|
 |
(GMT+08:00)
2005-02-01 09:24:39
|
বাংলাদেশের সেরা সাফল্য
cri
একই সিরিজে টেস্ট ও একদিনের সিরিজ জয় ক্রিকেটে বাংলাদেশের নিঃসন্দেহের সেরা সাফল্য ।শক্তিশালী ভারতকে হারানোর মধ্যদিয়ে গত মাসের শেষ সপ্তাহে শুরু হয়েছিল বাংলাদেশের বিজয় অভিযান। গত ১০ জানুয়ারী জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৬ রানের বড় ব্যবধানে ঐতিহাসিক টেস্ট জয়ের মাধ্যমে বঙ্গসার্দুল্যরা আরো উজ্জীবিত হয়ে ওঠে।তাতেন্দা তাইবুরর দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের জিতে টেস্টের পর একই সিরিজে স্মরণীয় ওয়ানডে সিরিজে সাফল্য অর্জন করে। এ জয় ছিল বীরের মত। ২-২ ড্র নিয়ে কাল শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। এই সিরিজ প্রথম চার ম্যাচে টস জয় খেলার ভাগ্য নির্ধারণ করলেও গতকাল তার চিত্র ছিল বিপরীত। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে টসে হারার পর জিম্বাবুয়েকে ১৯৮ রানে অল আউট করে বাংলাদেশ সিরিজ জেতার প্রাথমিক কাজটি সম্পন্ন করে।
|
|
|