v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-28 13:31:18    
চীনের অতীতের জাতীয় বিকলাঙ্গ গেমস

cri
    বর্তমানে চীনে নানা ধরনের ছয় কোটি বিকলাঙ্গ আছেন , এই সংখ্যা সারা দেশের জনসংখ্যার প্রায় শতকরা ৫ ভাগ ,এরা হচ্ছেন এক বিশাল ভাগ্যহত জনগোষ্ঠী।

    বিকলাঙ্গদের ক্রীড়া হচ্ছে চীনের বিকলাঙ্গ ব্রতের একটি গুরুত্বপূর্ণ উপায়গুলোর অন্যতম ।

    চীনের প্রথম বিকলাঙ্গ গেমস ১৯৮৪ সালে আয়োজনের পর , পরপর আরো চার বার অনুষ্ঠিত হয়েছে । কিছু দিন আগে শাংহাইয়ে পঞ্চম বিকলাঙ্গ গেমস আয়োজিত হয়েছে ।১৯৯২ সাল থেকে ,চীনের জাতীয় বিকলাঙ্গ গেমস প্রতি চার বছরে এক বার অনুষ্ঠিত হয়, এবং এটা চীন গণ প্রজাতন্ত্রের বিকলাঙ্গদের নিরাপতা বিধান আইনে স্বীকার করা হয়েছে ।

    প্রথম জাতীয় বিকলাঙ্গ গেমস ১৯৮৪ সালে পূর্ব চীনের আনহুই প্রদেশের হোফেই শহরে অনুষ্ঠিত হয়েছে । চীনের বিভিন্ন প্রদেশ, কেন্দ্র-শাসিত মহানগর এবং হংকং অঞ্চলের খেলোয়াড়রা সে বারের গেমসে অংশ নিয়েছিলেন ।

    দ্বিতীয় জাতীয় বিকলাঙ্গ গেমস ১৯৮৭ সালে উওর চীনের হোপেই প্রদেশের থাংশান শহরে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াবিদরা দৌড় ঝাঁপ নিক্ষেপ , সাঁতার , হুইল-চেয়ার বাস্কেট-বল ,হুইল-চেয়ারের গতি প্রতিযোগিতা , টেবিল-টেনিস এই পাঁচটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ,মোট ছয়টি বিশ্ব বিকলাঙ্গ গেমসের রেকর্ড ভংগ করেছেন , প্রায় ২০০টি চীনের জাতীয় বিকলাঙ্গ গেমসের নূতন রেকর্ড সৃষ্টি করেছেন।

    ১৯৯২ সালে চীনের দক্ষিণাংশের উপকূলবর্তী কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরে চীনের তৃতীয় জাতীয় বিকলাঙ্গ গেমস অনুষ্ঠিত হয়। তাইওয়ানের প্রতিনিধিরা সহ প্রায় ২০০০ জন খেলোয়াড় , ক্রীড়াপ্রশিক্ষক এবং কর্মকর্তা সেই গেমসে অংশ নিয়েছিলেন । আরো প্রায় ২০০০ লোক খেলা দেখতে গিয়েছিলেন । সেবারের গেমসে দৌঁড় ঝাঁপ নিক্ষেপ, সাঁতার ,টেবিল-টেনিস ,শুটিং ,ভারুতোলন এবং হুইল-চেয়ার বাস্কেট-বল এই ছয়টি ইভেন্ট ছিলো । প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অন্ধ,কালা আর পঙ্গু।

    চতুর্থ জাতীয় বিকলাঙ্গ গেমস ১৯৯৬ সালে উওর -পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে অনুষ্ঠিত হয়েছে । এই বারের গেমসে দৌঁড় ঝাঁপ নিক্ষেপ, সাঁতার ,টেবিল-টেনিস ,শুটিং ,ভারুতোলন ,অন্ধ জুডো, হুইল-চেয়াল বাস্কেট-বল ,অন্ধ ক্রোকেই এই আটটি বড় বিভাগ এবং প্রায় ৪০০টি ছোট ইভেন্ট ছিলো । খেলোয়াড়দের বিভিন্ন ধরনের অংগ-বৈকল্যের অবস্থা বিবেচনা করে ছিন্ন-অঙ্গ,মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত,অন্ধ,কালা এবং অন্যান্য বিকলাঙ্গ ভাগ করা হয়েছে ।

    চলতি বছরের ৬ই থেকে ১৪ই মে পর্যন্ত চীনের পঞ্চম জাতীয় বিকলাঙ্গ গেমস অনুষ্ঠিত হয়েছে।এই বারের গেমসে দৌঁড় ঝাঁপ নিক্ষেপ, সাঁতার ,টেবিল-টেনিস ,শুটিং ,ভারুতোলন ,ব্যাডমিন্টন,অন্ধ জুডো ,হুইল-চেয়ার টেনিস ,অন্ধ ক্রোকেই,হুইল-চেয়াল বাস্কেট-বল ,আসনে বসে ভলিবল প্রভৃতি ১১টি ইভেন্ট ছিলো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অন্ধ ,কালা ,শারীরিক বিকলাঙ্গ এবং মানসিক প্রতিবন্ধী। এর মধ্যে মানসিক প্রতিবন্ধীরা প্রথম বারের মতো জাতীয় বিকলাঙ্গ গেমসে অংশ নিয়েছেন।

    চীনের ৩১টি প্রদেশ ,স্বায়ও শাসিত অঞ্চল,কেন্দ্র-শাসিত মহানগর এবং সিনজিয়াংয়ের উত্পাদন ও নির্মাণ সামরিক বাহিনী সহ হংকং ,ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকা এই বারের গেমসে প্রতিনিধি দল পাঠিয়েছে । গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড় ,ক্রিড়াপ্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংখ্যা প্রায় ৩০০০ জন লোক ।