৩১ তারিখে ট্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট রিচাদস ও প্রধানমন্ত্রী মান্নিং পোর্ট অফ স্পেনে সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট চেং ছিং হোংয়ের সংগে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে রিচাদস বলেছেন, ট্রিনিদাদ ও টোবাগোরআর চীন বহু বছরের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক বজায় রাখা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, দু'দেশের অর্থনৈতিক ও বানিজ্যিক সহযোগিতা দ্রুতভাবে বাড়ানো হয়েছে, সার্থক উন্নয়নের প্রবনতা দেখা দিয়েছে। তিনি আরো বলেছেন, ট্রিনিদাদ ও টোবাগোরসরকার চীনের সংগে তার আরো মুজবুত সম্পর্কেরসে উন্নয়নে সচেষ্ট, এবং তার জন্যে চীনের সংগে মিলিত প্রচেষ্টা করতে চায়।
মান্নিং আর চেং ছিং হোংয়ের মধ্যে সাক্ষাত্কালে, দু'পক্ষ দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও আন্তর্জাতিক আর আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে, এবং এক মত হয়েছে। দু'পক্ষ আশা করে, দু'দেশের সরকার, পার্টি, সংসদ প্রভৃতি ক্ষেত্রের আদান-প্রদান বজায় রাখা হবে, তাতে সমঝোতা, অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক উন্নত হবে, পারস্পরিক স্বার্থ ও উভয়ের সম্মানবিজয় বাস্তবায়িত হবে। মান্নিং আরও বলেছেন, ট্রিনিদাদ ও টোবাগোরসরকার এক চীন নীতিতে দৃঢ়ভাবে অবিচল থাকবে। চেং ছিং হোং তার প্রশংসা করেছেন।
চেং ছিং হোং বলেছেন, চীনের সরকার ট্রিনিদাদ ও টোবাগোরসংগে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়, এবং আশা করে গত ৩০ বছরে দু'দেশের সম্পর্ক ভালো উন্নয়নের ভিত্তিতে, অব্যাহতভাবে দু'দেশের পারস্পরিক উপকারিতার বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক উন্নত হবে।
|