চীনের রাষ্ট্রীয় পরিষদের আনুমোদনক্রমে এবছর চীনের অর্থমন্ত্রনালয় ৫.৫ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করে দেশের ৮০০টি প্রধানখাদ্যশস্য উত্পাদক জেলাকে পুরস্কার দেবে । ফলে সেসব জেলার আর্থিক আয় আর ব্যয়ের অসুবিধা প্রশমিত করা ,খাদ্যশস্যের উত্পাদন-পরিমান স্থিতিশীল রাখা আর জাতীয় খাদ্যশস্যের নিরাপত্তার নিশ্চয়তাবিধান করা যাবে ।
অর্থ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , প্রধানপ্রধানখাদ্যশস্য উত্পাদক জেলাগুলোকে পুরস্কার দেয়া শহর ও গ্রামাঞ্চলের সমন্বিত উন্নয়ন তরান্বিত করার পক্ষে উপকারী হবে । আর্থিক দিক থেকে প্রধানখাদ্যশস্য উত্পাদক জেলাগুলোকে দেয়া সমর্থন ধাপেধাপে তাদের আর্থিক সমস্যা প্রশমিত করেছে , এটা যেমন জেলা পর্যায়ের অর্থনীতি আর নানা ধরনের সামাজিক ব্রতের টেকসই উন্নয়নের সহায়ক হবে তমনি স্বচ্ছল সমাজের গঠন প্রক্রিয়া তরান্বিতকরার পক্ষে উপকারী হবে ।
|