v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-19 14:45:16    
সংগীতের চীন --আমার মন চীনে পড়ে আছে

cri
    গানের নাম হলো আমার মন চীনে পড়ে আছে । গানটি গেয়েছেন চীনের হংকংয়ের একজন গায়ক । এই গান প্রচার করার সময়ে , হংকং চীনে কোলে ফিরে আসে নি , গানে প্রবাসী চীনারা মাতৃভুমিকে মিস্ করার অনুভুতি স্পষ্টভাবে বলা হয়েছে । এই গান প্রচারিত হবার করার পর পরিই , চীনের মূল-ভূভাগে , চীনের হংকং আর চীনের তাইওয়ানে জনপ্রিয় হয়ে পড়ে। কারণ , এতে চীনারা মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার কথা বলেছে । আমি বিশ্বাস করি , বিশ্বের সব মানুষই নিজের দেশকে ভালোবাসেন । কারণ , যদি আমাদের মাতৃভূমি নেই , তাহলে আমদের নিজের পরিবারও নেই । এখন , আমাদের সংগে চীনের হংকং-য়ের গায়ক চাং মিনমিনয়ের গাওয়া আমার মন চীনে পড়ে আছে নামে একটি ভালো গান শোনাবো ।

    গানের কথা হলো:

    স্বপ্নে আমি মাতৃভূমিকে দেখেছি ,

    যদিও এখন আমি বিদেশে থাকি ,

    কিন্তু আমার মন স্থায়ীভাবে চীনে থাকে।

আমি বিদেশের জাতীয় পোষাক পরেছি ,

কিন্তু আমার মন স্থায়ীভাবে চীনে থাকে ।

আমার মনে চীনের ইয়াংসি নদী , হুয়াং হো নদী ,

আমার দেহে চীনের রক্ত ।

হয়তো আমি বিদেশে জন্মগ্রহণ করেছি ,

কিন্তু আমার মন কখনো বদলায়নি।