চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রখোং ছুয়েন ২৭ তারিখে বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ২৬ তারিখে বেইজিংয়ে সমাপ্ত চীন -- আসিয়ান ভূমিকম্প ও সুনামি সতর্কতা সেমিনার হলো এক সাফল্যমন্ডিত অধিবেশন।
খোং ছুয়েন বলেছেন, এ বারকার অধিবেশনে চীন আর আসিয়ান এবং অনেক আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞরা এই অঞ্চলে সম্পুর্ণ সুনামির পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থার প্রতিষ্ঠা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন, এবং "ভূকম্প ও সুনামির পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থার প্রযুক্তিগত প্ল্যাটফরম প্রতিষ্ঠার নির্বাহী পরিকল্পনা" প্রকাশ করেছেন। এই পরিকল্পনায় অন্তর্ভূক্ত রয়েছে ভারত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলে সুনামির পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা স্থাপন, এশিয় অঞ্চলে ভুকম্পের পূর্বাভাস নেটওয়ার্ক স্থাপন, বিভিন্ন দেশের প্রযুক্তি এবং তথ্য বিনিময় দ্রুত করা প্রভৃতি বিষয়বস্তু।
খোং ছুয়েন বলেছেন, চীন প্রযুক্তিগত সমর্থন, জনশক্তির প্রশিক্ষণ, তথ্য সরবরাহ প্রভৃতি ক্ষেত্রে এই নির্বাহী পরিকল্পণা বাস্তবায়নের জন্য নিজের প্রয়াস এবং অবদান রাখবে।
|