আজকের অনুষ্ঠানে , আমি আপনাদের কাছে প্রাচ্যের মুক্তা নামে একটি গান উপহার দেবো । এই গানের রচয়িতা হচ্ছেন চীনের তাইওয়ানের একজন সংগীতাকার, তার নাম লুও তা ইউ । তার গায়কও লুও তা ইউ । এই গানে দেশ-প্রেমিকদের মনের কথা বলা হয়েছে। তা প্রচারিত হবার পর , চীনের তাইওয়ান , হংকং আর মূল-ভূভাগে জনপ্রিয় হয়েছে । দশাধিক বছর পরও, এই গান আগের মতোই জনপ্রিয়।
গানের কথা হলো:
সমুদ্র আমার সংগে তোমাকে শুভেচ্ছা জানায ,
আমার মুখের রং কোনোদিন বদলাবে না ,
পাঁচ হাজার বছরের ইতিহাসে ,
তোমাকে সম্মান প্রদর্শন করি ।
|