v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-02-02 18:26:03    
সংগীতকার--লি সুয়াং চিয়াং

cri
    আজকের অনুষ্ঠানে আমি চীনের একজন খুবই বিখ্যাত গায়ককে পরিচিত করতে চাই। তাঁর নাম হচ্ছে লি সুয়াং চিয়াং। তাঁর নাম গত শতাব্দীর ৭০-এর দশকে প্রায় সকল চীনার কাছে সুপরিচিত হয়। ১৯৬৩ সালে লি সুয়াং চিয়াং চীনের কেন্দ্রীয় সংগীত বিশবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পেয়েছেন। তারপর তিনি সিন চিয়াং সামরিক অঞ্চলে গায়ক হিসেবে চাকরি শুরু করেন ।

    সিন চিয়াং চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অপস্থিত। সেখানে উইগুর, কাজাখ ইত্যাদি সংখ্যালঘুজাতি বসবাস করে। সেখানে চমত্কার জাতীগত সংস্কৃতি আছে। এখন আমরা একসংগে লি সুয়াং চিয়াংয়ের একটি সুন্দর গান শুনবো। এই গান হলো সিন চিয়াং উইগুর জাতির একটি লোকগীতি। গানের নাম হলো (তা বান শহরের মেয়ে)। গানে একজন যুবক তার প্রিয়ার প্রশংসা এবং নিজের ভালোবাসা বর্ণনা করেছে।

    গত শতাব্দীর ৮০'র দশক থেকে লি সুয়াং চিয়াং গান গাওয়ার পাশাপাশি ১৯৯৪ সালে মুক্তি বাহিনী শিল্পকলা বিশবিদ্যালয়ের সংগীত বিভাগের পরিচালক নিযুক্ত হন। তিনি নতুন সংগীত প্রতিভাদের শিক্ষাদানের জন্যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। আজকের অনুষ্ঠান শেষ হবার আগে আপনাদের জন্যে লি সুয়াং চিয়াংয়ের আরেকটি গান শোনাবো। তার নাম হচ্ছে (সুন্দর মেয়ে)গানের কথা হলো:

    আমি বিভিন্ন ধরনের সুন্দরী দেখেছি,

    কিন্তু আমার মনে শুধু তুমি সবচেয়ে আকর্ষনীয়।

    তুমি সকালের সূর্যের মতো খুবই তাজা ।