এই গানের নাম হলো : প্রেমের অবদান ।
উনিশশো আটাশি সালে চীনের সংগীতকার হুয়াং চি সি আর লিউ সি চাও এই গান লিখেছেন । এই গানের কথা আর সুর খুবই সুন্দর । রচয়িতা গানের মাধ্যমে জনগণের মধ্যে আরো বেশী প্রেম, এবং একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ বিশ্ব আবিস্কার করার ইচ্ছা প্রকাশ করেছেন । চীনের গায়িকা ওয়েই য়ে এই গান গেয়েছেন । উনিশশো ঊননব্বই সালে এই গান প্রচারিত হয়েছে , এবং অচিরেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে ।
গানের কথা হলো :
এ যে প্রেমের আহ্ বান
এ যে প্রেমের পবিত্র রূপ্
এ যে বাসন্তী সমীরণ
সব খানে আছে আনন্দের ফুল
যদি সকলেই ভালোবাসে
তবে এই পৃথিবী হয়ে যাবে শান্তি-সুখের নীড় ।
|