v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-21 10:58:36    
যৌবন

cri
    আমার মনে হয় , চীনের প্রথম প্রেসিডেন্ট মাও সেতুং একটি কথা বলেছেন , তা হচ্ছে যৌবন হচ্ছে সকলে আটটা-নয়টার সুর্য , এই বিশ্ব হচ্ছে আমাদের , এবং তোমাদেরও আছে । এ থেকে প্রমাণিত হয়েছে যে , যৌবন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সুন্দর সময় ।

    এখন চীনের শিল্পী থাও চে-য়ের গাওয়া সপ্তাদশী নামে একটি সুন্দর গান আপনাদের উপহার দেবো ।

    গানের কথা হলো:

    সে হচ্ছে একজন সতেরো বছর বয়সী মেয়ে ,

    সে খুবই আদুরে ,

    তার চোখে আমি শুধু আস্থা দেখেছি ,

    সতেরো বছর বয়স,

    একটি সুন্দর আর অবিস্মরনীয় বয়স ,

    এই বয়সে আমরা খুবই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি ।

    সতেরো বছর বয়স ফুলের মতো, খুবই সুন্দর । এই বয়সে , আমাদের কোনো চাপ নেই , প্রতিদিন আমরা পড়া-লিখা করি , বন্ধুদের সংগে গল্প করি আর খাবার খাই , সেসময়ে , আকাশ খুবই নীল , মেঘ খুবই সাদা , ফুল খুবই লাল , এবং আমাদের মন খুবই সুন্দর । সে বয়সে , প্রায়ই প্রত্যেকের নিজের স্বপ্ন আছে । কিছু কিছু লোক আশা করেন , ভবিষ্যতে একজন শিক্ষকে পরিণত হবেন, কিছু কিছু লোক আশা করেন , একজন বিজ্ঞানী হবেন, এবং অনেক অনেক লোক আশা করেন , একজন ধনী হবেন । আপনারা যারা এ অনুষ্ঠান শুনছেন , এই বয়সে কি স্বপ্ন আছে ? আমার মনে আছে , সেসময়ে , আমি আশা করতার, আমি একজন ঘোষিকা হবো , এবং প্রতিদিন সন্ধ্যায় আমি রেকর্ডিং রুমে বসে আমার আপন কন্ঠে বিশ্বের বিভিন্ন জায়গায় নতুন , মূল্যাবান তথ্য প্রচার করবো , এখন আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে । আপনার ? আশা করি , আপনাদের প্রত্যেকে স্বপ্ন বাস্তবে পরিণত হবে ।

    এখন আমাদের সংগে একটি গান শুনুন , তার নাম : সুন্দর জীবন ।

    গানের কথা হলো:

    এখন প্রজাপতি কোথায় , আমি জানি না ,

    আমিও জানি না , চাঁদ কোথায় ?

    আমার মনে অনেক স্বপ্ন আছে ,

    আমার মনে হয়, এই জীবন খুবই সুন্দর ।

    হ্যাঁ , যৌবনে আমাদের স্বপ্ন খুবই বৈচিত্র্যময় , আমাদের জীবনও খুব বৈচিত্র্যময় । আমি বিশ্বাস করি , প্রত্যেকে আশা করেন , সে সময়টা অর্থাত্ যৌবন চিরস্থায়ী হবে। কিন্তু এটাও একটি স্বপ্ন , সুন্দর সময় , যৌবনের সময় , টের পাওয়ার আগে আমাদের ত্যাগ করেছে । আমি বিশ্বাস করি , যৌবনে , আমাদের প্রত্যেকেরই অবিস্মরনীয় ঘটনা আছে । হয়তো , এই সময়ে , কিছু লোক প্রথম প্রেম করেছেন , হয়তো এই সময়ে , কিছু লোক ভবিষ্যতের দিন ধার্য করেছেন , হয়তো এই সময়ে , কিছু লোক প্রথমবার নিজের সাথে বোঝাপড়া করেছেন । আমি বিশ্বাস করি , এই স্বপ্নের মতো সুন্দর আর অবিস্মরনীয় সময়কে কেউ ভুলে যাবেন না । আমি বলতে চাই , এই সময়ে আমি আমার এই জীবনের পেশা ধার্য করেছি , এবং আমার স্বামীর সাথে পরিচিত হয়েছি, তাই , যৌবনে আমার অনেক অনেক সুন্দর স্মৃতি আছে , আশা করি , আপনারা আপনাদের গল্প আমাদের বলবেন।

    যৌবনে আমরা ব্যর্থতাকে ভয় করি না । কারন , ব্যর্থতা আর সাফলের মধ্যে আমরা অনেক মুল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারি , এটা ভবিষ্যতে আমাদের সাফল্যের জন্যে দৃঢ় ভিত্তি পত্তন করেছে । গানের পর , আমরা অব্যাহতভাবে এই সম্পর্কে কিছু বলবো । গানের নাম হলো: বাইশ বছর বয়সী।

    গানের কথা হলো:

    বাইশ বছর বয়সী , বসন্তকালের মতো সুন্দরতম ,

    এই সময়ে , আমার অনেক স্বপ্ন আছে ,

    আমরা অন্যজনের পরিবর্তনের উপর নিবিড় দৃষ্টি রাখবো না ,

    আমরা শুধু আশা করি , আমাদের সহজ স্বপ্ন বাস্তবায়ন করবো ।

    কেনো , যৌবনে আমরা ব্যর্থতাকে ভয় করি না ? কারণ , এই পর্যায়ে , আমাদের বয়স কম বলে , আমাদের ভুল সংশোধন করার সময় আছে । তাই , যৌবনে আমরা ব্যর্থতাকে ভয় করি না । এক দিন আমার একজন বত্রিশ বছর বয়েসী বন্ধু আমাকে বলেছেন যে , আমি আশা করি , এখন আমার বয়স যদি শুধু বিশ বছর হতো। কারণ , যখন আপনি ত্রিশ বছর বয়সে উন্নতী, তখন আপনার সামনে অনেক সমস্যা আছে , যেমন , এখন আপনার বিয়ে করা উচিত , যেমন , এখন আপনার একজন জীবনসাথীর প্রয়োজন, যেমন এখন আপনি আপনার ভবিষ্যতে উন্নয়নের দিন ধার্য করা উচিত ইত্যাদি ইত্যাদি । এই পর্যায়ে জনগনের চাপ খুব বেশী , তাই , সবসময়ে , আমি আশা করি , স্থায়ীভাবে বিশ বছর বয়সে থাকতে পারবো । তার কথা শোনার পর , আমি হাসি, কিন্তু তার কথাও আমি স্বীকার করেছি , আমি বিশ্বাস করি , অনেক মানুষ আমাদের মতোই , একই স্বপ্ন দেখেন।

    ওকে , আজকের অনুষ্ঠানের সময় যথেষ্ট নয় , এখন আমাদের সংগে মিলে আজকের সর্বশেষ গান উপভোগ করবো , গানের নাম হলো , গৌরবোজ্জ্বল ।

    গানের কথা হলো :

    আমি একটি দিক খুজেঁ বের করতে চাই ,

    আমি এক ধরণের শক্তি খুজেঁ বের করতে চাই ,

    তার পর , আমি সকল অভাগ ঘটনা ত্যাগ করে ,

    সুখের দিকে এগিয়ে যাবো ।

    আমার প্রিয় বন্ধুরা , যৌবনের সময় বেশী নয় , তাই , আমি আশা করি , সবাই এই মুল্যবান সময়কে গুরুত্ব দেবেন । কারণ , এই পর্ব আমাদের প্রত্যেকের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ।