v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-04 15:36:56    
কন্যাপক্ষের দাবি মিথেন গ্যাসের আধার

cri
    চীনের সাংতুং প্রদেশ ও হোপেই প্রদেশের কিছু কিছু জায়গায় অতীতে বিবাহকালে কন্যাপক্ষ প্রায়ই এই দাবি করে থাকতো যে , পাত্রপক্ষের বাড়ীতে রিফ্রিজারেটর , রঙিণ টেলিভিশন সেট , মোটর-ট্রাইসাইকেল ইত্যাদি থাকা দরকার , বতর্মানে কন্যাপক্ষের দাবিতে আরেকটি জিনিস যোগ হলো ,তা হচ্ছে পাত্রপক্ষের বাড়ীতে মিথেন গ্যাসের আধারও থাকা চাই।

    হোপেই প্রদেশের চি চৌ শহরের ছিয়াও পেই তিয়ান গ্রামের কৃষক ওয়ান লো ইং ঘটকের মাধ্যমে এ বছর নিকটবর্তী জেলার একজন মেয়ের সংগে পরিচিত হলেন । মেয়ের পরিবার একটি দাবি উত্থাপন করলো যে ,বাড়ীতে মিথেন গ্যাসের আধার থাকা চাই । ওয়ান লো ইংয়ের বাবা ওয়ান সি থাও বললেন , "গত বছর বাড়ীতে নতুন দশ ঘনমিটারের মিথেন গ্যাসের আধার অথার্ত্ মানুষ ও গবাদি পশুর বিষ্ঠা থেকে উত্পন্ন মিথেন গ্যাসের গর্ত তৈরী হয়েছে । এতে রোজ তিন বেলার রান্না-বান্না , পানি সিদ্ধ করা ও আলোর ব্যবস্থার দুষ্চিন্তা ঘুচে গেছে । বাষির্ক কয়লার খরচ বেঁচেছে চারশো ইউয়ানেরও বেশী । কন্যাপক্ষের জন্য এর অর্থ হলো বিয়ের পর আর ধোঁয়া ও তাপে দগ্ধ হওয়ার দুভোর্গ পোহাতে হবে না ।"এভাবে মিথেন গ্যাসের গর্তের সাহায্যে ওয়ান লো ইং মেয়ের ভালবাসা পেলেন ।

    আসলে মিথেন গ্যাস হচ্ছে একধরণের গুরুত্বপূর্ণ পুনজর্ন্মক্ষম শক্তিসম্পদ । কৃষক পরিবার বাড়ীঘরের পেছনে শুধু আট থেকে দশ ঘনমিটারের একটি গর্ত খনন করে তার তলদেশ ও চারদিকের দেয়াল চুন ও এঁটেলমাটি দিয়ে পুরোপুরি বন্ধ করে বিষ্ঠা ভর্তি করার একটি মুখ ও তলানি বের করার একটি মুখ রাখলেই বাস । তারপর প্রতি সপ্তাহে এক ঘনমিটার করে গবাদি পশুর বিষ্ঠা জমা করলে সেগুলো আপনা-আপনিই গেঁজে উঠে এবং গ্যাস উত্পন্ন করে । এতে তিন থেকে পাঁচজন সদস্যের কৃষক পরিবারের গোটা একদিনের আলোর ব্যবস্থা ও রান্না-বান্নার দুশ্চিন্তা ঘুচে যায় । গ্যাস অবিরাম বেরুতে থাকে ,দামে সস্তা ,ব্যবহারে সুবিধাজনক ।

    তাছাড়া মিথেন গ্যাসের সাবির্ক ব্যবহারে বিরাট সাবির্ক ফলপ্রসূতা পাওয়া যায় । মানুষ ও গবাদি পশুর বিষ্ঠা গাঁজানো গর্তে ফেললে তা পরিবেশরক্ষার জন্য ভালো হয় । উত্পন্ন মিথেন গ্যাস ব্যবহার করে আলোর ব্যবস্থা করা যায় ,রান্না-বান্না করা যায় ও শাকসব্জীর চাঁদোয়ায় তাপ সরবরাহ করা যায় । তলানি গাঁজা ও গন্ধক-মুক্ত হওয়ার পর এক ধরণের খুবই ভালো জৈব সারে পরিণত হয় এবং তা মাটির উপরিভাগের জমাট বাঁধা প্রতিরোধের সহায়ক হয় । জানা গেছে ,রাষ্ট্রের প্রবতির্ত "প্রাকৃতিক জন্মভূমি ও গণসমৃদ্ধির পরিকল্পনা" ইতিমধ্যে চীনের গ্রামাঞ্চলের জন্য বিরাট প্রাকৃতিক ও অথর্নৈতিক ফলপ্রসূতা বয়ে এনেছে । এখন সমগ্র চীনের এক কোটি ত্রিশ লক্ষেরও বেশী মিথেন গ্যাসের আধার প্রতিবছর পাঁচশো বিশ কোটি ঘনমিটার উন্নত জ্বালানি সরবরাহ করতে পারে। এ থেকে উত্পন্ন খুবই কাযর্কর জৈব সারের পরিমাণ প্রায় চল্লিশ কোটি টন । এতে বস্তুত: কৃষকদের আয় পনেরো বিলিয়ন ইউয়ানের বেশী বেড়েছে ।

    মিথেন গ্যাস ব্যবহারের ফলে কয়লার খরচ বাঁচানো , গ্রামাঞ্চলের বায়ু বিশুদ্ধকরণ ,গ্রামবাসীদের স্বাস্থ্যরক্ষার উপকারিতা ছাড়াও জংগলের গাছ কাটা কমানো ,জমির মরুকরণ ঠেকানো ইত্যাদি অনেক সামাজিক ফলপ্রসূতাও পাওয়া যায় ।