v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-21 15:58:41    
ছিংহাই প্রদেশের তেত্রিশ লক্ষ কৃষক ও পশুপালকদের মধ্যে সাবির্কভাবে গ্রামীন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবর্তিত হবে

cri
    চীনের ছিংহাই প্রদেশের তুলান জেলার চাসু উপশহরের সি হো গ্রামের বৃদ্ধা হো ইউ মেই হচ্ছেন একজন জরায়ু মুখের ক্যান্সার রোগী । হাসপাতালে চিকিত্সা করাতে তাঁর লেগেছে বিশ হাজার ইউয়ানেরও বেশী অর্থ । সৌভাগ্যের ব্যাপার তিনি গ্রামীন সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছেন বলে তিনি চার হাজার চার শো ইউয়ানেরও বেশী ভরতুকি পেয়েছেন । হো ইউ মেই বলেছেন ,এই ভরতুকি না পেলে এ বছর তার পরিবারের প্রায় তিন একর কৃষিজমিতে সম্ভবত:আর চাষাবাদ করা যেতো না ।

    ছিংহাই প্রদেশের গ্রামান্চল ও পশুপালন এলাকায় ২০০৩ সালের অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতর্নের পর এ পযর্ন্ত আট লক্ষ ষাট হাজার কৃষক ও পশুপালক এই ব্যবস্থায় যোগ দিয়েছেন এবং তেতাল্লিশ হাজার লোক এই ব্যবস্থার তহবিল থেকে চিকিত্সার খরচ ফেরত পেয়েছেন ।

    ছিংহাই প্রদেশের স্বাস্থ্য বিভাগের গ্রামীন স্বাস্থ্য শাখার উপপ্রধান লি সিউ চুং সংবাদদাতাকে বলেছেন , গত বছর থেকে ছিংহাই প্রদেশের তুলান , কাংচে , হুয়াংচুন , জাদো ইত্যাদি আটটি জেলায় পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা প্রবতর্ন করা হয় । পরীক্ষার অবস্থা থেকে দেখতে গেলে বেশীরভাগ কৃষক ও পশুপালক এই নতুন চিকিত্সা ব্যবস্থা গ্রহণ করেন । পরীক্ষার আওতাভুক্ত দশ লক্ষ কৃষক ও পশুপালকের মধ্যে ছিয়াশী শতাংশ সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছেন। এ বছরের মে মাসের শেষ নাগাদ সমবায় চিকিত্সা ব্যবস্থার তহবিল থেকে তেতাল্লিশ হাজার কৃষক ও পশুপালককে চিকিত্সার খরচ বাবদ সাড়ে একাত্তর লক্ষ ইউয়ান ফেরত দেয়া হয়েছে । মাথাপিছু ভরতুকির পরিমান এক শো তেষটি ইউয়ান । ভরতুকির অনুপাত সাতাশ শতাংশ । যিনি সবচেয়ে বেশী ভরতুকি পেয়েছেন তিনি পেয়েছেন ছয় হাজার তিন শো ইউয়ান ।

    কাংচে জেলার সমবায় চিকিত্সা কায্যার্লয়ের পরিচালক কাও পো বলেছেন ,গ্রামান্চল ও পশুপালন এলাকার সমবায় চিকিত্সা ব্যবস্থা শুধু কৃষক ও পশুপালকদের বাস্তব স্বার্থ্যই দেয় নি ,বরং নিদির্ষ্ট মাত্রায় তাদের"রোগাক্রান্ত হওয়ার জন্য দরিদ্র হওয়া " বা"রোগাক্রান্ত হওয়ার জন্য আবার দরিদ্র হওয়ার" অবস্থার আবির্ভাবকেও প্রতিরোধ করেছে । তাছাড়া ,সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতর্নের ফলে জেলা ও মহকুমা পযার্য়ের স্বাস্থ্য সম্পদের ব্যবহারও বেড়েছে এবং এই দুই পযার্য়ের চিকিত্সা সংস্থার ফলপ্রসূতাও বেড়েছে ।

    ২০০৫ সাল থেকে গোটা ছিংহাই প্রদেশের তেত্রিশ লক্ষ কৃষক ও পশুপালকদের মধ্যে সাবির্কভাবে গ্রামীন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতির্ত হবে ।