v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-08 19:04:33    
চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব

cri

    পৃথিবীর বিভিন্ন খৃষ্টান্দের বড়ো দিন বা মুসলমানদের কোরবানি উত্সব পালনের মতো চীনারা ধূমধামের সংগে বসন্ত উত্সব পালন করে থাকেন । কিংবদন্তী অনুসারে চীনাদের বসন্ত উত্সবের ইতিহাস চার হাজার বছরের পুরোনো । কিন্তু প্রথমদিকে এর নাম বসন্ত উত্সব ছিল না এবং এর কোনো নির্দিষ্ট দিনও ছিল না । যীমু খৃষ্টের জন্মের এক হাজার বছর আগে বসন্ত উত্সবকে নিয়েন বলা হতো । তখন নিয়েনের অর্থ ছিল যাবতীয় ফসলের প্রচুর ফলন ।

    চীনা জনগণের মধ্যে প্রচলিত রীতিপ্রথা অনুসারে ব্যাপক অর্থের বসন্ত উত্সব চান্দ্রবর্ষের দ্বাদশ মাসের তেইশ তারিখ থেকে শুরু হয় এবং পরবর্তী চান্দ্রবর্ষের প্রথম মাসের পরেনো তারিখ লন্ঠন উত্সব গিয়ে শেষ হয় । অর্থাত্ প্রায় তিন সপ্তাহ স্থায়ী হয় । এর মধ্যে চান্দ্রবর্ষের দ্বাদশ মাসের তিরিশ তারিখ রাত পরবর্তী এবং চান্দ্রবর্ষের প্রথম  মাসের প্রথম দিন পালিত হয় সবচেয়ে ধূমধামের সংগে । এটিকে বসন্ত উত্সবের উত্তাল জোয়ার বলা যায় ।

    বসন্ত উত্সবকে স্বাগত জানানোর জন্যে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রস্তুতিমূলক তত্পরতা চালানো হয় ।

    চীনের বিভিন্ন স্থানে বসন্ত উত্সব পালনের ভিন্ন ভিন্ন ঐতিহ্যিক অভ্যাস থাকলেও উত্তর চীনেই হোক আর দক্ষিণ চীনেই হোক চান্দ্রবর্ষের দ্বাদশ মাসের তিরিশ তারিখ রাতে গোটা পরিবারের সকল সদস্যের একত্রিত হয়ে রাতের খাবার খাওয়া অপরিহার্য্য ।

    চান্দ্রবর্ষের দ্বাদশ মাসের তিরিশ তারিখ রাত জেগে কাটাতে হয় । এই রাতেই লোকেরা পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানান । চান্দ্রনববর্ষের দিন গোটা পরিবারের আবাল-বৃদ্ধা-বনিতা সবাই সুন্দর সুন্দর ও পরিপাট্রি পোশাক পরে অতিথিকে স্বাগত জানাতে কিংবা বাইরে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের উত্সবের অভিনন্দন জানাতে যেতে শূরু করেন ।

    বসন্ত উত্সবের উদযাপনী তত্পরতা বৈচিত্রাময় । কোনো কোনো জায়গায় অপেরা ও সিনেমা দেখানো হয় । কোনো কোনো জায়গায় সিংহনাচ ইয়াংগে নাচ ও তথাযাঁশের উপর ভরেদিয়ে হাঁটা দেখানো হয় এবং মেলার আয়োজন করা হয় । সর্ব এই উত্সবের আনন্দময় পরিবেশ পরিলক্ষিত হয় ।

    দুই লাইনের শ্লোক লেখা ও আঁটা , ছবি আঁকা এবং লন্ঠন চাংগানোই হচ্ছে বসন্ত উত্সব পালনের একটি বৈশিষ্ট্য ।

    জীবনযাত্রার মান উন্নয়নের সংগে সংগে চীনা জনগণ উত্সব পালনের ঐতিহ্যিক অভ্যাস বজায় রাখার পাশাপাশি উত্সব পালনের নতুন নতুন তত্পাতাও উদভাবন করেছেন । যেমন ধরা যাক , বসন্ত উত্সবকালে ভ্রমণে বেরোনো চীনাদের একটি নতুন ফ্যাশন ও নতুন রীতিনীতিতে পরিণত হয়েছে ।