চীনের কেন্দ্রীয় অর্থ পরিচালনা গ্রুপের কার্যালয়ের উপ-প্রধান ছেন সি ওয়েন ৩১ তারিখে পেইচিংয়ে বলেছেন, চীনের সাম্প্রতিক দুই বছরে প্রবর্তিত কৃষকদের ভরতুকি দেয়ার নীতি বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার সময়ে চীনের দেয়া প্রতিশ্রুতির প্রতিকূল নয়।
ছেন সি ওয়েন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত তথ্য জ্ঞাপন সভায় এই কথা বলেছেন। তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার সময়ে চীন এই প্রতিশ্রুতি দিয়েছে যে, কৃষি দ্রব্যের উপর "হলুদ বাক্সনীতি"তে কৃষকদেরকে দেয়া ভরতুকি কৃষি উত্পাদনের মোট মূল্যের ৮.৫ শতাংশের নীচে থাকতে হবে। সাম্প্রতিক দুই বছরে চীন সরকার কৃষকদের জন্য কিছু নীতিমূলক ভরতুকি দিয়েছে, কিন্তু তা ৮.৫ শতাংশের অনেক নীচে। তাই বলে এই নীতিগুলো প্রতিশ্রুতির প্রতিকূল নয়।
|