v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-04 12:19:21    
সপ্তম শ্রীষ্মকালীণ ওলিম্পিক গেমস

cri
    ১৯২০ সালের ২০শে ফেব্রুয়ারী থেকে ১২ই সেপ্টেম্বর পযর্ন্ত ব্রাসেলসে সপ্তম শ্রীষ্মকালীণ ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ১৯১৪ সালে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির বার্ষিক সম্মেলনে বেলজিয়ামের ব্রাসেলস এবং হাংগেরী বুডাপেষ্ট সপ্তম শ্রীষ্মকালীণ গেমস আয়োজনের প্রার্থী শহর হিসেবে নির্ধারিত হয়। তবে প্রথম মহা যুদ্ধের প্রভাবে ১৯১৮ সালে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির বার্ষিক অধিবেশনে ১৯২০ সালে সপ্তম শ্রীষ্মকালীণ ওলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

    প্রথম মহা যদ্ধে জার্মান সৈন্যবাহিনীর অনুপ্রবেশের দরুণ এনটভিরসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল।কিন্তু সপ্তম ওলিম্পিক গেমস আয়োজনের স্বাগতিক দেশ---ব্রাজিলের জনগণ বিভিন্ন ধরনের অসুবিধা অতিক্রম করে অল্প সময়ের মধ্যে এমন একটি স্টেডিয়াম নির্মান করলেন যাতে ৩০ হাজারেরও বেশী দর্শক বসতে পারেন।তা ছাড়া, সুয়িমিন পুল, সুটিং স্কোয়াড প্রভৃতি প্রয়োজনীয় ব্যবস্থা নির্মান করা হয়েছে।ওলিম্পিক গেমসের ইতিহাসে এ সব কৃতিত্ব একটি বিস্ময় বলে গণ্য করা হয়।

    ১৯২০ সালের ১৪ই আগষ্ট বিকালে নতুন নির্মিত স্টেডিয়ামে সপ্তম ওলিম্পিক গেমসের উদ্বোধনঅনুষ্ঠান শুরু হয়।বেলজিয়ামের রাজা এই গেমসের উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক ওলিম্পিক পতাকা উত্তোলন করা হয়।এর পর শান্তির প্রতীক হিসেবে এক ঝাঁক কবুতর স্টেডিয়ামের উপরকার আকাশে পাক খায়। এটা হলো ওলিম্পিক গেমসের ইতিহাসে প্রথম কিস্তির শান্তির পায়রা। তা ছাড়া, প্রথম মহা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করার জন্যে স্টেডিয়ামে প্রথমবার জয়-প্রতীক আগুনের শিখা জ্বলানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার ক্রীড়াবিদদের শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজন করা হয়। আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান গুবেইতানের প্রস্তাবেএই অনুষ্ঠান আয়োজন করা হয়।বেলজিয়ামের ক্রীড়াবিদ সকল ক্রীড়াবিদের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।এর পর ১২০০ জন বেলজিয়ান শিল্পী চমত্কার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন।

    মোট ২৯টি দেশের ২৫৯১ জন ক্রীড়াবিদ সপ্তম ওলিম্পিক গেমসে যোগ দেন।তাদের মধ্যে ৭৭জন নারী ক্রীড়াবিদ। আজেন্টিনা, মরক্কো, ব্রাজিল, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশ প্রথমবার সপ্তম গেমসে অংশ নেয়। ফিনল্যান্ড প্রথম বার স্বাধীন দেশ হিসেবে সপ্তম ওলিম্পিক গেমসে যোগ দেয়। আন্তর্জাতিক কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে, প্রথম মহা-যুদ্ধের হোতা দেশ, জার্মানী, অষ্ট্রিয়া, হংগেরি এবং বলগেরিয়ার সপ্তম ওলিম্পিক গেমসে অংশ গ্রহণের যোগ্যতা বাতিল করা হয়।

    সপ্তম ওলিম্পিক গেমসে মোট ১৫টি দেশ তাদের ফুটবল দল পাঠায়।অবশেষে বেলজিয়াম দল চ্যাম্পীয়ন হয়।

    ১৯২০ সালের ২৯শে আগষ্ট মাসে সপ্তম ওলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের পর ওলিম্পিক পতাকা সংরক্ষণ করার জন্যে আন্তর্জাতিক কমিটির কাছে হস্তান্তর করা হয়। এর পর

    যে ওলিম্পিত পতাকা হস্তান্তর করা হয় তা নকল-করা পতাকা।