আমার মনে হয় , চীনের প্রথম প্রেসিডেন্ট মাও সেতুং একটি কথা বলেছেন , তা হচ্ছে যৌবন হচ্ছে সকলে আটটা-নয়টার সুর্য , এই বিশ্ব হচ্ছে আমাদের , এবং তোমাদেরও আছে । এ থেকে প্রমাণিত হয়েছে যে , যৌবন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সুন্দর সময় ।
এখন চীনের শিল্পী থাও চে-য়ের গাওয়া সপ্তাদশী নামে একটি সুন্দর গান আপনাদের উপহার দেবো ।
গানের কথা হলো:
সে হচ্ছে একজন সতেরো বছর বয়সী মেয়ে ,
সে খুবই আদুরে ,
তার চোখে আমি শুধু আস্থা দেখেছি ,
সতেরো বছর বয়স,
একটি সুন্দর আর অবিস্মরনীয় বয়স ,
এই বয়সে আমরা খুবই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি ।
সতেরো বছর বয়স ফুলের মতো, খুবই সুন্দর । এই বয়সে , আমাদের কোনো চাপ নেই , প্রতিদিন আমরা পড়া-লিখা করি , বন্ধুদের সংগে গল্প করি আর খাবার খাই , সেসময়ে , আকাশ খুবই নীল , মেঘ খুবই সাদা , ফুল খুবই লাল , এবং আমাদের মন খুবই সুন্দর । সে বয়সে , প্রায়ই প্রত্যেকের নিজের স্বপ্ন আছে । কিছু কিছু লোক আশা করেন , ভবিষ্যতে একজন শিক্ষকে পরিণত হবেন, কিছু কিছু লোক আশা করেন , একজন বিজ্ঞানী হবেন, এবং অনেক অনেক লোক আশা করেন , একজন ধনী হবেন । আপনারা যারা এ অনুষ্ঠান শুনছেন , এই বয়সে কি স্বপ্ন আছে ? আমার মনে আছে , সেসময়ে , আমি আশা করতার, আমি একজন ঘোষিকা হবো , এবং প্রতিদিন স ন্ধ্যায় আমি রেকর্ডিং রুমে বসে আমার আপন কন্ঠে বিশ্বের বিভিন্ন জায়গায় নতুন , মূল্যাবান তথ্য প্রচার করবো , এখন আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে । আপনার ? আশা করি , আপনাদের প্রত্যেকে স্বপ্ন বাস্তবে পরিণত হবে ।
এখন আমাদের সংগে একটি গান শুনুন , তার নাম : সুন্দর জীবন ।
গানের কথা হলো:
এখন প্রজাপতি কোথায় , আমি জানি না ,
আমিও জানি না , চাঁদ কোথায় ?
আমার মনে অনেক স্বপ্ন আছে ,
আমার মনে হয়, এই জীবন খুবই সুন্দর ।
হ্যাঁ , যৌবনে আমাদের স্বপ্ন খুবই বৈচিত্র্যময় , আমাদের জীবনও খুব বৈচিত্র্যময় । আমি বিশ্বাস করি , প্রত্যেকে আশা করেন , সে সময়টা অর্থাত্ যৌবন চিরস্থায়ী হবে। কিন্তু এটাও একটি স্বপ্ন , সুন্দর সময় , যৌবনের সময় , টের পাওয়ার আগে আমাদের ত্যাগ করেছে । আমি বিশ্বাস করি , যৌবনে , আমাদের প্রত্যেকেরই অবিস্মরনীয় ঘটনা আছে । হয়তো , এই সময়ে , কিছু লোক প্রথম প্রেম করেছেন , হয়তো এই সময়ে , কিছু লোক ভবিষ্যতের দিন ধার্য করেছেন , হয়তো এই সময়ে , কিছু লোক প্রথমবার নিজের সাথে বোঝাপড়া করেছেন । আমি বিশ্বাস করি , এই স্বপ্নের মতো সুন্দর আর অবিস্মরনীয় সময়কে কেউ ভুলে যাবেন না । আমি বলতে চাই , এই সময়ে আমি আমার এই জীবনের পেশা ধার্য করেছি , এবং আমার স্বামীর সাথে পরিচিত হয়েছি, তাই , যৌবনে আমার অনেক অনেক সুন্দর স্মৃতি আছে , আশা করি , আপনারা আপনাদের গল্প আমাদের বলবেন।
যৌবনে আমরা ব্যর্থতাকে ভয় করি না । কারন , ব্যর্থতা আর সাফলের মধ্যে আমরা অনেক মুল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারি , এটা ভবিষ্যতে আমাদের সাফল্যের জন্যে দৃঢ় ভিত্তি পত্তন করেছে । গানের পর , আমরা অব্যাহতভাবে এই সম্পর্কে কিছু বলবো । গানের নাম হলো: বাইশ বছর বয়সী।
গানের কথা হলো:
বাইশ বছর বয়সী , বসন্তকালের মতো সুন্দরতম ,
এই সময়ে , আমার অনেক স্বপ্ন আছে ,
আমরা অন্যজনের পরিবর্তনের উপর নিবিড় দৃষ্টি রাখবো না ,
আমরা শুধু আশা করি , আমাদের সহজ স্বপ্ন বাস্তবায়ন করবো ।
কেনো , যৌবনে আমরা ব্যর্থতাকে ভয় করি না ? কারণ , এই পর্যায়ে , আমাদের বয়স কম বলে , আমাদের ভুল সংশোধন করার সময় আছে । তাই , যৌবনে আমরা ব্যর্থতাকে ভয় করি না । এক দিন আমার একজন বত্রিশ বছর বয়েসী বন্ধু আমাকে বলেছেন যে , আমি আশা করি , এখন আমার বয়স যদি শুধু বিশ বছর হতো। কারণ , যখন আপনি ত্রিশ বছর বয়সে উন্নতী, তখন আপনার সামনে অনেক সমস্যা আছে , যেমন , এখন আপনার বিয়ে করা উচিত , যেমন , এখন আপনার একজন জীবনসাথীর প্রয়োজন, যেমন এখন আপনি আপনার ভবিষ্যতে উন্নয়নের দিন ধার্য করা উচিত ইত্যাদি ইত্যাদি । এই পর্যায়ে জনগনের চাপ খুব বেশী , তাই , সবসময়ে , আমি আশা করি , স্থায়ীভাবে বিশ বছর বয়সে থাকতে পারবো । তার কথা শোনার পর , আমি হাসি, কিন্তু তার কথাও আমি স্বীকার করেছি , আমি বিশ্বাস করি , অনেক মানুষ আমাদের মতোই , একই স্বপ্ন দেখেন।
ওকে , আজকের অনুষ্ঠানের সময় যথেষ্ট নয় , এখন আমাদের সংগে মিলে আজকের সর্বশেষ গান উপভোগ করবো , গানের নাম হলো , গৌরবোজ্জ্বল ।
গানের কথা হলো :
আমি একটি দিক খুজেঁ বের করতে চাই ,
আমি এক ধরণের শক্তি খুজেঁ বের করতে চাই ,
তার পর , আমি সকল অভাগ ঘটনা ত্যাগ করে ,
সুখের দিকে এগিয়ে যাবো ।
আমার প্রিয় বন্ধুরা , যৌবনের সময় বেশী নয় , তাই , আমি আশা করি , সবাই এই মুল্যবান সময়কে গুরুত্ব দেবেন । কারণ , এই পর্ব আমাদের প্রত্যেকের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ।
|