প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বাংলার বীরভূম জেলার ওয়াল্ড রেডিও লিসনার্স ক্লাবের সচিব দেশ মাতৃকা প্রসাদ রায় প্রশ্ন করেছেন ।
উত্তরঃ ১৮৭৮ সালে ছিং রাজবংশের সরকার বেইজিং, থিয়েন চিন, শাংহাই, ইয়ান থাই এবং নিউ চুয়াং প্রভৃতি পাঁচটি এলাকায় ডাক সংস্থা প্রতিষ্ঠা করে । একই সালে শাংহাইয়ের শুল্ক বিভাগ ড্র্যাগনের রুপ দিয়ে তিনটি করে এক সেট ডাকটিকিট প্রকাশ করেছে । এই ডাকটিকিটের নকশার মাঝখানে মেঘ এবং পানির উপরে উড্ডয়নশীল একটি ড্র্যাগন থাকে ।
তিনটি ডাকটিকিটের নকশা একই, কিন্তু রং, ব্যবহারের পদ্ধতি এবং দাম ভিন্ন। সবুজ রংয়ের ডাকটিকিটের দাম তখনকার মুদ্রা ১ সেন্ট, তা দিয়ে ছাপানো জিনিস পাঠানো যায় । লাল রংয়ের ডাকটিকিটের দাম ৩ সেন্ট, তা দিয়ে সাধারণ চিঠি পাঠানো যায় । হলুদ রংয়ের ডাকটিকিটের দাম ৫ সেন্ট, তা দিয়ে রেজিস্ট্রী চিঠি পাঠাতে পারতেন লোকেরা । তা থেকেও প্রমানিত হয়েছে যে, প্রাচীনকালে চীনের রাজপরিবারের বিশেষ রং ।
চীনারা সাধারণত এই প্রথম প্রকাশিত ডাকটিকিটকে বলে শুল্ক মহা ড্র্যাগন, অথবা ড্র্যাগন ডাকটিকিট । উল্লেখ্য যে, ছিং রাজবংশের প্রকাশিত ডাকটিকিট প্রায় সবই ড্র্যাগনের ছবি । কারণ ড্র্যাগন হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা অর্থাত্ সর্বোচ্চ প্রশাসকের প্রতীক । এখন শত বছর পার হয়েছে, এই ডাকটিকিটের দাম আর হিসাব করা যায় না ।
|