v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-17 16:57:55    
চীনের হানজাতির ঐতিহ্যিক লাবা উত্সব

cri
    চীনে চান্দ্রবর্ষের দ্বাদশ মাসকে লা মাসও বলা হয় । তাই দ্বাদশ চান্দ্রমাসের আট তারিখকে লাবা উত্সব হিসেবে লাবা উত্সবের ইতিহাস বেশ পুরোনো । পন্চম শতাব্দীতে দক্ষিণ ও উত্তর রাজবংশের আমলেই দ্বাদশ চান্দ্রমাসের আট তারিখকে লাবা উত্সব হিসেবে ধার্য করা হয়েছে ।

    পুরোনো পেইচিংবাসীরা বরাবরই লাবাকে বসন্ত উত্সবের আগমনের সংকেত হিসেবে গণ্য কে এসেছেন । এই দিন পরিবারে পরিবারে লাবা মণ্ড খাওয়া হয়।

    লাবা জাই-এর উত্পত্তি সম্পর্কে অনেক কিংবদন্তী আছে । এর মধ্যে সবচেয়ে বেশী প্রচলিত কিংবদন্তটি অনুসারে , প্রাচীন ভারতের রাজকুমার চোতামো সিতাতো লোকালয়ের জন্ম, জরা , অসুখবিসুখ ও মৃত্যুর দুঃখকষ্ট মর্মে মর্মে অনুভব করে এ থেকে মুক্তির পথ অন্বেষণের জন্যে সিংহাসনের আশা ছেড়ে বিচক্ষণ ব্যক্তিদের সংগে দেখা সাক্ষাত্ করতে ভারতের বিখ্যাত বিখ্যাত পাহাড়পর্বত ও বড় বড় নদনদী ভ্রমণ করেছিলেন । দ্বাদশ চান্দ্রমাসের আট তারিখে নিলি নদীর তীরে পোঁছে ক্ষুধায় ও ক্লান্তিতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন । একজন রাখাল বালিকা তাকে বাঁচিয়েছিলেন এবং তার সংগে নিয়ে আসা মোটা খাদ্যশস্য এবং কিছু বুনো ফলমূল ও ঝরণার পানি দিয়ে মণ্ড রান্না করে তাকে খাইয়েছিলেন । রাজকুমার জেগে উঠে বেশ তেজস্বী অনুভব করেন এবং পূর্ণ  ।উপলব্ধি লাভ কের সাক্যমুনিতে পরিণত হন । এরপর বোদ্ধধর্মাবলম্বীরা লাবাকে "দেবত্ব লাভের উত্সব" বলে ডাকেন । চীনে বোদ্ধধর্ম ছড়িয়ে পড়ার পর প্রতি চানদ্রবর্ষের দ্বাদশ মাসের আট তারিখ বিভিন্ন বোদ্ধমন্দির চাল আর শুকনো ফলমূল দিয়ে মণ্ড রান্না করে বোদ্ধমূর্তির উপাসনা করে থাকে । জনসাধারণও এর অনুকরণ করে থাকেন । সামন্ততান্ত্রিক যুগে সমাটরা লাবা উত্সবের সময়ে লাবা মণ্ড দিয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পুরস্কৃতও করতেন ।

    জনসাধারণ লাবা জাউ তৈরী করে প্রথমে বোদ্ধমূর্তি ও পূর্বপুরুষদের উপাসনা করেন , তারপর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়াপড়শীদের মধ্যে পরস্পরকে উপহার দের এবং অবশেষে নিজেরা উপভোগ করেন ।

    লাবা জাউ বিভিন্ন রকমের এবং খুবই সুস্বাদু

    লাবা উত্সবের সময়ে লাবা জাউ তৈরী করার অভ্যাস ছাড়াও উত্তরচীনের জনসাধারণের মধ্যে কলসীতে চালের তৈরী সিরকা ঢেলে রসুন জারিত করার অভ্যাসও আছে ।