চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ২৫ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত সংবাদসম্মেলনে সংবাদদাতার এক প্রশ্নের জবাবে বলেছেন, চীনের উপপরারাষ্ট্রমন্ত্রী উ তা -ওয়েই ২৪ তারিখে ভারতে ভারতপক্ষের সংগে যে প্রথম রণনৈতিক সংলাপ চালিয়েছেন তা একটি সাফল্যজনক সংলাপ ।
খোং ছুয়েন বলেছেন, চীন-ভারত সীমান্ত সমস্যা সমাধানের জন্যে ইতিমধ্যেই চার দফা আলাপ-পরামর্শ করেছে, চীন পক্ষ আশা করে , ভারতের সংগে মিলিত প্রচেষ্টা চালিয়ে যথাশীঘ্র ইতিহাস থেকে বর্তানো সমস্যার সমাধান করবে, যাতে দুদেশের সম্পর্ক সম্পূর্ণ নতুন ভিত্তিতে দ্রুততর গতিতে সামনে এগিয়ে যেতে পারে ।
|