চীনের শিক্ষা মন্ত্রী চৌ জি ২৭ তারিখ পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীন বরবরই গ্রামের বাধ্যতামূলক শিক্ষাকে গুরুত্ব দেয় । ভবিষ্যতে চীন অব্যাহতভাবে আরো বেশী অর্থ দিয়ে গ্রামাঞ্চল বিশেষ করে মধ্য-পশ্চিমাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ত্বরান্বিত করবে ।
চৌ জি বলেছেন , ২০০৪ সালে গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা খাতে চীনের কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ ছিল ১ হাজার কোটি ইউয়েন । এটা ২০০৩ সালের চেয়ে ৭২ শতাংশ বেড়েছে । মধ্য-পশ্চিম চীনের গ্রামাঞ্চলে বোর্ডিং বিদ্যালয়ের নির্মাণ , মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক স্কুলের পুরনো ঘরের পুনঃনির্মাণ গ্রামে উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক স্কুলের আধুনিক দূরপাল্লা শিক্ষা ইত্যাদি প্রকল্প সুষ্ঠুভাবে চলছে ।
চৌ জি বলেছেন , বর্তমানে মধ্য-পশ্চিম চীনের অল্প কয়েকটি অঞ্চলে ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষা প্রচলিত হয় নি । ২০০৭ সালের আগে এসব অঞ্চলে ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষা প্রচলনের কাজ সম্পন্ন করা হবে । এর সংগে সংগে , সরকার মধ্য-পশ্চিম চীনের গ্রামাঞ্চলে আরো বেশী আর্থিক সাহায্য দেবে এবং স্থানীয় শিক্ষার মান উন্নত করার প্রয়াস চালাবে ।
|