v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-28 19:31:02    
২২ই--২৮শ জানুয়ারী

cri
১. সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হু চিনথাও পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, কমিউনিস্ট পার্টির অগ্রণী ভূমিকা জোরদার করা এবং পার্টির রাষ্ট্রপরিচালনার দক্ষতা উন্নততর করার জন্য অতি অবশ্যই ব্যাপকতম জনসাধারণের মৌলিক স্বার্থ সুরক্ষা করতে হবে ।

পার্টির পলিট-ব্যুরোর তত্ত্বচর্চার একটি বৈঠকে সভাপতিত্ব করার সময়ে হু চিনথাও বলেছেন, কমিউনিস্ট পার্টির অগ্রগামী ভূমিকা গঠনের কাজ আর পার্টির রাষ্ট্রপরিচালনার দক্ষতা উন্নততর করার কাজ ঘনিষ্ঠভাবে সমন্বিত করতে হবে , সর্বসাধারণের জন্য পার্টির গঠনকাজ ও রাষ্ট্রপরিচালনার নীতিকে বিভিন্ন কাজকর্মে বাস্তবায়িত করতে হবে, জনগণের জীবনযাত্রায় যা যা অসুবিধা, তা সমাধানের জন্য অবশ্যই তাঁদের সাহায্য করতে হবে , জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার আচরণের বিরোধিতা ও তা সংশোধন করতে হবে ।

২. ২১ তারিখে পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও আর জাতীয় গণকংগ্রেসের চেয়ারম্যান উ পাংকুও আলাদা আলাদাভাবে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্টিনের সংগে সাক্ষাত করেছেন ।

প্রেসিডেণ্ট হু চিনথাও বলেছেন, বর্তমানে চীন-ক্যানাডা সম্পর্কের বিকাশের প্রবনতা বেশ ভাল । চীনপক্ষ তাইওয়ান সমস্যায় ক্যানাডা সরকারের এক চীন নীতিতে অবিচল থাকার প্রশংসা করে । চীনপক্ষ ক্যানাডার সংগে একত্রে সার্বিকভাবে অংশীদারী সম্পর্ক জোরদার করার অব্যাহত প্রয়াস চালাতে ইচ্ছুক ।

উ পাংকুও বলেছেন, চীনের জাতীয় গণকংগ্রেস ক্যানাডার সংসদের সংগে সহযোগিতা সুগভীর করা এবং সার্বিক সহযোগিতার অংশিদারী সম্পর্ক উত্তরোত্তর সামনে এগিয়ে নিয়ে যেতে চায় ।

ক্যানাডার প্রধানমন্ত্রী মাটিন চীনের সংগে দীর্ঘমেয়াদী অংশিদারী সম্পর্ক স্থাপন করা এবং ব্যাপক সহোযোগিতা চালানোর আশা প্রকাশ করেছেন । তিনি জোর দিয়ে বলেছেন, ক্যানাডা একচীন নীতি অনুসরণে অবিচল থাকবে ।

৩. ২৬ তারিখ রাতে, ইরাকে মুক্তিপ্রাপ্ত ৮জন চীনা নাগরিক নিরাপদে যার যার বাড়িতে ফিরে গিয়েছেন। ৮জন নাগরিকের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা ভালো।

এই ৮জন চীনা নাগরিক ব্যক্তিগত উদ্যোগে ইরাকে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ছিলেন। এই মাসের মাঝামাঝি তাঁরা ইরাক ত্যাগ করে জর্দানে যাওয়ার সময়ে অপহৃত হন।

৪. চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রখোং ছুয়েন ২৭ তারিখে বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ২৬ তারিখে বেইজিংয়ে সমাপ্ত চীন -- আসিয়ান ভূমিকম্প ও সুনামি সতর্কতা সেমিনার হলো এক সাফল্যমন্ডিত অধিবেশন।

খোং ছুয়েন বলেছেন, এ বারকার অধিবেশনে চীন আর আসিয়ান এবং অনেক আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞরা এই অঞ্চলে সম্পুর্ণ সুনামির পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থার প্রতিষ্ঠা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন, এবং "ভূকম্প ও সুনামির পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থার প্রযুক্তিগত প্ল্যাটফরম প্রতিষ্ঠার নির্বাহী পরিকল্পনা" প্রকাশ করেছেন। এই পরিকল্পনায় অন্তর্ভূক্ত রয়েছে ভারত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলে সুনামির পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা স্থাপন, এশিয় অঞ্চলে ভুকম্পের পূর্বাভাস নেটওয়ার্ক স্থাপন, বিভিন্ন দেশের প্রযুক্তি এবং তথ্য বিনিময় দ্রুত করা প্রভৃতি বিষয়বস্তু।

খোং ছুয়েন বলেছেন, চীন প্রযুক্তিগত সমর্থন, জনশক্তির প্রশিক্ষণ, তথ্য সরবরাহ প্রভৃতি ক্ষেত্রে এই নির্বাহী পরিকল্পণা বাস্তবায়নের জন্য নিজের প্রয়াস এবং অবদান রাখবে।

৫. ইউরোপীয় সংসদের স্পীকার জোসেপ বোরেল্ ২৬ তারিখে ব্রাসেলসে সফররত চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক যোগাযোগ দফতরের মন্ত্রী ওয়াং চিয়া রুইয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু পক্ষ চীন ও ইউরোপের সম্পর্ক এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি প্রভৃতি অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেছেন।

 বোরেল বলেছেন, ইউরোপ ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের শ্রেষ্ঠ যুগে আছে। ইউরোপ ও চীনের সম্পর্ক গভীরভাবে উন্নয়ন করা দু'পক্ষের স্বার্থের সঙ্গে সংগতিপুর্ণ , এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার জন্যে প্রয়োজনীয়ও বটে। তিনি বলেছেন, ইউরোপীয় সংসদ আগের মতো ভবিষ্যতেও এক চীনের অধিষ্ঠানে অবিচল থাকবে, চীনের শান্তিপূর্ণ পুনরেকীকরণব্রতকে সমর্থন করবে।

ওয়াং চিয়া রুই জোর দিয়ে বলেছেন, চীন সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বন্ধুত্বপুর্ণ সহযোগিতা উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দেয়, ইউরোপীয় সংসদ এবং ই ইউর বিভিন্ন সংস্থার সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে চীন ও ইউরোপের সার্বিক রণনৈতিক অংশীদারি সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

৬. ২৪ তারিখে নয়া দিল্লীতে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ দা ওয়েই ও ভারতের পররাষ্ট্রসচিব শিয়ান সারান দু'দেশের প্রথম রণনৈতিক সংলাপ চালিয়েছেন, দু'পক্ষ উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছে এবং ব্যাপক মতৈক্যে পৌঁছেছে ।

দু'পক্ষ বৈঠকে নিজ নিজ দেশের কূটনৈতিক নীতি বর্ণনা করেছে এবং পারস্পরিক সমঝোতা বাড়িয়েছে । দু'পক্ষ চীন-ভারত সম্পর্ক নিয়ে মত বিনিময় করেছে এবং মিলিত প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন পর্যায়ে উন্নীত করতে রাজী হয়েছে ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর শিং একইদিন বিকেলে উ দা ওয়েই এবং তাঁর প্রধান সফরসংগীদের সংগে সাক্ষাত্ করেছেন । তিনি দু'দেশের প্রথম রণনৈতিক সংলাপের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং উল্লেখ্য করেছেন যে,চীন ও ভারতের শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে রণনৈতিক দিক থেকে দু'দেশের সম্পর্ক উন্নত করা উচিত।

ভারত জলোচ্ছ্বাসে গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় উ দা ওয়েই চীনের সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন ।

৭. ভারতের পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মাহারাষ্ট্র রাজ্যে ২৫ তারিখ দুপুরে একটি বিরাট ধর্মীয় সমাবেশে খুব ভিড় হবার দরুণ পদদলিত হয়ে ৩০০ জনেরও বেশী লোক প্রাণ হারিয়েছে এবং কয়েকশো লোক আহত হয়েছে।

পুলিশের কথা উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, রাজ্যটির রাজধানী মুম্বাই থেকে ২৫০ কিলোমিটারের দক্ষিণ-পশ্চিমে সাতারা শহরের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটার সময়ে প্রায় ২ লক্ষ লোক একটি মন্দিরের কাছে একটি বিরাট ধর্মীয় সমাবেশ করছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, মন্দিরের কাছে একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে বলে মানুষেরা ভয়ে দিক -বিদিক জ্ঞানশূণ্য হয়ে এদিক-ওদিক ছুটোছুটি করলে ও ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু।

৮. ২২ তারিখে ভারতের স্থলবাহিনীর সেনাপ্রধান নির্মল চন্দ্র বিজ ১৮ তারিখে ও ২০ তারিখে সংঘটিত যুদ্ধবিরতি লংঘনের দুটি ঘটনা প্রসংগে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেছেন, গুলিবর্ষণের ঘটনা খুবই নগণ্য । অনেকের ধারণা , তিনি সংযমের সংগেই তা হাল্কাভাবে বর্ণনা করেছেন ।

ভারতের এশিয় বার্তাসংস্থার খবরে প্রকাশ , বিজ বলেছেন, প্রকৃত অবস্থা স্পষ্টভাবে প্রমাণিত হবার আগে কোনো অবিবেচিত সিদ্ধান্ত নেয়া উচিত নয় । অবস্থা স্পষ্ট জানার জন্য বেশ কয়েক দিন তদন্ত চালাতে হবে ।

বিজ চলতি মাসের শেষ দিকে অবসর নেবেন । তার আগে তিনি কাশ্মীর সফর করছেন , এটা তাঁর " বিদায়ী সফর "। এই সফর শেষ করার আগে তিনি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, যুদ্ধবিরতি লংঘনের ঘটনা সংঘটিত হবার পর ভারতীয় বাহিনী যে সংযমের মনোভাব অবলম্বন করেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ । তিনি মনে করেন , যেহেতু যুদ্ধবিরতি চুক্তি ইতিমধ্যেই বলবত্ হয়েছে, সেইহেতু ভারত ও পকিস্তান উভয়ের উচিত এই চুক্তি পুরোপুরি সম্মান করা ।

১৯ তারিখে ভারতের এশীয় বার্তা সংস্থার খবর অনুযায়ী , অন্তত ১৩টি ভারী মর্টারের গোলা ১৮ তারিখ সন্ধ্যায় ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এলাকার দুর্গা চৌকির কাছে পড়েছে ।

৯. ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইউশেনকো ২৩ তারিখ দুপুর ১২ টায় রাজধানী গিয়েভে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন ।

ইউশেনকো শপথগ্রহণ অনুষ্ঠানে বলেছেন, ভবিষ্যতে তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষা করার জন্যে যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন । রাষ্ট্রের সমৃদ্ধি ও জনগণের সুখশান্তি এবং নাগরিকদের অধিকার ও মুক্তি সুনিশ্চিত করবেন , সংবিধান মেনে চলবেন , দায়িত্ব সম্পাদন করবেন এবং আন্তর্জাতিক সমাজে ইউক্রেনের মর্যাদা উন্নত করবেন ।

ইউক্রেনের সাবেক রাষ্ট্রীয় নেতারা, বিভিন্ন দলের সংসদ সদস্যরা এবং কয়েক ডজন দেশের প্রতিনিধিরা ইউশেনকোর প্রেসিডেন্ট শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অন্য খবরে জানা গেছে, ইউশেনকো একইদিনে গিয়েভে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের বিশেষ দূত, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লু ইয়োং সিয়াংয়ের সংগে সাক্ষাত্ করেছেন এবং ইউক্রেনের একচীন নীতি অনুসরণ করার কথা আরেকবার উল্লেখ করেছেন ।

১০. ইস্রাইল ২৬ তারিখে ঘোষণা করেছে যে, ফিলিস্তিন পক্ষের যুদ্ধ-বিরতির প্রয়াসের জবাবে একই দিন ভোর রাত থেকে ফিলিস্তিনের সশন্ত্র ব্যক্তিদের ওপর তত্পরতা স্থগিত রাখবে ।

ইস্রাইলের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এ সিদ্ধান্ত ফিলিস্তিন পক্ষকে জানানো হয়েছে।

এ কর্মকর্তা আরো বলেছেন, ফিলিস্তিন পক্ষ উত্তর গাজায় কয়েক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে। উত্তর গাজার নিরাপত্তা পরিস্থিতি কিছু মাত্রায় নিয়ন্ত্রণে এসেছে।

অন্য খবরে জানা গেছে, ফিলিনস্তিনের সশস্ত্র ব্যক্তিরা ২৬ তারিখ ভোর রাতে ইস্রাইলের দক্ষিণ দিকে দু'টি রকেট বোমা নিক্ষেপ করেছে। কিন্তু কেউ হতাহত হয় নি। এ খবর পাওয়া পর্যন্ত কোনো সংস্থা হামলাটির দায়িত্ব স্বীকার করে নি।

১১. ২৫ তারিখে প্রকাশিত জাতি সংঘের একটি রিপোর্টে বলা হয়েছে , ২০০৫ সালে বিশ্বের অর্থনীতির বৃদ্ধি হার ২০০৪ সালের শতকরা ৪ ভাগের চেয়ে কিছুটা কমে শতকরা ৩.২৫ ভাগ হবে ।

রিপোর্টে অনুমান করা হয়েছে যে , যদিও তেলের দাম বাড়ানো আর অর্থনীতির অতিরিক্ত বৃদ্ধি এড়ানোর জন্য বিভিন্ন দেশের গ্রহণীয় নীতির নেতিবাচক প্রভাব বিশ্বের অর্থনীতির ওপর কিছুটা পড়বে , তবু ২০০৫ সালে সারা পৃথিবীতে অর্থনীতির উন্নয়নে সুষ্ঠু প্রবনতা বজায় থাকবে । চীন আর যুক্ত রাষ্ট্র এখনো বিশ্বের অর্থনীতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি । এর সংগে সংগে চীনের অর্থনীতির অনুপ্রেরনায় পূর্ব এশিয় অঞ্চলের বৃদ্ধি হার শতকরা ৬.৫-এ দাঁড়াবে ।

১২. মার্কিন সিনেট ২৬ তারিখে ৮৫-১৩ ভোটে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন্দোলিজ্জারাইসের নতুন মার্কিনপররাষ্ট্রমন্ত্রী নিয়োগ অনুমোদন করেছে। তিনি পদত্যাগী কোলিন পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন। রাইস মার্কিন ইতিহাসে প্রথম নিগ্রো নারী পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

এর আগে, সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি রাইসকে দেয়া প্রেসিডেন্ট বুশের মনোনয়ন অনুমোদন করেছে। তবে সিনেটের পূর্ণাংগ অধিবেশনে আংশিক ডেমাক্র্যাটিক পার্টির সাংসদ রাইসের মনোনয়নের ওপর ভোট পিছিয়ে দেয়ার অনুরোধ করেছেন। তাঁরা মনে করেন, যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধ বাঁধানোর ব্যাপারে রাইস মার্কিন জনগণকে প্রতারণা এবং ভ্রান্ত পথে চালিত করেছেন।

২৭ তারিখে রাইস আনুষ্ঠানিকভাবে নতুন পদে নিযুক্ত হয়েছেন।