আমার মনে ভালো পুরুষের মানদন্ড হচ্ছে আন্তরিকতা আর দায়িত্ব-শীলতা। আমি মনে করি , এগুলো খুবই গুরুত্বপূর্ণ । কারণ , আমি মনে করি , একজন মানুষ হবার জন্যে তার স্থান , ধনসম্পদ আর পরিবারের পটভূমি গুরুত্বপূর্ণ নয় , কিন্তু তার মন খুবই গুরুত্বপূর্ণ । কারণ , স্থান , ধনসম্পদ আর ভালো পরিবারের পটভুমি আপনার জন্যে সুষ্ঠু জীবনের পরিবেশ সরবরাহ করতে পারে, কিন্তু তিনি আন্তরিক না-হলে , আপনার মন শান্ত নয় । আমার মনে হয় , একজন বিখ্যাত ব্যক্তি এমন একটি কথা বলেছেন , তা হচ্ছে সুখি জীবনের কারণ শুধু এক , কিন্তু অ-সুখী জীবনের কারণ অনেক। ঠিক তাই , আমাদের বাস্তব জীবনে সাধারণ হয়ে থাকা আর শান্ত থাকা হচ্ছে বৃহত্তম সুখ । আপনারা আমার সংগে একমত ? গানের পর , আমরা অব্যাহতভাবে এই সম্পর্কে কিছু বলবো ।

    পুরুষের দায়িত্ব খুবই ভারী , এতে সমাজের প্রতি দায়িত্ব , বন্ধুদের প্রতি দায়িত্ব , পরিবারের প্রতি দায়িত্ব অন্তর্ভূক্ত। আমি মনে করি , যদি আপনি একজন ভালো পুরুষ হতে চান , তাহলে আপনাকে দায়িত্বশীল হতে হবে । কারণ চীনা জনগন মনে করেন , পুরুষ পাহাড়ের মতো , বুড়ো-বুড়ি , ছেলে-মেয়ে আর নারী তার ওপর নির্ভর করে, পুরুষ এক সুবিশাল বৃক্ষের মতো , অন্যদের জন্যে সুন্দর আর নিরাপদ পরিবেশ সরবরাহ করে, পুরুষ আকাশের মতো , জনগনের জন্যে সকল চাপ সহ্য করা । তাই , জনগনের মনে , দায়িত্বশীলতা পুরুষের জন্যে খুবই গুরুত্বপূর্ণ । আমি জানি না , বাংলাদেশ আর ভারতের জনগনের মনে পুরুষ কিসের মতো , আশা করি , আরো বেশী বন্ধু আমাদের বলবেন । এবং আপনাদের মনে কে ভালো পুরুষ , আমাদের জানাবেন।