v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-04 16:11:23    
৩০শে জানুয়ারী--৪ই ফেব্রুয়ারী

cri
১. ২ তারিখে চীন-ক্যারিবিয়ান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরামের প্রথম মন্ত্রী পার্যায়ের সম্মেলন জামাইকার রাজধানী কিংস্টনে উদ্বোধন হয়েছে। একই দিন সম্মেলনে উপস্থিত ক্যারিবিয়ান দেশের নেতারা আলাদা আলাদাভাবে চীনের ভাইস প্রেসিডেন্ট চেং ছিং হোংয়ের সংগে সাক্ষাত্ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে, জামাইকার প্রধানমন্ত্রী পাটেরসোন বলেছেন, ফোরাম প্রতিষ্ঠার ফলে ক্যারিবিয় দেশগুলো আর চীনের সহযোগিতার ওপর সুবিধা ।

চেং ছিং হোং বলেছেন, ফোরামের প্রতিষ্ঠায় দু'পক্ষের অভিন্ন প্রয়োজন প্রতিফলিত হয়েছে। তিনি চীন-ক্যারিবিয় অঞ্চলের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উভয়ের সম্মানবিজয়ের ভিত্তিতে অব্যাহতভাবে নতুন বাস্তব অগ্রগতি অর্জন ত্বরান্বিত করার জন্যে বহু প্রস্তাব দিয়েছেন।

একই দিন, জামাইকা, আনটিগুআ ও বারবুদা, কোমোনয়েইথ, কিউবা, সুরিনাম এবং বার্বাডোস প্রভৃতি ক্যারিবিয় দেশের নেতারা আলাদা আলাদাভাবে চেংছিং হোংয়ের সংগে সাক্ষাত্কালে বলেছেন, চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত ফোরাম বড় দেশ আর ছোট দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি নজীর প্রতিষ্ঠা করেছে। তাঁরা চীনের সংগে ফোরামের মাধ্যমে দু'পক্ষের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। প্রতিটি দেশের নেতারা আবার এক চীন নীতিতে অবিচল থাকার কথা ঘোষণা করেছেন।

চেং ছিং হোং বলেছেন, চীন পক্ষ আশা করে, ফোরামের মাধ্যমে চীন আর ক্যারিবিয় বিভিন্ন দেশের মধ্যে মৈত্রী ও সহযোগিতা আরো জোরদার হবে।

তার ছাড়া, একই দিন ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চীন-ক্যারিবিয় বাণিজ্যিক মেলাও উদ্বোধন হয়েছে।

২. বসন্ত উত্সবকালে তাইওয়ানী ব্যবসায়ীদের জন্যে চীনের মূলভূভাগ থেকে তাইওয়ানে যাওয়া আসা বিমানের নন্ স্টপ চার্টার ফ্লাইট ব্যবস্থা২৯তারিখে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । ২৯তারিখে মূলভূভাগ আর তাইওয়ানের মধ্যেকার তাইওয়ান প্রনালীর আকাশে এ রকম বিমানগুলো আসা যাওয়া করেছে । ৫৬ বছর ধরে দুই পারের যাত্রীবাহী বিমান এই প্রথমবার সরাসরী মূলভূভাগ থেকে তাইওয়ানে আসা যাওয়া করছে ।

২৯তারিখ সকাল মূলভূভাগের দক্ষিন বিমান কোম্পানিরবিমান ২৪০জন যাত্রীবহন করে কুয়াংচৌ থেকে তাইওয়ানের তাইপেই পৌচেছে । এটা বিগত ৫৬ বছরে তাইওয়ানে আনুষ্ঠানিকভাবেআবতরন করা মূলভূভাগেরপ্রথম যাত্রীবাহী বিমান। এটা তাইওয়ানবাসীদের আন্তরিক সমাদর পেয়েছে । তাইওয়ান পক্ষের চুংহুয়া যাত্রীবাহী বিমান কোম্পানির বিমানও একই দিন দুপুরে পেইচিং বিমান বন্দরে আবতরন করার পর আন্তরিক সম্বর্ধনা পেয়েছে ।

৩. চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিদেশী পুঁজি বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, বর্তমান আন্তঃদেশীয় কোম্পানি চীনে প্রবেশের পদক্ষেপ স্পষ্টই দ্রুততর হয়েছে, এবং এই প্রবণতা অব্যাহত থাকবে।

 বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের ওয়েবসাইটে চীনে বিদেশী পুঁজি আকর্ষনের সর্বশেষ অবস্থা পরিচয় দেয়ার সময়ে এই দায়িত্বশীল ব্যক্তি উপরোক্ত মন্তব্য রেখেছেন। তিনি বলেছেন, বিশ্বের ৫০০টি শক্তিশালি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪৫০টি চীনে পুঁজি বিনিয়োগ করে কারখানা প্রতিষ্ঠা করেছে, এর মধ্যে অনেকেই চীনে আঞ্চলিক সদর দপ্তর প্রতিষ্ঠা করেছে, আরো অনেকে শিল্পপ্রতিষ্ঠান অতিরিক্ত পুঁজিবিনিয়োগ করেছে। তিনি উল্লেখ করেছেন, এখন আন্তঃদেশীয় কোম্পানি চীনের পুঁজিবিনিয়োগের নতুন উচ্চতরো প্রযুক্তিবিদ্যাগত উপাদান নিরন্তরভাবে উন্নীত হয়েছে, চীনে প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রও দিন দিন বৃদ্ধি হচ্ছে।

সঙ্গে সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিস্ট গবেষণায় প্রমাণিত হয়েছে যে, আন্তঃদেশীয় কোম্পানি চীনের সামষ্টিক অর্থনীতি উন্নয়নের জন্য দিনে দিনে আরো বিরাট ভূমিকা পালন করছে, ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক সামগ্রি , প্যাকিং প্রভৃতি শিল্পের বিকাশ বয়ে এনেছে, সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং সহযোগিতার মাধ্যমে চীনের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত করেছে।

৪. চীনের পিপল্স ডেইলি পত্রিকার খবরে জানা গেছে , চীনা কমিউনিস্ট পার্টির সাংহাই কমিটির সম্পাদক, ২০০৭ সালে সাংহাই আন্তর্জাতিক বিশেষ ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ছেন লিয়াংইয়ু ২৯তারিখে বলেছেন , সাংহাই নিজের প্রতিশ্রুতি পালন করে প্রতিনিধিত্বসম্পন্ন,আন্তর্জাতিক ও রসপূর্ণ বিশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠান করার প্রচেষ্টা করবে ।

২০০৭ সালে সাংহাই আন্তর্জাতিক বিশেষ ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২৯তারিখে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং সাংহাইতে কমিটিটির প্রথম পূর্ণাংগ অধিবেশন অনুষ্ঠিত হয় । ভাষনে ছেন লিয়াংইয়ু বলেছেন , বিশেষ ওলিম্পিক গেমসের প্রস্তুতি নেয়ার সময়ে সাংহাই সক্রিযভাবে নতুন ব্যবস্থা আর পদ্ধতি খুজে বের করবে , সরকারের সমর্থনে বেসরকারী সংস্থা কাজ চালানোর নীতিতে অটল থাকবে । বাস্তব কাজের মধ্যে বানিজ্যিক লাভের পরিবর্তে সামাজিক কার্যকরীতা প্রথম স্থানে রাখার চেষ্টা চালানো হবে ।

৫. চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়ান ১ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন আশা করে যে, ভারতের সংগে অব্যাহতভাবে সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।

কয়েক দিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সপ্তম " এশিয়া নিরাপত্তা সম্মেলনে" ভাষণ দেয়ার সময়ে বলেছেন যে, ভারত ও চীনের মধ্যকার আস্থা ও সহযোগিতা হচ্ছে এশিয়ার অর্থনীতির প্রাণশক্তিমূলক উপাদানগুলোর মধ্যে একটি। এ প্রসংগে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে খোং ছুয়ান বলেছেন, চীন পক্ষ সংশ্লিষ্ট বক্তব্য লক্ষ্য করেছে। ভারতের নেতাদের চীন-ভারত সম্পর্ক নিয়ে সক্রীয় মনোভাব পোষণ করার জন্যে চীন তার প্রশংসা করে ও স্বাগত জানায়। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ভারত সম্পর্কে স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশের প্রবণতা বজায় রয়েছে, সার্বিক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সম্প্রতি দু'পক্ষ প্রথম রননৈতিক সংলাপে সুফল পেয়েছে। খোং ছুয়ান বলেছেন, চীন পক্ষ ভারতের সংগে মিলে দু'দেশের সম্পর্ককে নিরন্তর, সুস্থ ও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে।

৬. নেপালের রাজা জ্ঞানেন্দ্র দুই তারিখে নতুন মন্ত্রীসভার দশজন সদস্য নিযুক্ত করেছেন এবং তাদের নাম প্রকাশ করেছেন ।

জানা গেছে , নতুন মন্ত্রীসভার সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী দান বাহাদুর শাহি আর পররাষ্ট্রমন্ত্রী রমেশ নাথ পান্ডে প্রমুখ । বেশীরভাগ সদস্যই জ্ঞানেন্দ্রের সমর্থক । জ্ঞানেন্দ্র নিজেই নতুন মন্ত্রীসভাপরিচালনা করবেন বলে নতুন মন্ত্রীসভায় আপাতত: প্রধানমন্ত্রীর পদ রাখা হয় নি ।

৭. নেপালের নব- নিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী দান বাহাদুর শাহি তিন তারিখে কাটমন্ডুতে বলেছেন, নতুন সরকার সরকার-বিরোধী অস্ত্রধারীদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব সরকারের সংগে আবার বৈঠক শুরু করার আহ্বান জানিয়েছে।

শাহি বলেছেন, নেপাল সরকার সরকার-বিরোধী অস্ত্রধারীদের কাছে বৈঠকের টেবিলে ফিরে এসে সরকারের সংগে বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। শাহী বলেছেন, যদি অস্ত্রধারীরা বৈঠক করতে না চায়, তাহলে নতুন সরকার অন্য ব্যবস্থা নেবার কথা বিবেচনা করবে। কিন্তু কি ধরনের ব্যবস্থা নেবে তা শাহী স্পষ্টভাবে বলেন নি।

৮. দু'দিন ব্যাপী জলোচ্ছ্বাস পুর্বাভাষ ব্যবস্থা আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী পর্যায়ের সভা ২৯ তারিখে থাইল্যান্ডের ফুকেত দ্বীপে সমাপ্ত হয়েছে।

সভায় প্রকাশিত "ফুকেত ঘোষণা"-য় বলা হয়েছে, এবারকার ভারত মহাসাগরীয় জলোচ্ছ্বাস মানুষকে বিরাট ক্ষতিগ্রস্ত করেছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা হলো আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়ীত্ব, এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য ভারত মহাসাগরীয় জলোচ্ছ্বাস পুর্বাভাষ ব্যবস্থা স্থাপন করা খুব দরকার। সংশ্লিষ্ট দেশ ও সংস্থার উচিত, সমন্বয় ও সহযোগিতা জোরদার করা, এবং এই পুর্বাভাষ ব্যবস্থা বাস্তবায়নের পরিস্থিতির সংগে মানানসই হওয়া।

একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং সভায় বলেছেন, ভূমিকম্প ও জলোচ্ছ্বাস ইত্যাদি দুর্যোগ সম্বন্ধে কার্যকর আঞ্চলিক পুর্বাভাষ ব্যবস্থা গঠনে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা অবিলম্বে চালানো উচিত।

৯. ৩১শে জানুয়ারী সন্ধ্যায় ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রী শাউল মোফাজ ও ফিলিস্তিনের নিরাপত্তা উপদেষ্টা মোহামেদ দাহলান তেল আবিবে বৈঠক করেছেন। তাঁরা অব্যাহতভাবে ফিলিস্তিনের কাছে জর্ডান নদীর পশ্চিম তীরের কয়েকটি শহরের নিয়ন্ত্রণাধিকার ফিরিয়ে দেবার বিষয় নিয়ে পরামর্শ করেছেন।

জানা গেছে, মোফাজ বৈঠকে বলেছেন, ফিলিস্তিন পক্ষের কাছে সেসব শহরের নিয়ন্ত্রণাধিকার দেয়ার পূর্ব শর্ত হচ্ছে গাজা এলাকায় ইহুদী বসতির উপর ফিলিস্তিনের সশস্ত্রব্যক্তিদের হামলা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। তিনি বলেছেন যে, যদি ফিলিস্তিন-ইস্রাইল পরামর্শ অগ্রগতি লাভ করবে কিনা, তা ফিলিস্তিন-ইস্রাইলের নিরাপত্তা অবস্থা অব্যাহতভাবে শান্তিপূর্ণ থাকতে পারে কিনা তার ওপর নির্ভরশীল।

মোফাজ ফিলিস্তিন পক্ষের প্রতি আরো ইতিবাচক ব্যবস্থা নেয়া এবং দক্ষিণ গাজা এলাকায় আরো নিরাপত্তা সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন, যাতে ইস্রাইলের উপরে ফিলিস্তিনের চরমপন্থী সংস্থার হামলা প্রতিহত করা যায়।

তাছাড়া, মোফাজ বলেছেন যে সম্প্রতি তিনি গাজা এলাকার এরেজ ও রাফাহ চেক পোস্ট খুলে দিতে রাজী হয়েছেন।

১০. ৩১ জানুয়ারী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কিউবা সরকারের ওপর থেকে কূটনৈতিক শাস্তি উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সে দিন প্রকাশিত একটি সম্মেলন রিপোর্টে বলা হয়েছে, ২০০৩ সালের জুন মাস থেকে কিউবার ওপর বলবত ইউরোপীয় শাস্তি সাময়িকভাবে তুলে নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিউবা সরকারের সংগে রাজনীতি, অর্থনীতি ও মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতার জন্যে " গঠনমূলক সংলাপ" চালাবে। এই বছরের জুলাই মাসের আগে, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপ ও কিউবার সম্পর্ক আবার পর্যালোচনা ও যাচাই করবে। তখন কিউবার সংগে সম্পূর্ণ স্বাভাবিক পররাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধার করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

২০০৩ সালের জুন মাসে, কিউবার রাজনৈতিক বন্দী আটক থেকে সৃষ্ট অসন্তোষের কারণে, ইউরোপীয় ইউনিয়ন কিউবার সংগে উচ্চ কূটনৈতিক আদান-প্রদান বন্ধ করেছে। সম্প্রতি, কিউবা সরকার কিছু রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে এবং ইউরোপীয় সদস্যদেশগুলোর সংগে আবার সম্পর্ক শুরু করার কথা ঘোষণা করেছে। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত হচ্ছে কিউবার উপরোল্লিখিত আচরণের প্রতিক্রিয়া।

১১. ইউরোপিয় পরিষদ ২ তারিখে আগামী পাঁচ বছরে ই ইউর অর্থনীতি উন্নয়নের নতুন রননীতি উত্থাপন করেছে। তার প্রধান লক্ষ্য হলো অর্থনীতির বৃদ্ধি ত্বরান্বিত করা এবং আরো বেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

ই ইউ কমিটির নতুন রননীতি অনুযায়ী, দুই হাজার দশ সালের আগে ই ইউর সদস্য দেশগুলোর জি ডি পির গড়পড়তা বৃদ্ধি হার তিন শতাংশ হবে এবং ছয় মিলিয়ন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এই নতুন রননীতি যেমন লিস্পোন রননীতি প্রবর্তনের পাঁচ বছরের পর্যালোচনা, তেমনিও লিস্পোন রননীতির পুনর্বিন্যাসও। ইউরোপীয় পরিষদের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল দুরাও বারোসো একই দিনে বলেছেন, লিস্পোন রননীতির মূল লক্ষ্য সঠিক, কিন্তু তার বাস্তবায়নের অবস্থা খুব খারাপ। ই ইউর উচিত আবার লিস্পোন রননীতির উপর দৃষ্টি দেয়া এবং তা বাস্তবায়ন করা। তিনি বলেছেন, প্রস্তাবিত নতুন রননীতিতে ইউরোপের বিরাট অর্থনৈতিক সুপ্তশক্তি বিকশিত করা যায়।

বন্ধুরা,সাত দিন আজকের মতো শেষ হচ্ছে।আগামী সপ্তাহে আমি আবার গুরুত্বপর্ণ সংবাদ নিয়ে এখানে আপনাদের সাথে বলবো।আশা করি,একই সময় আপনারাও যথাসময়ে বেতারযন্ত্রটি সামনে নিয়ে বসবেন।আজকের আসর শোনার জন্য ধন্যবাদ।