চীনের ছিংহাই প্রদেশের তুলান জেলার চাসু উপশহরের সি হো গ্রামের বৃদ্ধা হো ইউ মেই হচ্ছেন একজন জরায়ু মুখের ক্যান্সার রোগী । হাসপাতালে চিকিত্সা করাতে তাঁর লেগেছে বিশ হাজার ইউয়ানেরও বেশী অর্থ । সৌভাগ্যের ব্যাপার তিনি গ্রামীন সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছেন বলে তিনি চার হাজার চার শো ইউয়ানেরও বেশী ভরতুকি পেয়েছেন । হো ইউ মেই বলেছেন ,এই ভরতুকি না পেলে এ বছর তার পরিবারের প্রায় তিন একর কৃষিজমিতে সম্ভবত:আর চাষাবাদ করা যেতো না ।
ছিংহাই প্রদেশের গ্রামান্চল ও পশুপালন এলাকায় ২০০৩ সালের অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতর্নের পর এ পযর্ন্ত আট লক্ষ ষাট হাজার কৃষক ও পশুপালক এই ব্যবস্থায় যোগ দিয়েছেন এবং তেতাল্লিশ হাজার লোক এই ব্যবস্থার তহবিল থেকে চিকিত্সার খরচ ফেরত পেয়েছেন ।
ছিংহাই প্রদেশের স্বাস্থ্য বিভাগের গ্রামীন স্বাস্থ্য শাখার উপপ্রধান লি সিউ চুং সংবাদদাতাকে বলেছেন , গত বছর থেকে ছিংহাই প্রদেশের তুলান , কাংচে , হুয়াংচুন , জাদো ইত্যাদি আটটি জেলায় পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা প্রবতর্ন করা হয় । পরীক্ষার অবস্থা থেকে দেখতে গেলে বেশীরভাগ কৃষক ও পশুপালক এই নতুন চিকিত্সা ব্যবস্থা গ্রহণ করেন । পরীক্ষার আওতাভুক্ত দশ লক্ষ কৃষক ও পশুপালকের মধ্যে ছিয়াশী শতাংশ সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছেন। এ বছরের মে মাসের শেষ নাগাদ সমবায় চিকিত্সা ব্যবস্থার তহবিল থেকে তেতাল্লিশ হাজার কৃষক ও পশুপালককে চিকিত্সার খরচ বাবদ সাড়ে একাত্তর লক্ষ ইউয়ান ফেরত দেয়া হয়েছে । মাথাপিছু ভরতুকির পরিমান এক শো তেষটি ইউয়ান । ভরতুকির অনুপাত সাতাশ শতাংশ । যিনি সবচেয়ে বেশী ভরতুকি পেয়েছেন তিনি পেয়েছেন ছয় হাজার তিন শো ইউয়ান ।
কাংচে জেলার সমবায় চিকিত্সা কায্যার্লয়ের পরিচালক কাও পো বলেছেন ,গ্রামান্চল ও পশুপালন এলাকার সমবায় চিকিত্সা ব্যবস্থা শুধু কৃষক ও পশুপালকদের বাস্তব স্বার্থ্যই দেয় নি ,বরং নিদির্ষ্ট মাত্রায় তাদের"রোগাক্রান্ত হওয়ার জন্য দরিদ্র হওয়া " বা"রোগাক্রান্ত হওয়ার জন্য আবার দরিদ্র হওয়ার" অবস্থার আবির্ভাবকেও প্রতিরোধ করেছে । তাছাড়া ,সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতর্নের ফলে জেলা ও মহকুমা পযার্য়ের স্বাস্থ্য সম্পদের ব্যবহারও বেড়েছে এবং এই দুই পযার্য়ের চিকিত্সা সংস্থার ফলপ্রসূতাও বেড়েছে ।
২০০৫ সাল থেকে গোটা ছিংহাই প্রদেশের তেত্রিশ লক্ষ কৃষক ও পশুপালকদের মধ্যে সাবির্কভাবে গ্রামীন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতির্ত হবে ।
|