v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-07 17:19:43    
নিয়ান হুয়ার গল্প

cri
    চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব চীনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উত্সব । বসন্ত উত্সব চীনের চান্দ্র বর্ষের প্রথম দিন । বসন্ত উত্সব উপলক্ষে চীনাদের বাড়ির দেয়াল , দরজা আর জানালায় যে ছবি আঁটা হয় চীনা ভাষায় তাকে বলা হয় "নিয়ান হুয়া" ।

    গ্রীষ্টপুর্ব দু'শতাব্দির হান রাজবংশীয় আসলে নিয়ান হুয়ার জন্ম হয় । অর্থাত্ নিয়ান হুয়ার ইতিহাস দু হাজার বছরেরও বেশী । তখন বসন্ত উত্সব পালনের সময়ে চীনাদের বাড়ির দরজা আর জানালায় উপকথার বীরবীরাংগনা আর বুদ্ধদেবের ছবি আঁটা হতো । এমনি করার দুটো উদ্দেশ্য ছিলো , এক , নতুন বছরের সুখ-শান্তির জন্য দেবতার কাছে প্রার্থনা করা , দুই , আনন্দঘন উত্সবোচিত পরিবেশ সৃষ্টি করা । সমাজের বিকাশের সংগে সংগে নিয়ানহুয়ার কুসংস্কারের রং ক্রমশই ফিকে হতে থাকে এবং তার সাজসজ্জার ভুমিকার উপর গুরুত্ব আরোপ করা হয় । গ্রীষ্টীয় দশম শতাব্দিতে চীনে মুদ্রনের কলাকৌশল আবিস্কার করা হয় । নিয়ান হুয়া ছাপার ফলে তার বিকাশ আর প্রচলনের গতি আরো দ্রুততর হয় । শুধু বীরবীরাংগনা আর বুদ্ধদের নয় , সুন্দরী , শিশু , রীতিনীতি আর অপেরার অবলমবনেও মিয়ান হুয়া আঁকা হয় এবং নানা ধরনের শিল্পধারা দেখা দেয় ।

    বস্তুত চীনের নিয়ান হুয়া প্রধানত লোক-শিল্পীদের শিল্পকর্ম । কারক্রমে চীনাদের শ্রদ্ধাভাজন ঐতিহাসিক ব্যক্তি , নদনদী , পাহাড়পবর্ত , ফুল , পাখি , মাছ আর পোকা নিয়েও নিয়ান হুয়া আঁকা হয় । গ্রীষ্টীয় তৃতীয় শতাব্দিতে কোয়ান য়্যূ নামক একজন খ্যাতনামা জেনারেলের হৃদয়গ্রাহী কাহিনী চীনে এবং দক্ষিণ পুর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে । শিরস্ত্রান সজ্জিত জেনারেল কোয়ান য়্যূর হাতে একটি ঝকঝকে তলোয়ার । চীনারা বিশ্বাস করেন , তাঁর ছবি দরজায় আঁটা হলে ঘরে প্রবেশ করার সাহস দৈত্যদানবের নেই ।

    চীনের নিয়ান হুয়ার অপুর্ব শিলপোত্কর্ষ আছে । লাল , সবুজ , হলুদ , বেগুনি , আর কালো রং নিয়ান হুয়ার মৌলিক রং । সাধারণত উজ্জ্বল রং দিয়ে মানুষ বা বস্তুর ছবি আঁকা হয় । নিয়ান হুয়াতে আঁকা পাইন গাছ , বক ও পীচফল দীর্ঘায়ুর প্রতীক , পদ্মফুল আর মাছ স্বচ্ছলতার প্রতীক এবং ফুলদানিত লাগানো পিয়োনি ফুল শান্তি আর ঐশ্বর্যের প্রতীক ।

    নিয়ানহুয়ার দীর্ঘকালের ক্রম বিকাম থেকে শুঁষে নেয়া হয়েছে অন্যান্য চিত্র-শৈরীর রস । বিভিন্ন স্থানে আবির্ভুত হয়েছে একই শিল্পরীতি অলবমবনকারী শিলবীগোষ্ঠী । চীনাদের চিন্ত-ভাবনা আর রুচির উপর নিয়ানহুয়ার প্রভাব যেমন গভীর তেমনই সুদুরপ্রসারী ।