v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-21 20:56:41    
লি শিয়াও ফেং

cri
    লি শিয়াও ফেং চীনের লি পরিআরের পঞ্চম প্রজন্মের জিমন্যাস্ট।যখন তাঁর বয়স শুধু ৬ ,তখন তিনি হু নান প্রদেশের ছাংশা শহরের ক্রিড়া স্কুলে জিমন্যাস্টিকসের চর্চা শুরু করেন ।বারো বছর বয়সে তিনি হু নান প্রাদেশিক দলে যোগ দেন। পনেরো বছর বয়সে তিনি চীনের জাতীয় দলে যোগ দেন। লি শিয়াও ফেংয়ের বিশেষ ক্রিড়া ইভেন্ট হলো ফ্রি জিমন্যাস্টিকস,ভল্টিং হর্স আর পারালেল বার।এই তিনটি ইভেন্টে তিনি বিশ্ব প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন।তিনি পৃথিবীতে ফ্রি জিমন্যাস্টিকস এবং পারালেল বারে স্বর্ণপদক অর্জনকারী সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়দের অন্যতম।

    ১৯৯৭ সালে লি শিয়াও ফেং লোজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপ্সে তাঁর সহ-খেলোয়াড়দের সংগে দলগত প্রতিযোগিতার শীরোপা অর্জন করেছেন। তিনি নিজে পারালেল বার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন।ফ্রি জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন।

    ১৯৯৮ সালে তিনি বিশ্ব কাপ চুড়ান্ত প্রতিযোগিতায় ফ্রি জিমন্যাস্টিকস আর পারালেল বার প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। জাতীয় চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ফ্রি- জিমন্যাস্টিকস ও পারালেল বার প্রতিযোগিতায়ও তিনি শীরোপা অর্জন করেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ্সে তিনি ফ্রি জিমন্যাস্টিকস আর ভল্টিং হর্স প্রতিযোগিতায় প্রথম হয়েছেন , পারালেল বার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন।

    ১৯৯৯ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপ্সে তিনি পারলেল বারস এবং ভল্টিং হর্স প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন। চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ফ্রি জিমন্যাস্টিকস আর প্যারালেল বার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন এবং ভল্টিং হর্স আর একক বার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন।বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ্সে তিনি তাঁর সহ- খেলোয়াড়দের সংগে একত্রে দলগত প্রতিযোগিতার শীরোপা অর্জন করেছেন এবং তিনি ভল্টিং হর্স প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন।

    ২০০০ সালে তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপ্সের প্যারালেল বার আর ভল্টিং হর্স প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন এবং একক বার প্রতিযোগিতার রৌপ্যপদক অর্জন করেছেন। সিডনি ওলিম্পিক গেমসে তিনি প্যারালেল বার আর পুরুষ দলগত ইভেন্টে শীরোপা অর্জন করেছেন।

    ২০০১ সালে পূর্ব এশিয়া গেমসে তিনি দলগত আর ফ্রি জিম্যাস্টিকস প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ্সে তিনি ভল্টিং হর্স আর ফ্রি জিম্যাস্টিকস প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।

    ২০০২ সালে ১৪ তম পুশান এশিয়া গেমসে লি শিয়াও ফেং তাঁর সহ- খেলোয়াড়দের সংগে ২২৮.৮২৫ পয়েন্টে চীনের পুরুষ দলগত একটানা অষ্টম স্বর্ণপদক অর্জন করেছেন।তারপর তিনি ৯.৭৩৭ পয়েন্টে আর ৯.৮০০ পয়েন্টে আলাদা আলাদাভাবে ভল্টিং হর্স আর প্যারালেল বার প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক অর্জন করেছেন।বিশ্ব কাপ জিম্যাস্টিকস চুড়ান্ত প্রতিযোগিতায় তিনি শীরোপা অর্জন করেছেন।

    ২০০৩ সালে তিনি বিশ্ব জিম্যাস্টিকসের চ্যাম্পিয়নশিপ্সের পুরুষ দলগত ,ভল্টিং হর্স ,প্যারালেল বার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।