২ তারিখে চীন-ক্যারিবিয়ান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরামের প্রথম মন্ত্রী পার্যায়ের সম্মেলন জামাইকার রাজধানী কিংস্টনে উদ্বোধন হয়েছে। একই দিন সম্মেলনে উপস্থিত ক্যারিবিয়ান দেশের নেতারা আলাদা আলাদাভাবে চীনের ভাইস প্রেসিডেন্ট চেং ছিং হোংয়ের সংগে সাক্ষাত্ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে, জামাইকার প্রধানমন্ত্রী পাটেরসোন বলেছেন, ফোরাম প্রতিষ্ঠার ফলে ক্যারিবিয় দেশগুলো আর চীনের সহযোগিতার ওপর সুবিধা ।
চেং ছিং হোং বলেছেন, ফোরামের প্রতিষ্ঠায় দু'পক্ষের অভিন্ন প্রয়োজন প্রতিফলিত হয়েছে। তিনি চীন-ক্যারিবিয় অঞ্চলের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উভয়ের সম্মানবিজয়ের ভিত্তিতে অব্যাহতভাবে নতুন বাস্তব অগ্রগতি অর্জন ত্বরান্বিত করার জন্যে বহু প্রস্তাব দিয়েছেন।
একই দিন, জামাইকা, আনটিগুআ ও বারবুদা, কোমোনয়েইথ, কিউবা, সুরিনাম এবং বার্বাডোস প্রভৃতি ক্যারিবিয় দেশের নেতারা আলাদা আলাদাভাবে চেংছিং হোংয়ের সংগে সাক্ষাত্কালে বলেছেন, চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত ফোরাম বড় দেশ আর ছোট দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি নজীর প্রতিষ্ঠা করেছে। তাঁরা চীনের সংগে ফোরামের মাধ্যমে দু'পক্ষের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। প্রতিটি দেশের নেতারা আবার এক চীন নীতিতে অবিচল থাকার কথা ঘোষণা করেছেন।
চেং ছিং হোং বলেছেন, চীন পক্ষ আশা করে, ফোরামের মাধ্যমে চীন আর ক্যারিবিয় বিভিন্ন দেশের মধ্যে মৈত্রী ও সহযোগিতা আরো জোরদার হবে।
তার ছাড়া, একই দিন ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চীন-ক্যারিবিয় বাণিজ্যিক মেলাও উদ্বোধন হয়েছে।
|