v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-21 15:34:05    
১৫ই -২১শে জানুয়ারী

cri
    ১.১৪ই জানুয়ারী চীনের দাতব্য সমিতি থেকে জানা গেছে, ভারত মহা সাগরে সুনামিজনিত দুর্যোগ ঘটার পর থেকে চীনের সর্বস্তরের জনসাধারণ ত্রাণ কাযে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং চাঁদা দানের উত্সাহ বেড়ে যাচ্ছে।জানা গেছে, দুর্গত দেশগুলোর জন্যে চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে আগামী ১৮ই জানুয়ারী সন্ধ্যায় পেইচিংএ চীনা অপোরো মহল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।চীনের বিমান পরিবহণ প্রযুক্তি আমদানি-রফতানি কম্পানি এবং পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয় প্রভৃতি ইউনিটও সম্প্রতি উপদ্রুত দেশগুলোর জন্যে চাঁদা দিয়েছে।গত ১৪ই জানুয়ারী চীন আন্তর্জাতিক বেতারের ট্রেড ইউনিয়ানের চেয়াম্যান বেতারে সফররত সিংহলী ভাষার শ্রোতা সংঘের চেয়ারমান ইন্দ্রনান্ড আবিসেকেরারকে চীন আন্তর্জাতিক বেতারের কর্মচারীদের ২৮ হাজারেরও বেশী রেন মিন পির চাঁদা দিয়েছেন। তিনি শ্রীলংকার দুর্গতশ্রোতাদের কাছে এই চাঁদা হস্তান্তর করবেন।

    আরেকটি খবরে বলা হয়েছে, চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী উ ডা উয়ের নেতৃতাধীন চীন সরকারের পর্যবেক্ষণ ও সমবেদনা জানানোর প্রতিনিধি দল ১৪ই জানুয়ারী সুনামি বিধ্বস্ত অন্যতম দেশ---থাইল্যান্ড সফর শেষ করেছে।থাইল্যান্ড সফরকালে থাইল্যান্ডের উপ-প্রধান মন্ত্রী সুওয়াট আর পররাষ্ট্র মন্ত্র সুরাকিআরট আলাদা আলাদাভাবে চীন সরকারের প্রতিনিধি দলের সংগে সাক্ষাত করেছেন। থাইল্যান্ডে চীনের কিচিত্সা দল এবং ডি এন এ নির্নয়ের বিশেষজ্ঞরা যে অক্রান্তভাবে কাজ করেছেন থাইল্যান্ডের নেতারা তার ভূয়সী প্রশংসা করেছেন।এ পর্যন্ত চীনের পর্যবেক্ষণ ও সমবেদনা জানানোর প্রতিনিধি দল পর পর ইন্দোনেশিয়া, মালদ্বিপ, শ্রীলংকা এবং থাইল্যান্ড সফর করেছে।

    ২.উপগ্রহের সাহায্যে চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সু চিয়ান মিং ১৫ই জানুয়ারী সাংহাইয়ে সাংবাদিকদের জানিয়েছেন , তিনমাস ধরে ফেংইয়ুন দু নম্বর সি- কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পরিভ্রমনের পর চীনের আবহাওয়ার সঠিক পুর্বাভাস দানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে । এ ছাড়া এই উপগ্রহ ভারত মহাসাগরীয় দেশগুলোর জন্য আবহাওয়ার প্রচুর তথ্য সরবরাহ করতে পারে ।

    সু চিয়ান মিং বলেছেন, দু নম্বর সি- কৃত্রিম উপগ্রহ গত অক্টোবর মাসে সাফল্যের সংগে উতক্ষেপন করা হয় । শুধু চীন নয় , ভারত মহাসাগরীয় অঞ্চলও তাঁর পর্যবেক্ষের আওতায়।

    তিনি আরো বলেছেন , দক্ষিণ পুর্ব এশিয়া ও ভারত মহাসাগরের মহাকাশে একাধিক দেশের আবহাওয়া উপগ্রহের সংখ্যা বেশী নয় , চীনের দু নম্বর সি- আবহাওয়া উপগ্রহ সুনামি উপদ্রুত দেশগুলোর পুনর্বাসনে ও ভবিষ্যতের আবহাওয়ার পুর্বাভাস দানে সাহায্য দিতে পারে ।

    ৩.১৬ই জানুয়ারী প্রকাশিত সিনহুয়া সংবাদ সংস্থারএকটি খবরে বলা হয়েছে , দশাধিক বছর ধরে গবেষনা চালানোর পর চীনের বিজ্ঞানীরা সম্প্রতি নিজদের প্রচেষ্টায় কলেরার ভোজ্য প্রতিষেধ টিকা উদ্ভাবন করেছেন ।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরার এই নতুন টিকা প্রশংসা করে বলেছে , কলেরার এই নতুন টিকার ব্যবহানির্ভরযোগ্যযারা কলেরার সংক্রমণের বিপদের সম্মুখীন তাঁদের মধ্যে এই নতুন টিকা ব্যবহারের কথা বিবেচনা করা উচিত ।ভয়াবহ প্রাকৃতিক দুযোগজনিত মহামারী নিয়ন্ত্রনের জন্য এই নতুন টিকা রণনৈতিক ঔষধ হিসেবে মজুত রাখা যায় ।

    উল্লেখ করা যেতে পারে যে , কলেরার ঐতির্হক টিকা মানুষের পেশীতে ইঞ্জিক্শন দেয়া হয় , যারা এই টিকা নেয় তাদের অর্ধেকের কমের বেলায় কলেরা প্রতিষেধ করা সম্ভব। । কিন্তু চীনের সামরিক চিকিত্সা বিজ্ঞান একাডেমীর বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন টিকা পান করা যায় এবং শত করা ৮৫ জনের বেলায় কলেরা প্রতিষেধ করা যায় ।

    ৪.১৪ তারিখে ইসলামাবাদে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া সংসদের এইড্জ রোগ সমস্যা সংক্রান্ত একটি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান মন্ত্রী সৈওকট আজিজ এশিয়ার বিভিন্ন দেশের প্রতি আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নের জন্য যৌথভাবে শান্তি রক্ষা এবং সক্রিয়ভাবে অর্থনীতি উন্নয়ন সাধনের আহ্বান জানিয়েছেন ।

    আজিজ বলেছেন , দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচিত মনোযোগ দিয়ে নিজস্ব অঞ্চলের শিক্ষা ও চিকিত্সার মান উন্নত করা , নারীদের মুক্তি বাস্তবায়ন করা এবং লিঙ্গগত বৈষম্য দূর করা । তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দানের ব্যবস্থা ও সংকট মোকাবিলার ব্যবস্থা স্থাপন করার আহ্বানও জানিয়েছেন ।

    এশিয়া সংসদের এইড্জ রোগ সংক্রান্ত দু'দিনব্যাপী সেমিনারে সার্বিকভাবে বিভিন্ন দেশের সংসদের ভূমিকা পালন করে এইড্স রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনা করা হচ্ছে । দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং ব্রাজিল , ক্যানডা , রাশিয়া ও বৃটেন ইত্যাদি দেশের মোট ৬০ জনেরও বেশী সংসদ সদস্য সেমিনারে অংশ গ্রহণ করেছেন ।

    "দি ওয়াশিংটন পোস্ট" পত্রিকা ১৬ তারিখে মার্কিন প্রেসিডেন্ট বুশের ভাষণ প্রকাশ করেছে। ভাষণে তিনি বলেছেন, মার্কিন বাহিনী যথাশীঘ্র সম্ভব ইরাক থেকে সরে যাবে, কিন্তু তার পূর্বশর্ত হচ্ছে নিজের কর্তব্য সম্পন্ন করা।

    সাক্ষাত্কার দেয়ার সময়ে বুশ বলেছেন, ইরাকস্থ মার্কিন বাহিনীর একটি কর্তব্য হলো ইরাকীদের প্রশিক্ষণ দেয়া, যাতে তারা সন্ত্রাসীদের দমন করতে সক্ষম হয়। কিন্তু তিনি ইরাক থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার সময়-সূচী নির্ধারণ করেন নি।

    ৫.পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাসুদ খান ১৮ তারিখ বলেছেন, পাক-ভারত বিতর্কিত বাঁধ সমস্যা সম্পর্কে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা খুঁজে বের করার উদ্দেশ্যে পাকিস্তান পক্ষ এই সমস্যা বিশ্ব ব্যাংকের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ।

    মাসুদ খান বলেছেন , সেদিন প্রধান মন্ত্রী আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাকিস্তান পক্ষ বিশ্ব ব্যাংককে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিযুক্ত করে এই সমস্যায় মধ্যস্থতা করতে অনুরোধ করেছে । পাকিস্তানের একটি বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান পক্ষ সম্ভাব্য সব ধরনের প্রয়াসে এই সমস্যার সমাধান করবে , এখন শুধু বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা অন্বেষণ করবে ।

    বর্তমানে , ভারত উভয় দেশের উপর দিয়ে বহমান সিন্ধু নদীর ৫টি বড় শাখা নদীর অন্যতম চিনাব নদীর ওপর বাঁধ নির্মাণ করছে । পাকিস্তান পক্ষ বাঁধের ডিজাইন প্রকল্প ও অন্য সংশ্লিষ্ট সমস্যায় দ্বিমত পোষণ করে । কিন্তু ভারত পক্ষ মনে করে যে এই বাঁধ নির্মাণ দু'দেশের "সিন্ধু নদীর জল সম্পদ চুক্তি" লঙ্ঘন করে নি । দু'পক্ষ এই সমস্যা নিয়ে বহু বার বৈঠক করেছে , কিন্তু বৈঠকের কোনো ফলোদয় হয় নি ।

    ৬.ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মির অঞ্চলে যুদ্ধ-বিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ করেছে পাক-ভারত দু'পক্ষের সামরিক পক্ষ ২০ তারিখে আবার টেলিফোন যোগে তা নিয়ে মত বিনিময় করেছে ।

    পাকিস্তানের সামরিক পক্ষ বলেছে , টেলিফোনে পাকিস্তানের সামরিক পক্ষ আবার স্পষ্টভাবে ভারতের অভিযোগ অস্বীকার করে বলেছে যে , পাকিস্তানের সামরিক পক্ষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ওপর গোলাবর্ষণ করে নি , পাকিস্তান পক্ষ আশা করে , ভারত পক্ষ এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে তদন্ত চালাবে ।

    ১৮ তারিখে ভারত অভিযোগ করেছে যে পাকিস্তানের সামরিক পক্ষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ওপর গোলাবর্ষণ করে দু'দেশের মধ্যে ১৪ মাস ধরে কার্যকর যুদ্ধ-বিরতি চুক্তি লঙ্ঘন করেছে । ১৯ তারিখে দু'দেশের সামরিক কর্তৃপক্ষ এই সমস্যা নিয়ে প্রথমবার টেলিফোনে মত বিনিময় করেছে । পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র সৈকট সুলতান ভারতের অভিযোগ অস্বীকার করেছেন ।

    ৭.নিউ ইয়োর্ক টাইমস পত্রিকা ১৬ তারিখে খবর প্রকাশ করেছে যে, আগামী ফেব্রুয়ারীতে জন ভিনেস ইরাকস্থ মার্কিন বাহিনীর সর্বচ্চ পরিচালক হবেন। তিনি বলেছেন ইরাকের নির্বাচনের পর মার্কিন বাহিনীর কর্তব্য পরিবর্তন হবে। তাদের প্রধান কর্তব্য হবে ইরাকী বাহিনী ও পুলিশকে প্রশিক্ষণ দেয়া, যাতে তারা ইরাকের নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্ষম হয়।

    একই দিনে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফারৌক আল- শারা সফররত ইরাকস্থ জাতিসংঘের বিশেষ দূত আশরাফ গাজির সংগে সাক্ষাত্কালে জাতিসংঘের উদ্দেশ্যে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে ইরাকী জনগণকে বর্তমানের অসুবিধাজনক অবস্থা থেকে মুক্ত হতে, তাদের নিজেদের স্বাধীন দেশ প্রতিষ্ঠিত করতে এবং নিজেরাই নিজেদের ব্যাপারাদি পরিচালনা করতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

    ৮.ক্রোয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট মেসিচ ১৬ তারিখে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্টের ভোটে জয় লাভ করে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন।

    একইদিন রাতে ক্রোয়েশিয়ার জাতীয় নির্বাচন কমিটি প্রকাশিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মেসিচ ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। ক্ষমতাসীন পার্টি ক্রোয়েশিয়ার গণতান্ত্রিক গোষ্ঠীর মনোনীতপদ প্রার্থী, বর্তমান উপ-প্রধানমন্ত্রী বেগম কোসোর ৩৪ শতাংশ ভোট পেয়েছেন।

    জানা গেছে, এটা হচ্ছে ১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর ক্রোয়েশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচন।

    ৯.১৬ তারিখে মিশরের রাজধানী কায়রোয় সুদানের সরকারী প্রতিনিধি দল এবং বিরোধী দল--জাতীয় গণতান্ত্রিক সংঘের মধ্যে তৃতীয় দফা সংলাপ সমাপ্ত হয়েছে।দু পক্ষের মধ্যে নতুন সরকারের ক্ষমতার ভাগাভাগি প্রভৃতি বিষয়াদি নিয়ে ব্যাপক মতৈক্য হয়েছে।

    জাতীয় গণতান্ত্রিক সংঘের মুখপাত্র বলেছেন, অন্তবর্তীকালীণ সরকারের আমলে বিচার এবং প্রশাসন প্রভৃতি ক্ষেত্রেজাতীয় গণতান্ত্রিক সংঘের আসন নির্ধারণ করা এবং সরকারী সেনাবাহিনীতে বিরোধী দলের সশস্ত্র সংস্থার অন্তর্ভূক্তি নিয়ে আলোচনা করার জন্যে দু পক্ষ একটি যৌথ কমিশন গড়ে তুলতে রাজি হয়েছে।

    উল্লেখ করা যেতে পারে যে, ১৯৮৩ সালে সুদানের দক্ষিণাংশের দারফুরে সশস্ত্র সংর্ঘষ ঘটে।এর পর এই সংঘর্ষ এশিয়া অঞ্চলের সবচেয়ে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে রুপান্তরিত হয়। এ পর্যন্ত এতে ২০ লক্ষেরও বেশী লোক প্রাণ হারিয়েছে, ৪০ লক্ষেরও বেশী লোক গৃহহারা হয়েছে।