চীনের পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র খুং ছুয়েন ১৮ তারিখে পেইচিংয়ে বলেছেন, চীন পক্ষ ৮ জন চীনা নাগরিক ইরাকে অপহৃত হওয়ার ঘটনায় ভীষণ উদ্বিগ্ন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকম ব্যবস্থা নিচ্ছে।
খুং ছুয়েন বলেছেন, চীনা জনগণ বরাবরই ইরাকী জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে এসেছেন এবং ইরাকী জনগণকে সহানুভূতি ও সমর্থন দিয়ে এসেছেন। চীন সরকার ইরাক সমস্যা পরিচালনাকালে সব সময় ইরাকী জনগণের মৌলিক স্বার্থের কথা বিবেচনা করে এসেছে।অপহৃত ৮ জনই চীনের সাধারণ নাগরিক, তারা নিজেরাই মজুরি খাটতে ইরাকে গিয়েছে। কাজ না পাওয়ায় তারা ট্যাক্সিতে করে ইরাক ত্যাগ করছিলেন, পথে অপহৃত হন। চীন সরকার আশা করে তারা যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে মুক্তি পাবেন। বর্তমানে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকম ব্যবস্থা নিচ্ছে।
|