v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-31 14:43:24    
পাঠ ৮

cri
বাক্যঃ

১। 今   天 几 号?

      Jīn  tiān  jǐ   hào

     আজ কয় তারিখ?

২। 二 月 四 号。

      Èr  yuè  sì  hào

     ৪ঠা ফেব্রুয়ারী।

৩। 明    天   星   期 几?

     Míng tiān xīng  qī   jǐ

    আগামীকাল কি বার?

৪। 明    天   星  期 天。

     Míng tiān xīng qī   tiān

    আগামীকাল রবিবার।

৫। 昨 天 是 星 期 五 吗?

     zuó tiān shì xīng  qī   wǔ ma

     গতকাল কি শুক্রবার ছিলো?

৬। 不 是 星 期 五,是 星 期 六。

      bú shì  xīng qī  wǔ     shì  xīng qī  liù

      শুক্রবার নয়, শনিবার।

নতুন শব্দঃ

前天 qián tiān    গতপরশু

昨天 zuó tiān    গতকাল

今天 Jīn tiān     আজ

明天 Míng tiān আগামীকাল

后天 hòu tiān    পরশু

星期 xīng qī      সপ্তাহ

月      yuè           মাস

年      nián          বছর

ব্যাখ্যাঃ

    চীনা ভাষায় সংখ্যা গুণা সহজ নিয়ম আছে। বাংলার মতো ১০ এর পর থেকে প্রতিটি সংখ্যার আলাদা নাম নেই। যেমন, চীনা ভাষায় এগারো হচ্ছে দশ-এক অর্থাত্ (十一), বারো হচ্ছে দশ-দুই অর্থাত্ (十二) , বিশ হচ্ছে দুই-দশ অর্থাত্ (二十), তিরিশ হচ্ছে তিন-দশ অর্থাত্ (三十) , পয়ঁত্রিশ হচ্ছে তিন-দশ-পাঁচ অর্থাত্ (三十五)।

    চীনে দুটি বর্ষপঞ্জি চলে। একটা হলো সৌর বর্ষপঞ্জি, আরেকটা হলো চান্দ্র বর্ষপঞ্জি। সরকারীভাবে সৌর বর্ষপঞ্জি মেনে চলা হয়। অন্যান্য দেশের মতো চীনে বছরে জানুয়ারী থেকে ডিসেম্বার পর্যন্ত বারটি মাস আছে। বসন্ত, গ্রীষ্মকাল, শরত্কাল এবং শীত্কাল এই চারটি ঋতু আছে।

    জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ এপ্রিল প্রভৃতি মাসকে চীনা ভাষায় (一月) , (二月) , (三月) , (四月) এভাবে বলা যায়।

    রবিবার অর্থাত্ (星期天) ছাড়া অন্য ছ'দিনের নাম বলার সময় যথাক্রমে এক থেকে ছয় পর্যন্ত যোগ করলেই হবে। যেমন, সপ্তাহ-এক অর্থাত্ (星期一) মানে সোমবার। সপ্তাহ-দুই অর্থাত্ (星期二) মানে মঙ্গলবারএভাবে সপ্তাহ-ছয় অর্থাত্ (星期六) মানে শনিবার ।

    চীনাদের কথা বলার নিজস্ব নিয়ম আছে, আমরা সাধারণতঃ তারিখ বলার সময় বছর, মাস , তারিখ , তারপর বার বা সকাল ও বিকাল, এই ভাবে ক্রমে ক্রমে বলি। ঠিকানা ব্যাখ্যা করার সময়ও দেশ , প্রদেশ, শহর, রাস্তা, সংস্থার নাম এই ভাবে ক্রমে ক্রমে বলি। ঠিক বাংলা ভাষার উল্টো।