ইরাকের সাধারণ নির্বাচনের ভোটদান আজকে অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সময় ৭টায়, ইরাকের বিভিন্ন অঞ্চলের ভোটাররা নির্বাচন কেন্দ্রে প্রবেশ করেছেন।ইরাকের অস্থায়ী সরকারের প্রেসিডেন্ট গাজি আল-ইয়াভার প্রথম দলের একজন ভোটার হিসেবে বাগদাদের সবুজ অঞ্চলের নির্বাচন কেন্দ্রে ভোটদানে অংশ নিয়েছেন।
কর্মসূচি অনুযায়ী ইরাকের প্রবাসী-ইরাকীদের ভোটদানের কাজ ২৮ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে শেষ হবে।
এবার নির্বাচনে ২৭৫টি পদসম্পন্ন ইরাকের অন্তর্বর্তীকালীন পরিষদ নির্বাচিত হবে। তারপর অন্তর্বর্তীকালীন পরিষদ দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন হবে।
সাধারণ নির্বাচন স্বাভাবিকভাবে অনুষ্ঠানের জন্যে ইরাকে অন্তর্বর্তীকালীন সরকার সান্ধ্য আইন ইত্যাদি নিরাপত্তা উপায় অবলম্বন করেছে। তা সত্ত্বেও, ইরাকের সাধারণ নির্বাচন শুরু হবার প্রায় ২ ঘন্টায় বাগদাদে ২০টিরও বেশী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন।
ইরাকস্থ মার্কিন বাহিনী ৩০ তারিখে ঘোষণা করেছে, তারা আগের দিন ইরাকস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপর আক্রমণ করা ৭ জন সন্দেহজনক ইরাকীকে গ্রেফতার করেছে। এবার হামলায় কমপক্ষে ২ জন মার্কিন জনগণ নিহত হয়েছেন, ৪ জন আহত হয়েছেন।
ইরাকের উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৯ তারিখে প্রত্যেক সপ্তাহের বেতার ভাষণ দেয়ার সময়ে বলেছেন, ইরাকের সাধারণ নির্বাচন শেষ হবার পর ইরাকস্থ মার্কিন বাহিনী ইরাকে মোতায়েন থাকবে।
|