 ২৪ তারিখে নয়া দিল্লীতে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ দা ওয়েই ও ভারতের পররাষ্ট্রসচিব শিয়ান সারান দু'দেশের প্রথম রণনৈতিক সংলাপ চালিয়েছেন, দু'পক্ষ উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছে এবং ব্যাপক মতৈক্যে পৌঁছেছে ।
দু'পক্ষ বৈঠকে নিজ নিজ দেশের কূটনৈতিক নীতি বর্ণনা করেছে এবং পারস্পরিক সমঝোতা বাড়িয়েছে । দু'পক্ষ চীন-ভারত সম্পর্ক নিয়ে মত বিনিময় করেছে এবং মিলিত প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন পর্যায়ে উন্নীত করতে রাজী হয়েছে ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর শিং একইদিন বিকেলে উ দা ওয়েই এবং তাঁর প্রধান সফরসংগীদের সংগে সাক্ষাত্ করেছেন । তিনি দু'দেশের প্রথম রণনৈতিক সংলাপের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং উল্লেখ্য করেছেন যে,চীন ও ভারতের শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে রণনৈতিক দিক থেকে দু'দেশের সম্পর্ক উন্নত করা উচিত ।
ভারত জলোচ্ছ্বাসে গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় উ দা ওয়েই চীনের সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন ।
|