চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়ান ২৫ তারিখে পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্রোর সাম্প্রতিক চীন সফর একটি ইতিবাচক তাত্পর্যসম্পন্ন সফর ।
খোংছুয়ান বলেছেন , সফরকালে স্ট্রো চীনের নেতাদের সংগে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন । দুপক্ষ সম্প্রতি দুদেশের সম্পর্কের দ্রুত উন্নতির উচ্চ মূল্যায়ন করেছে । দুপক্ষ সর্বসম্মতিক্রমে এই মত প্রকাশ করেছে যে , দুদেশের সম্পর্ক আর ইউরোপীয় ইউনিয়ানের সংগে চীনের সার্বিক রণনৈতিক অংশিদারিত্বের সম্পর্ক আরো উন্নয়ন করা হবে ।
তিনি আরো বলেছেন , চীনের বিরুদ্ধে অস্ত্র পরিবহনের নিষেধাজ্ঞা যতো তাড়াতাড়ি সম্ভব তুলে নেয়া উচিত বলে চীন পক্ষ স্পষ্টভাষায় উল্লেখ করেছে । এই নিষেধাজ্ঞা চীন-ইউরোপ সার্বিক রণনৈতিক অংশিদারী সম্পর্ক বিকাশের প্রবনতার সংগে খাপ খাচ্ছে না ।
চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিংয়ের আমন্ত্রনে স্ট্রো এ মাসের ২০ থেকে ২১ তারিখ পর্যন্ত চীন সফর করেছিলেন ।
|