v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-24 23:18:07    
পেইচিং শহরের কতকগুলো সংখ্যালঘুজাতির স্কুল

cri
    চীন ছাপান্ন জাতিসম্পন্ন একটি বহুজাতি দেশ । চিনের রাজধানী হিসেবে পেইচিং মহানগরী সমগ্র চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র । এখানে বহু সংখ্যালঘু জাতির লোকদের বাস । সংখ্যালঘুজাতির পড়াশুনার সুবিধের জন্য পেইচিং শহরের কতকগুলো প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে তাদের জন্য উপযোগী ক্লাস চালু রয়েছে । তা ছাড়া আরো কয়েকটি সংখ্যালঘুজাতি বিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়েছে ।

    পেইচিংয়ের হুই জাতি অধুষিত এলাকা ---নিউজে আবাসিক এলাকার পঞ্চাশ হাজারেরও বেশী অধিবাসীর মধ্যে শতকরা ২০ ভাগ্যেরও বেশী হুই জাতির লোক । এই আবাসিক এলাকায় দোকান , ব্যাংক , বাজার প্রভৃতি বিবিধ নিত্র প্রয়োজনীয় ব্যবস্থাদি রয়েছে । বাচ্চাদের পড়াশুনার জন্য একটি হুই জাতির প্রাথমিক স্কুল আছে । হুই জাতির প্রাথমিক স্কুলের বয়স সত্তর বছরেরও বেশি । প্রথমে কয়েকজন ইমাম স্কুলটি প্রতিষ্ঠা করেন । ১৯৪৯ সালে নয়া চিন প্রতিষ্ঠিত হবার পর ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমাগত বাড়া আর স্কুলের উন্নয়নের সংগে পুরানো ব্যবস্থা খাপ না খাওয়ার দরুন পেইচিং শহরের গণ সরকার অর্থ   বরাদ্দে স্কুলটির মেরামত ও সম্প্রসারনের কাজ চালানো হয়েছে । ম্যাদাম মি চুন লান বলেছেন ,স্কুলটিতে বাড়িঘরের মেঝের আয়তন ন' হাজার ৮ শ' বর্গ মিটারে দাঁড়িয়েছে । ১৪টি ক্লাসরুম পূর্ণাঙ্গ আধুনিক ব্যবস্থায় সজ্জিত হয়েছে । ৭ শ'রও বেশি ছাত্রছাত্রীর মধ্যে বেশির ভাগ হুই জাতি , মঙ্গোলিয় জাতি ও মান জাতির । পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থায় পড়াশুনার জন্য ছাত্রছাত্রীরা খুব আনন্দ বোধ করে ।

    স্কুলটিতে সাধারন পড়াশুনা ছাড়াও হস্তশিল্পজাত দ্রব্য তৈরী , সংখ্যালঘুজাতির নৃত্য , ক্রীড়া , বাদ্যযন্ত্র প্রভৃতি প্রশিক্ষণ কোর্সও চালু করা হয়েছে ।

    মা ইয়াং নামে তের বছর বয়স্ক হুই জাতির ছাত্র এই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ছে । সে সংবাদদাতাকে বলেছে , তার এ সব শিক্ষার কোর্স খুব ভাল লাগে । তাতে সে যেমন স্বজাতি ও অন্যান্য জাতির ঐতিহ্যিক সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কিত শিক্ষা পেয়েছে , তেমনি তার অনুশীলনের সামর্থ্যও উন্নত হয়েছে । সে বলেছে , হস্তশিল্প ক্লাসের মাধ্যমে আমার অনুশীলনের সামর্থ্য অনেক উন্নত হয়েছে । সে সংবাদদাতাকে জানিয়েছে , সে ক্রীড়া ক্লাস খুব পছন্দ করে । মঙ্গোলিয় জাতির বৈশিষ্ট্যসম্পন্ন কুস্তি শেখার ফলে তার বুদ্ধি আরো বেশি হয়েছে এবং তার শরীর আরো শক্তিশালী হয়েছে ।

    মা ইয়াংয়ের মা হো চি হোং তার ছেলে প্রসংগে বলেছেন ,স্কুলে সে যেমন সংখ্যালঘুজাতির হস্তশিল্পজাত দ্রব্য তৈরীর জ্ঞান ও কৌশল শিখে নিয়েছে , তেমনি তার চেতনাও অনেক উন্নত হয়েছে । সে অন্যদের আর অন্যান্য জাতির আচার ব্যবহারের প্রতি মর্যাদা প্রদর্শন করে ।

    নিউজে আবাসিক এলাকায় হুই জাতির একটি প্রাথমিক স্কুল ছাড়াও আরেকটি মাধ্যমিক স্কুল আছে । এই মাধ্যমিক স্কুলের বয়স পঞ্চাশাধিক বছর । হুই জাতির মাধ্যমিক স্কুল নিম্ন ও উচ্চ দুই ভাগে বিভক্ত । এই দুই ভাগের ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় দু হাজার । এদের মধ্যে শতকরা ৪০ ভাগ হুই জাতি , মঙ্গোলিয় জাতি আর মান জাতির ছাত্রছাত্রী ।

    এই স্কুলের দায়িত্বশীল ব্যক্তি ইউ হোন উ সংবাদদাতাকে বলেছেন , গত দশ বছরে স্কুলটির শিক্ষার ব্যবস্থা আর ক্যাম্পাসের পরিবেশের পুনর্গঠনের জন্য পেইচিং শহরের গণ সরকার প্রাঙ ৫ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করেছে । তা ছাড়া নেটওয়ার্কে আধুনিক শিক্ষা ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে ।

    যে সব শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রী স্কুল থেক দূরে থাকেন , তাদের থাকার অসুবিধা কাটিয়ে উঠার জন্য স্কুলে পরিপাটি আধুনিক শিক্ষক ও ছাত্রছাত্রী হোষ্টেল নির্মাণ করা হয়েছে । হোষ্টেল এয়ার কন্ডিশনার , টেলিভিশন , টেলিফোন আর বাথরুমে সজ্জিত ।

    কাজাখ জাতির ছাত্রী সাইলা এ বছর উচ্চ মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হবে । নিজের স্কুল সম্পর্কে বলতে গিয়ে সে বলেছে , গত ছ' বছরে আমি হুই জাতির মাধ্যমিক স্কুলে লেখাপড়া আর জীবনযাপন করেছি । শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রীরা আমার প্রতি খুব যত্ন নেয় । শ্রেণীতে আমার শিক্ষার ফলাফল সবসময় প্রথম সারিতে রয়েছে ।

    এ পর্যন্ত এই স্কুল থেকে ৪০ হাজারেরও বেশী স্নাতকের মধ্যে বেশির ভাগ চীনের সংখ্যালঘুজাতির শিক্ষা, ধর্ম , বিজ্ঞান ও প্রযুক্তি আর স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে যোগ্য কর্মীতে পরিণত হয়েছেন । তাদের মধ্যে কেউ কেউ ধর্মীয় মহলের সুধী ব্যক্তিতেও পরিণত হয়েছেন ।